দিল্লি, 06 জানুয়ারি: টানা চার দিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে দিল্লিতে। কিন্তু বুধবার সকালে শিলাবৃষ্টিতে ঘুম ভাঙল সেখানকার বাসিন্দাদের । সকাল সাড়ে সাতটা নাগাদ শিলাবৃষ্টি শুরু হয় বলে দিল্লির মৌসম ভবন থেকে জানা গিয়েছে ।
শিলাবৃষ্টি হয়েছে মূলত দক্ষিণ দিল্লিতে । আরও শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । মঙ্গলবার বিকেল সাড়ে 5 টা পর্যন্ত দিল্লিতে বৃষ্টির পরিমাণ ছিল 1.3 মিলিমিটার। এই সময়ের মধ্যে পালাম, লোধি রোড ও রিডজে বৃষ্টিপাতের পরিমাণ যথাক্রমে 5.3 মিলিমিটার, 0.4 মিলি মিটার ও 4.8 মিলি মিটার।
আরও পড়ুন: রৌরকেলা স্টিল প্ল্যান্টে বিষাক্ত গ্যাস লিকে মৃত 4
তবে মেঘাচ্ছন্ন আকাশের জেরে কিছুটা হলেও তাপমাত্রা বেড়েছে। দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.8 ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার দিল্লির তাপমাত্রা ছিল 1.1 ডিগ্রি সেলসিয়াস। যা গত 15 বছরে সর্বনিম্ন। তার সঙ্গে কুয়াশাও ছিল মারাত্মক। মৌসম ভবন জানিয়েছে, মূলত পশ্চিমি ঝঞ্ঝার কারণেই দিল্লিতে এই অসময়ের বৃষ্টি শুরু হয়েছে।