ETV Bharat / bharat

Rahul's New Twiter Bio: টুইটারে নয়া বায়ো ! রাহুল জানালেন তিনি এখন পদচ্য়ুত সাংসদ - Rahul New Twiter Bio

কংগ্রেস নেতা লিখেছেন, তিনি এখন 'পদচ্য়ুত সাংসদ' ৷ সুকৌশলে তাঁর স্য়োশাল মিডিয়ার ফলোয়ারদের কাছে বিশেষ বার্তা পাঠাতে চাইলেন রাহুল (Rahul updates his Bio in Twitter) ৷

Etv Bharat
কংগ্রেস নেতা রাহুল গান্ধি
author img

By

Published : Mar 26, 2023, 12:30 PM IST

Updated : Mar 26, 2023, 12:42 PM IST

নয়াদিল্লি, 26 মার্চ: 'প্রথম পরিচয়' হিসাবে নিজেকে আর সাংসদ বলতে চাইছেন না রাহুল গান্ধি ৷ লোকসভার সদস্য় পদ খোয়ানোর পর আরও বেশি আক্রমণাত্মক রাহুল গান্ধি ৷ 'আমি সাভারকার নই, আমার পদবি গান্ধি । আপর গান্ধিরা ক্ষমা চান না।' এই বক্তব্য়ের 24 ঘণ্টা কাটতে না কাটতে এবার নিজের টুইটারের পরিচিতি বদলালেন রাহুল গান্ধি ৷ শনিবার রাতেই টুইটার বায়ো পরিবর্তন করে কংগ্রেস নেতা লিখেছেন, তিনি এখন 'পদচ্য়ুত সাংসদ' ৷ নিজেকে 'পদচ্য়ুত সাংসদ' হিসাবে দেখতেই স্বচ্ছন্দ বোধ করছেন রাহুল, নাকি আমজনতার কাছে বার্তা দিতে চাইলেন, 'আমি তোমাদেরই লোক' !

গত লোকসভা ভোটে কেরলের ওয়ানাড থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন রাহুল গান্ধি ৷ কিন্তু মোদি পদবি নিয়ে বিতর্কের জেরে আদালতে ধাক্কা খাওয়ার পর সাংসদ পদ খুইয়েছেন রাহুল ৷ এর পর থেকেই অত্য়ন্ত দৃঢ় মনোভাব নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণে নেমেছেন তিনি ৷ এই মুহূর্তে টুইটারে রাহুলের ফলোয়ার প্রায় 23 লক্ষ ৷ পাশাপাশি 269টি টুইটার অ্যাকাউন্ট অনুসরণ করেন রাহুল নিজে ৷ এবার সুকৌশলে তাঁর স্য়োশাল মিডিয়ার ফলোয়ারদের কাছেও বার্তা পাঠাতে চাইলেন রাহুল ৷

এই ঘটনায় সক্রিয় কংগ্রেসও । দলের প্রাক্তন সভাপতির সাংসদ পদ বাতিল হওয়া নিয়ে আজ দেশজুড়ে পথে নেমেছে শতাব্দী প্রাচীন দলটি। রাহুলের পাশে দাঁড়িয়েছেন অন্য বিরোধী নেতা-নেত্রীরাও। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক বিরোধী নেতা রাহুলের সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে কড়া আক্রমণ করেছেন । পাশাপাশি সুপ্রিম কোর্টেও জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।

টুইটার পরিচিতিতে কী লিখেছেন রাহুল গান্ধি? তাঁর টুইটারের বায়োতে নিজেকে প্রথমে জাতীয় কংগ্রেসের সদস্য বলে উল্লেখ করেছেন তিনি। এর ঠিক পাশেই লেখা রয়েছে মাত্র দু'টি শব্দ। তিনি 'পদচ্য়ুত সাংসদ' ৷ রাজনৈতিক মহলের ব্য়াখ্য়া, জেনে বুঝেই রাহুল এই দুটি শব্দবন্ধ ব্য়বহার করেছেন ৷ তিনি নিজেকে 'প্রাক্তন সাংসদ' না বলে 'পদচ্য়ুত সাংসদ' সাংসদ বলতে বেশি পছন্দ করেছেন ৷ যার জেরে, তিনি আরও বেশি করে স্পষ্ট করে দিতে চেয়েছেন যে, তাঁকে কার্যত জোর করে সংসদ থেকে তাড়ানো হয়েছে ৷ কংগ্রেসের দাবি, এই পদক্ষেপ আদতে নরেন্দ্র মোদি সরকারের 'ষড়যন্ত্র' ছাড়া আর কিছু নয় ।

প্রসঙ্গত, 2019 সালের লোকসভা নির্বাচনের আগে এক জনসভায় ললিত মোদি, নীরব মোদির সমালোচনা করতে গিয়ে 'মোদি' পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য় করেন রাহুল গান্ধি ৷ তাঁর বক্তব্য়ে সমগ্র 'মোদি' সম্প্রদায় অপমানিত হয়েছে, বলে অভিযোগ করে বিজেপি রাহুলের বিরুদ্ধে সুরাত আদালতে মামলা করে ৷ সেই মামলাতেই সম্প্রতি রাহুল গান্ধিকে দোষী সাব্য়স্ত করে আদালত ৷ এরপরই তাঁর সাংসদ পদ খারিজ করেন লোকসভার অধ্য়ক্ষ ৷

আরও পড়ুন: আজ সত্যাগ্রহ, দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের

নয়াদিল্লি, 26 মার্চ: 'প্রথম পরিচয়' হিসাবে নিজেকে আর সাংসদ বলতে চাইছেন না রাহুল গান্ধি ৷ লোকসভার সদস্য় পদ খোয়ানোর পর আরও বেশি আক্রমণাত্মক রাহুল গান্ধি ৷ 'আমি সাভারকার নই, আমার পদবি গান্ধি । আপর গান্ধিরা ক্ষমা চান না।' এই বক্তব্য়ের 24 ঘণ্টা কাটতে না কাটতে এবার নিজের টুইটারের পরিচিতি বদলালেন রাহুল গান্ধি ৷ শনিবার রাতেই টুইটার বায়ো পরিবর্তন করে কংগ্রেস নেতা লিখেছেন, তিনি এখন 'পদচ্য়ুত সাংসদ' ৷ নিজেকে 'পদচ্য়ুত সাংসদ' হিসাবে দেখতেই স্বচ্ছন্দ বোধ করছেন রাহুল, নাকি আমজনতার কাছে বার্তা দিতে চাইলেন, 'আমি তোমাদেরই লোক' !

গত লোকসভা ভোটে কেরলের ওয়ানাড থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন রাহুল গান্ধি ৷ কিন্তু মোদি পদবি নিয়ে বিতর্কের জেরে আদালতে ধাক্কা খাওয়ার পর সাংসদ পদ খুইয়েছেন রাহুল ৷ এর পর থেকেই অত্য়ন্ত দৃঢ় মনোভাব নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণে নেমেছেন তিনি ৷ এই মুহূর্তে টুইটারে রাহুলের ফলোয়ার প্রায় 23 লক্ষ ৷ পাশাপাশি 269টি টুইটার অ্যাকাউন্ট অনুসরণ করেন রাহুল নিজে ৷ এবার সুকৌশলে তাঁর স্য়োশাল মিডিয়ার ফলোয়ারদের কাছেও বার্তা পাঠাতে চাইলেন রাহুল ৷

এই ঘটনায় সক্রিয় কংগ্রেসও । দলের প্রাক্তন সভাপতির সাংসদ পদ বাতিল হওয়া নিয়ে আজ দেশজুড়ে পথে নেমেছে শতাব্দী প্রাচীন দলটি। রাহুলের পাশে দাঁড়িয়েছেন অন্য বিরোধী নেতা-নেত্রীরাও। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক বিরোধী নেতা রাহুলের সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে কড়া আক্রমণ করেছেন । পাশাপাশি সুপ্রিম কোর্টেও জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।

টুইটার পরিচিতিতে কী লিখেছেন রাহুল গান্ধি? তাঁর টুইটারের বায়োতে নিজেকে প্রথমে জাতীয় কংগ্রেসের সদস্য বলে উল্লেখ করেছেন তিনি। এর ঠিক পাশেই লেখা রয়েছে মাত্র দু'টি শব্দ। তিনি 'পদচ্য়ুত সাংসদ' ৷ রাজনৈতিক মহলের ব্য়াখ্য়া, জেনে বুঝেই রাহুল এই দুটি শব্দবন্ধ ব্য়বহার করেছেন ৷ তিনি নিজেকে 'প্রাক্তন সাংসদ' না বলে 'পদচ্য়ুত সাংসদ' সাংসদ বলতে বেশি পছন্দ করেছেন ৷ যার জেরে, তিনি আরও বেশি করে স্পষ্ট করে দিতে চেয়েছেন যে, তাঁকে কার্যত জোর করে সংসদ থেকে তাড়ানো হয়েছে ৷ কংগ্রেসের দাবি, এই পদক্ষেপ আদতে নরেন্দ্র মোদি সরকারের 'ষড়যন্ত্র' ছাড়া আর কিছু নয় ।

প্রসঙ্গত, 2019 সালের লোকসভা নির্বাচনের আগে এক জনসভায় ললিত মোদি, নীরব মোদির সমালোচনা করতে গিয়ে 'মোদি' পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য় করেন রাহুল গান্ধি ৷ তাঁর বক্তব্য়ে সমগ্র 'মোদি' সম্প্রদায় অপমানিত হয়েছে, বলে অভিযোগ করে বিজেপি রাহুলের বিরুদ্ধে সুরাত আদালতে মামলা করে ৷ সেই মামলাতেই সম্প্রতি রাহুল গান্ধিকে দোষী সাব্য়স্ত করে আদালত ৷ এরপরই তাঁর সাংসদ পদ খারিজ করেন লোকসভার অধ্য়ক্ষ ৷

আরও পড়ুন: আজ সত্যাগ্রহ, দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের

Last Updated : Mar 26, 2023, 12:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.