ETV Bharat / bharat

Himanta Attacks Rahul: বিদেশের মাটিতে ভারতকে অপমান করেছেন রাহুল, তোপ হিমন্তর

author img

By

Published : Mar 4, 2023, 11:23 AM IST

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চিন ও কাশ্মীর নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধির (Rahul Gandhi) বক্তৃতার কড়া সমালোচনা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। রাহুলের বিরুদ্ধে বিদেশের মাটিতে দেশকে বদনাম করারও অভিযোগ করেন তিনি ।

Himanta Biswa Sarma
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, 4 মার্চ: এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam Chief Minister Himanta Biswa Sarma) ৷ পেগাসাস ইস্যুতে সরব হওয়ায় শুক্রবার তিনি কংগ্রেস নেতার তীব্র সমালোচনা করেছেন ৷ রাহুল বিদেশের মাটিতে ভারতকে বদনাম করছেন বলে হিমন্ত মন্তব্য করেন ৷ তিনি দাবি করেন, কংগ্রেস সাংসদ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে (Cambridge University) প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভাষণ দেওয়ার আড়ালে আসলে ভারতকে অপমান করেছেন ৷

প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও পেগাসাস ইস্যুতে রাহুল গান্ধির (Rahul Gandhi on pegasus issue) তীব্র নিন্দা করেছেন । তিনি বলেছিলেন, "রাহুলের বক্তব্য মিথ্যে এবং এর মাধ্যমে ভারতের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে ।" তিনি আরও বলেন, "এই মনোভাবের কারণেই পতন হচ্ছে কংগ্রেসের ।" পাশাপাশি কেন্দ্রী. মন্ত্রীর দাবি, রাহুলের মস্তিস্ক ছাড়া অন্য কোথাও পেগাসাসের অস্তিত্ব নেই।

রাহুল গান্ধির বক্তব্যের জবাব দিতে পরপর বেশ কয়েকটি টুইট করেছেন হিমন্ত বিশ্বশর্মা । তাঁর দাবি, রাহুলের অভিযোগের কোনও সত্যতা নেই । আগে বিদেশি এজেন্টরা আমাদের টার্গেট করত এখন নিজেদের লোকেরা বিদেশির মাটিতে আমাদের টার্গেট করছে । কেমব্রিজে রাহুল গান্ধির বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) টার্গেট করার আড়ালে বিদেশের মাটিতে ভারতকে অপমান করার একটি মিথ্যা প্রচেষ্টা ছাড়া কিছুই নয় ।

রাহুল গান্ধি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভাষণে জানান, স্বাধীনভাবে তাঁর মতামত প্রকাশ করতে পারছেন না । ভারতীয় গণতন্ত্রের জন্য এটি বিপদের সংকেত ৷ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই হিমন্ত বিশ্বশর্মা টুইট করেছেন, "তিনি মোদি সরকারের দেওয়া নিরাপত্তা ছাড়াই 4 হাজার কিলোমিটার দীর্ঘ যাত্রা করেছিলেন । কিছু অপ্রীতিকর ঘটনা ঘটার পরে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন বিজেপি নেতাদের নেতৃত্বে যাত্রাগুলি কীভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল তা কি আমাদের তাদের মনে করিয়ে দেওয়ার দরকার আছে?"

রাহুল গান্ধির দাবি, তাঁর ফোনে পেগাসাস ছিল এবং একজন অফিসার তাঁকে এ বিষয়ে সতর্ক করেছিলেন ৷ কিন্তু হিমন্ত বিশ্বশর্মা পালটা দাবি করেন, কংগ্রেস সাংসাদ সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও পরীক্ষার জন্য তাঁর ফোন হস্তান্তর করেননি । অসমের মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, "পুরোপুরি তদন্তের পর সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তে পৌঁছেছে যে পেগাসাসের কোনও প্রমাণ নেই ।" রাহুল গান্ধি 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (বিআরআই) এর উদাহরণ দিয়ে চিনের প্রশংসা করায় অসমের মুখ্যমন্ত্রী তাঁকে আক্রমণ সাধিয়েছেন ৷ হিমন্ত বলেন, " আজ অনেক দেশের ঋণ সংকটের জন্য বিআরআই সম্পূর্ণরূপে দায়ী ।"

আরও পড়ুন: 'পেগাসাস ওঁর মাথায় রয়েছে !' রাহুলকে পালটা তোপ অনুরাগের

গুয়াহাটি, 4 মার্চ: এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam Chief Minister Himanta Biswa Sarma) ৷ পেগাসাস ইস্যুতে সরব হওয়ায় শুক্রবার তিনি কংগ্রেস নেতার তীব্র সমালোচনা করেছেন ৷ রাহুল বিদেশের মাটিতে ভারতকে বদনাম করছেন বলে হিমন্ত মন্তব্য করেন ৷ তিনি দাবি করেন, কংগ্রেস সাংসদ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে (Cambridge University) প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভাষণ দেওয়ার আড়ালে আসলে ভারতকে অপমান করেছেন ৷

প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও পেগাসাস ইস্যুতে রাহুল গান্ধির (Rahul Gandhi on pegasus issue) তীব্র নিন্দা করেছেন । তিনি বলেছিলেন, "রাহুলের বক্তব্য মিথ্যে এবং এর মাধ্যমে ভারতের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে ।" তিনি আরও বলেন, "এই মনোভাবের কারণেই পতন হচ্ছে কংগ্রেসের ।" পাশাপাশি কেন্দ্রী. মন্ত্রীর দাবি, রাহুলের মস্তিস্ক ছাড়া অন্য কোথাও পেগাসাসের অস্তিত্ব নেই।

রাহুল গান্ধির বক্তব্যের জবাব দিতে পরপর বেশ কয়েকটি টুইট করেছেন হিমন্ত বিশ্বশর্মা । তাঁর দাবি, রাহুলের অভিযোগের কোনও সত্যতা নেই । আগে বিদেশি এজেন্টরা আমাদের টার্গেট করত এখন নিজেদের লোকেরা বিদেশির মাটিতে আমাদের টার্গেট করছে । কেমব্রিজে রাহুল গান্ধির বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) টার্গেট করার আড়ালে বিদেশের মাটিতে ভারতকে অপমান করার একটি মিথ্যা প্রচেষ্টা ছাড়া কিছুই নয় ।

রাহুল গান্ধি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভাষণে জানান, স্বাধীনভাবে তাঁর মতামত প্রকাশ করতে পারছেন না । ভারতীয় গণতন্ত্রের জন্য এটি বিপদের সংকেত ৷ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই হিমন্ত বিশ্বশর্মা টুইট করেছেন, "তিনি মোদি সরকারের দেওয়া নিরাপত্তা ছাড়াই 4 হাজার কিলোমিটার দীর্ঘ যাত্রা করেছিলেন । কিছু অপ্রীতিকর ঘটনা ঘটার পরে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন বিজেপি নেতাদের নেতৃত্বে যাত্রাগুলি কীভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল তা কি আমাদের তাদের মনে করিয়ে দেওয়ার দরকার আছে?"

রাহুল গান্ধির দাবি, তাঁর ফোনে পেগাসাস ছিল এবং একজন অফিসার তাঁকে এ বিষয়ে সতর্ক করেছিলেন ৷ কিন্তু হিমন্ত বিশ্বশর্মা পালটা দাবি করেন, কংগ্রেস সাংসাদ সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও পরীক্ষার জন্য তাঁর ফোন হস্তান্তর করেননি । অসমের মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, "পুরোপুরি তদন্তের পর সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তে পৌঁছেছে যে পেগাসাসের কোনও প্রমাণ নেই ।" রাহুল গান্ধি 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (বিআরআই) এর উদাহরণ দিয়ে চিনের প্রশংসা করায় অসমের মুখ্যমন্ত্রী তাঁকে আক্রমণ সাধিয়েছেন ৷ হিমন্ত বলেন, " আজ অনেক দেশের ঋণ সংকটের জন্য বিআরআই সম্পূর্ণরূপে দায়ী ।"

আরও পড়ুন: 'পেগাসাস ওঁর মাথায় রয়েছে !' রাহুলকে পালটা তোপ অনুরাগের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.