ETV Bharat / bharat

কৃষক আন্দোলনের 6 মাস পূরণে কালো পতাকা উত্তোলন সিধুর - কংগ্রেস

26 মে নয়া কৃষি আইনের বিরুদ্ধে চলা আন্দোলনের 6 মাস পূরণ হতে চলেছে ৷ ওইদিন দেশজুড়ে কালো পতাকা তুলবেন কৃষকরা ৷ কৃষকদের সমর্থনে আজ কংগ্রেস বিধায়ক সিধু সপরিবার কালো পতাকা তোলেন ৷

Raising the black flag to complete 6 months of the farmer movement in india
কৃষক আন্দোলনের 6 মাস পূরণে কালো পতাকা উত্তোলন নভজোৎ সিং সিধুর
author img

By

Published : May 25, 2021, 9:08 PM IST

নয়াদিল্লি, 25 মে : কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে চলা কৃষক আন্দোলনের 6 মাস পূর্ণ হতে চলেছে আগামীকাল, অর্থাৎ 26 মে ৷ ওই দিনটিতে দেশ জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ বুধবার দেশ জুড়ে কৃষক আন্দোলনের সমর্থনে কালো পতাকা উত্তোলন করা হবে ৷ কৃষকদের এই আন্দোলনের সমর্থনে আজ পৈত্রিক বাড়িতে কালো পতাকা উত্তোলন করেন কংগ্রেস বিধায়ক নভজোৎ সিং সিধু এবং তাঁর স্ত্রী নভজোৎ কৌর সিধু ৷

আরও পড়ুন : বিধানসভায় কেন্দ্রীয় কৃষি আইন বিরোধী প্রস্তাব পাশ

অন্যদিকে, অমৃতসরের বাড়িতে নভজোৎ সিং সিধুর মেয়ে রুবিনা সিধু তাঁর বাড়ির ছাদে কালো পতাকা তোলেন ৷ পরে নভজোৎ সিং সিধু তাঁর টুইটারে কৃষকদের সমর্থনে একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লেখেন, পঞ্জবের সকল নাগরিকের কৃষকদের এই আন্দোলনকে সমর্থন করা উচিত ৷ প্রসঙ্গত, আগামীকাল 6 মাস পূরণ হতে যাওয়া এই কৃষক আন্দোলনকে আরও শক্তিশালী করতে, পঞ্জাব থেকে বহু কৃষক দিল্লি সীমানার দিকে এগোচ্ছেন ৷

নয়াদিল্লি, 25 মে : কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে চলা কৃষক আন্দোলনের 6 মাস পূর্ণ হতে চলেছে আগামীকাল, অর্থাৎ 26 মে ৷ ওই দিনটিতে দেশ জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ বুধবার দেশ জুড়ে কৃষক আন্দোলনের সমর্থনে কালো পতাকা উত্তোলন করা হবে ৷ কৃষকদের এই আন্দোলনের সমর্থনে আজ পৈত্রিক বাড়িতে কালো পতাকা উত্তোলন করেন কংগ্রেস বিধায়ক নভজোৎ সিং সিধু এবং তাঁর স্ত্রী নভজোৎ কৌর সিধু ৷

আরও পড়ুন : বিধানসভায় কেন্দ্রীয় কৃষি আইন বিরোধী প্রস্তাব পাশ

অন্যদিকে, অমৃতসরের বাড়িতে নভজোৎ সিং সিধুর মেয়ে রুবিনা সিধু তাঁর বাড়ির ছাদে কালো পতাকা তোলেন ৷ পরে নভজোৎ সিং সিধু তাঁর টুইটারে কৃষকদের সমর্থনে একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লেখেন, পঞ্জবের সকল নাগরিকের কৃষকদের এই আন্দোলনকে সমর্থন করা উচিত ৷ প্রসঙ্গত, আগামীকাল 6 মাস পূরণ হতে যাওয়া এই কৃষক আন্দোলনকে আরও শক্তিশালী করতে, পঞ্জাব থেকে বহু কৃষক দিল্লি সীমানার দিকে এগোচ্ছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.