ETV Bharat / bharat

Rahul Gandhi: তেলেঙ্গানার রাস্তায় স্কুল পড়ুয়াদের সঙ্গে দৌড় রাহুলের, ধরা পড়ল সেই ছবি - রাহুল গান্ধি

রাহুল গান্ধি দৌড়চ্ছেন আর অন্যরা তাঁকে ধরার চেষ্টা করছে শিশুরা (Rahul Gandhi sprints others try to catch up) ৷ ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) এমনই ছবির দেখা মিলল তেলেঙ্গানায় ।

Rahul sprints others try to catch up as Bharat Jodo Yatra enters Day 5 in Telangana
Rahul sprints others try to catch up as Bharat Jodo Yatra enters Day 5 in Telangana
author img

By

Published : Oct 30, 2022, 1:43 PM IST

Updated : Oct 30, 2022, 2:02 PM IST

জাদচেরলা(তেলেঙ্গানা), 30 অক্টোবর: রবিবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে (Rahul Gandhi) তেলেঙ্গানার রাস্তায় দৌড়তে দেখা গিয়েছে ৷ তিনি এদিন দলের ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) নেতৃত্ব দিচ্ছিলেন ৷ হঠাতই পদযাত্রার মাঝে কিছু স্কুলের বাচ্চাদের সঙ্গে রাহুল দৌড়তে শুরু করেন ৷ অন্যদেরও বাধ্য করেন তাঁর পিছনে দৌড়তে ৷

রাহুল যে এরকম কিছু করবেন তা জানতেন না পদযাত্রায় অংশ্রগ্রহণকারী বাকিরা ৷ এরপর তাঁর নিরাপত্তা কর্মীরা, তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রেভান্থ রেড্ডি এবং অন্যান্যরাও দ্রুত হাঁটা ছেড়ে দৌড়তে শুরু করেন । রাহুল গান্ধি আজ সকালে দলের নেতা এবং ক্যাডারদের সঙ্গে যোগ দিয়ে এখান থেকে তাঁর পদযাত্রা আবার শুরু করেন ৷ তিনি 22 কিলোমিটার পথ অতিক্রম করবেন বলে কংগ্রেস তরফে আশা করা হচ্ছে ৷

তেলেঙ্গানায় দলের প্রচারের রবিবার পড়ল পঞ্চম দিনে (Bharat Jodo Yatra enters Day 5 in Telangana) । রাহুল এ দিনের পদযাত্রা শেষ করার আগে সন্ধ্যায় শাদনগরের সোলিপুর জংশনে একটি সভায় ভাষণ দেবেন । গান্ধি পরিবারের নেতৃত্বে এই যাত্রা শনিবার জাদচের্লা এক্স রোড জংশনে থামার আগে 20 কিলোমিটারেরও বেশি হয়ে গিয়েছে ৷ 7 নভেম্বর মহারাষ্ট্রে প্রবেশের আগে তেলেঙ্গানার মোট 375 কিলোমিটার অংশ জুড়ে 19টি বিধানসভা এবং 7টি সংসদীয় নির্বাচনী এলাকায় যাবেন রাহুল ।

ওয়ানাদ সাংসদ দলীয় প্রচারের সময় বুদ্ধিজীবী ও বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে দেখা করবেন রাহুল ৷ যার মধ্যে ক্রীড়া, ব্যবসা এবং বিনোদন জগতের ব্যক্তিত্ব রয়েছে । তিনি তেলেঙ্গানা জুড়ে প্রার্থনা হল, মসজিদ এবং মন্দির পরিদর্শন করবেন ৷ এমনটাই জানিয়েছে তেলেঙ্গানা পিসিসির সদস্যরা ।

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রা পৌঁছল তেলাঙ্গানায়, 3 দিনের বিরতিতে দিল্লির পথে রাহুল

উল্লেখ্য, ভারত জোড়ো যাত্রা 7 সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল । রাহুল গান্ধি গত সপ্তাহে তেলেঙ্গানা যাত্রা শুরু করার আগে কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে ম্যারাথন হাঁটা শেষ করেছেন । তেলেঙ্গানা রাজ্য কংগ্রেস যাত্রার সমন্বয়ের জন্য 10টি বিশেষ কমিটি গঠন করেছে ।

জাদচেরলা(তেলেঙ্গানা), 30 অক্টোবর: রবিবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে (Rahul Gandhi) তেলেঙ্গানার রাস্তায় দৌড়তে দেখা গিয়েছে ৷ তিনি এদিন দলের ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) নেতৃত্ব দিচ্ছিলেন ৷ হঠাতই পদযাত্রার মাঝে কিছু স্কুলের বাচ্চাদের সঙ্গে রাহুল দৌড়তে শুরু করেন ৷ অন্যদেরও বাধ্য করেন তাঁর পিছনে দৌড়তে ৷

রাহুল যে এরকম কিছু করবেন তা জানতেন না পদযাত্রায় অংশ্রগ্রহণকারী বাকিরা ৷ এরপর তাঁর নিরাপত্তা কর্মীরা, তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রেভান্থ রেড্ডি এবং অন্যান্যরাও দ্রুত হাঁটা ছেড়ে দৌড়তে শুরু করেন । রাহুল গান্ধি আজ সকালে দলের নেতা এবং ক্যাডারদের সঙ্গে যোগ দিয়ে এখান থেকে তাঁর পদযাত্রা আবার শুরু করেন ৷ তিনি 22 কিলোমিটার পথ অতিক্রম করবেন বলে কংগ্রেস তরফে আশা করা হচ্ছে ৷

তেলেঙ্গানায় দলের প্রচারের রবিবার পড়ল পঞ্চম দিনে (Bharat Jodo Yatra enters Day 5 in Telangana) । রাহুল এ দিনের পদযাত্রা শেষ করার আগে সন্ধ্যায় শাদনগরের সোলিপুর জংশনে একটি সভায় ভাষণ দেবেন । গান্ধি পরিবারের নেতৃত্বে এই যাত্রা শনিবার জাদচের্লা এক্স রোড জংশনে থামার আগে 20 কিলোমিটারেরও বেশি হয়ে গিয়েছে ৷ 7 নভেম্বর মহারাষ্ট্রে প্রবেশের আগে তেলেঙ্গানার মোট 375 কিলোমিটার অংশ জুড়ে 19টি বিধানসভা এবং 7টি সংসদীয় নির্বাচনী এলাকায় যাবেন রাহুল ।

ওয়ানাদ সাংসদ দলীয় প্রচারের সময় বুদ্ধিজীবী ও বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে দেখা করবেন রাহুল ৷ যার মধ্যে ক্রীড়া, ব্যবসা এবং বিনোদন জগতের ব্যক্তিত্ব রয়েছে । তিনি তেলেঙ্গানা জুড়ে প্রার্থনা হল, মসজিদ এবং মন্দির পরিদর্শন করবেন ৷ এমনটাই জানিয়েছে তেলেঙ্গানা পিসিসির সদস্যরা ।

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রা পৌঁছল তেলাঙ্গানায়, 3 দিনের বিরতিতে দিল্লির পথে রাহুল

উল্লেখ্য, ভারত জোড়ো যাত্রা 7 সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল । রাহুল গান্ধি গত সপ্তাহে তেলেঙ্গানা যাত্রা শুরু করার আগে কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে ম্যারাথন হাঁটা শেষ করেছেন । তেলেঙ্গানা রাজ্য কংগ্রেস যাত্রার সমন্বয়ের জন্য 10টি বিশেষ কমিটি গঠন করেছে ।

Last Updated : Oct 30, 2022, 2:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.