ETV Bharat / bharat

ঘরে ফেরার তাড়া, মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাসের বাইরে ভিড় পরিযায়ীদের - মহারাষ্ট্র

বুধবার রাত আটটা থেকেই কঠোর নির্দেশাবলী কার্যকর হচ্ছে মহারাষ্ট্রে ৷ যা জারি থাকবে 1 মে সকাল সাতটা পর্যন্ত ৷ করোনার দাপট রুখতেই এই পদক্ষেপ করেছে মহারাষ্ট্র সরকার ৷ এই অবস্থায় ঘরে ফেরার তাড়া বেড়েছে পরিযায়ী শ্রমিকদের ৷ বুধবার সকাল থেকেই হাজার হাজার পরিযায়ী শ্রমিক ভিড় জমান মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাসের বাইরে ৷ যা বাড়়াচ্ছে সংক্রমণের আশঙ্কা ৷

Railways Appeal As Thousands Reach Station To Leave Mumbai Amid COVID-19 Surge
ঘরে ফেরার তাড়া, মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাসের বাইরে ভিড় পরিযায়ীদের
author img

By

Published : Apr 14, 2021, 4:00 PM IST

মুম্বই, 14 এপ্রিল : করোনা মোকাবিলায় মহারাষ্ট্র সরকার একাধিক কঠোর নির্দেশাবলী ঘোষণা করতেই ফের একবার ঘরে ফেরার তাড়া শুরু হয়ে গেল মুম্বইয়ে কর্মরত পরিযায়ী শ্রমিকদের ৷ বুধবার লোকমান্য় তিলক রেলস্টশনের বাইরে ভিড় জমান হাজার হাজার মানুষ ৷ সকলেই ছিলেন দূরপাল্লার ট্রেনের যাত্রী ৷

পরিস্থিতি দেখে চিন্তা বেড়েছে রেল কর্তৃপক্ষের ৷ কেন্দ্রীয় রেলের তরফে যাত্রীদের কাছে আবেদন করা হয়েছে, তাঁরা যেন অযথা আতঙ্কিত না হন ৷ এভাবে স্টেশন চত্বরে যাত্রীরা যেন ভিড় না বাড়ান ৷ কারণ, তাতে করোনার সংক্রমণের আশঙ্কা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে ৷

করোনার আতঙ্কে যাতে স্টেশন চত্বরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে এদিন লোকমান্য তিলক টার্মিনাসে অতিরিক্ত রেল পুলিশ ও রাজ্য় পুলিশ মোতায়েন করা হয়েছিল ৷

আরও পড়ুন : করোনা রুখতে আজ থেকে মহারাষ্ট্রে 144 ধারা, সেনার সাহায্য চাইলেন উদ্ধব

রাজ্য়ে করোনার দাপট বাড়ায় মঙ্গলবারই একগুচ্ছ কঠোর নির্দেশাবলী ঘোষণা করে উদ্ধব ঠাকরে সরকার ৷ যা আগামী 15 দিন গোটা রাজ্য়ে বহাল থাকবে ৷ নয়া নির্দেশাবলী কার্যকর হবে আজ, অর্থাৎ বুধবার রাত আটটা থেকে ৷ বলবৎ থাকবে 1 মে সকাল সাতটা পর্যন্ত ৷ তবে যাবতীয় জরুরি পরিষেবা এই নির্দেশাবলীর আওতার বাইরে থাকবে ৷

এই পরিস্থিতিতে ঘরে ফেরার জন্য অস্থির হয়ে পড়েছেন মুম্বইয়ে কাজ করতে আসা পরিযায়ী শ্রমিকরা ৷ রেলের তরফে এদিন জানানো হয়, শুধুমাত্র কনফার্মড টিকিট থাকা যাত্রীরাই স্পেশাল ট্রেনে চড়ে গন্তব্যে রওনা দিতে পারবেন ৷ ট্রেন ছাড়ার দেড় ঘণ্টা আগে তাঁরা প্ল্য়াটফর্মে ঢুকতে পারবেন ৷ তবে এই পরিস্থিতিতে যাত্রীদের ওয়েটিং লিস্টের উপরও সর্বদা নজর রেখে চলেছে রেল কর্তৃপক্ষ ৷ কোনও নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য টিকিটের বাড়তি চাহিদা তৈরি হচ্ছে কি না, নজর রাখা হচ্ছে সেদিকেও ৷

মুম্বই, 14 এপ্রিল : করোনা মোকাবিলায় মহারাষ্ট্র সরকার একাধিক কঠোর নির্দেশাবলী ঘোষণা করতেই ফের একবার ঘরে ফেরার তাড়া শুরু হয়ে গেল মুম্বইয়ে কর্মরত পরিযায়ী শ্রমিকদের ৷ বুধবার লোকমান্য় তিলক রেলস্টশনের বাইরে ভিড় জমান হাজার হাজার মানুষ ৷ সকলেই ছিলেন দূরপাল্লার ট্রেনের যাত্রী ৷

পরিস্থিতি দেখে চিন্তা বেড়েছে রেল কর্তৃপক্ষের ৷ কেন্দ্রীয় রেলের তরফে যাত্রীদের কাছে আবেদন করা হয়েছে, তাঁরা যেন অযথা আতঙ্কিত না হন ৷ এভাবে স্টেশন চত্বরে যাত্রীরা যেন ভিড় না বাড়ান ৷ কারণ, তাতে করোনার সংক্রমণের আশঙ্কা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে ৷

করোনার আতঙ্কে যাতে স্টেশন চত্বরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে এদিন লোকমান্য তিলক টার্মিনাসে অতিরিক্ত রেল পুলিশ ও রাজ্য় পুলিশ মোতায়েন করা হয়েছিল ৷

আরও পড়ুন : করোনা রুখতে আজ থেকে মহারাষ্ট্রে 144 ধারা, সেনার সাহায্য চাইলেন উদ্ধব

রাজ্য়ে করোনার দাপট বাড়ায় মঙ্গলবারই একগুচ্ছ কঠোর নির্দেশাবলী ঘোষণা করে উদ্ধব ঠাকরে সরকার ৷ যা আগামী 15 দিন গোটা রাজ্য়ে বহাল থাকবে ৷ নয়া নির্দেশাবলী কার্যকর হবে আজ, অর্থাৎ বুধবার রাত আটটা থেকে ৷ বলবৎ থাকবে 1 মে সকাল সাতটা পর্যন্ত ৷ তবে যাবতীয় জরুরি পরিষেবা এই নির্দেশাবলীর আওতার বাইরে থাকবে ৷

এই পরিস্থিতিতে ঘরে ফেরার জন্য অস্থির হয়ে পড়েছেন মুম্বইয়ে কাজ করতে আসা পরিযায়ী শ্রমিকরা ৷ রেলের তরফে এদিন জানানো হয়, শুধুমাত্র কনফার্মড টিকিট থাকা যাত্রীরাই স্পেশাল ট্রেনে চড়ে গন্তব্যে রওনা দিতে পারবেন ৷ ট্রেন ছাড়ার দেড় ঘণ্টা আগে তাঁরা প্ল্য়াটফর্মে ঢুকতে পারবেন ৷ তবে এই পরিস্থিতিতে যাত্রীদের ওয়েটিং লিস্টের উপরও সর্বদা নজর রেখে চলেছে রেল কর্তৃপক্ষ ৷ কোনও নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য টিকিটের বাড়তি চাহিদা তৈরি হচ্ছে কি না, নজর রাখা হচ্ছে সেদিকেও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.