ETV Bharat / bharat

Rahul Asks Permission to Speaker: ‘গণতন্ত্র সংকটে’ মন্তব্যের স্বপক্ষে বক্তব্য পেশ করতে চান, অনুমতি চেয়ে অধ্যক্ষকে চিঠি রাহুলের - রাহুল গান্ধি

নিজের মন্তব্যের স্বপক্ষে মতপ্রকাশ করতে চান ৷ এই আবেদন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিলেন রাহুল গান্ধি (Rahul Asks Permission to Speaker) ৷ লন্ডনে রাহুলের ‘গণতন্ত্র’ নিয়ে মন্তব্যে উত্তাল জাতীয় রাজনীতি ৷ সেই ইস্যুতেই এই চিঠি ৷

Rahul Asks Permission to Speaker ETV BHARAT
Rahul Asks Permission to Speaker
author img

By

Published : Mar 20, 2023, 6:31 PM IST

নয়াদিল্লি, 20 মার্চ: লোকসভায় নিজের বক্তব্য পেশ করতে দেওয়া হোক ৷ এই দাবিতে এবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিলেন কংগ্রেসের ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi Writes Speaker Om Birla) ৷ লন্ডনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তাঁর ভাষমে ‘গণতন্ত্র সংকটে রয়েছে’ মন্তব্য নিয়ে নিজের বক্তব্য পেশ করতে চান রাহুল (Allow to Speak in Lok Sabha) ৷ সেই নিয়ে অধ্যক্ষের কাছে অনুমতি দিয়ে চিঠি লিখলেন কংগ্রেস নেতা ৷ সংবাদ সংস্থা পিটিআই তাদের একটি সূত্রকে উল্লেখ করে একথা জানিয়েছে ৷

জানা গিয়েছে, গতসপ্তাহে লন্ডন থেকে ফিরে ওম বিড়লার সঙ্গে দেখা করেছিলেন রাহুল গান্ধি ৷ সংবাদ সংস্থার সূত্রের খবর অনুযায়ী, সেখানে রাহুল লন্ডনে তাঁর মন্তব্যের স্বপক্ষে ব্যাখ্যা দেওয়ার জন্য আবেদন করেছেন লোকসভার অধ্যক্ষের কাছে ৷ যা নিয়ে বাজেট অধিবেশনের দ্বিতীয় দফার শুরু থেকেই উত্তাল হয়ে রয়েছে সংসদের দুই কক্ষ ৷ রাহুল গান্ধিকে লোকসভার ক্ষমা চাওয়ার দাবি তুলেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ এমনকি রাজ্যসভায় এসে রাহুল গান্ধিকে ক্ষমা চাওয়ার দাবি তোলেন পীযূষ গোয়েল ৷ তিনি রাহুলের ভাষণকে ‘জঞ্জাল’ বলে মন্তব্য করেছিলেন ৷

একই সঙ্গে কংগ্রেস নেতার বিরুদ্ধে বিদেশে ভারতের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ করেছিল এনডিএ শিবির ৷ আজ ও এই ইস্যুতে লোকসভা ও রাজ্যসভায় হট্টগোল করেন এনডিএ সাংসদরা ৷ রাহুল গান্ধিকে অধিবেশনে তাঁর লন্ডনের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি তোলে শাসকপক্ষের সাংসদরা ৷ এই হট্টগোলের জেরে এদিন দফায় দফায় দুই কক্ষের অধিবেশন মুলতুবি হয়ে যায় ৷ এমনকি 2টো 15 মিনিটে প্রায় একসময়ে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন দিনের মতো স্থগিত করে দেওয়া হয় ৷ আজও রাহুল গান্ধি লোকসভায় অধ্যক্ষের কাছে নিজের বক্তব্য পেশ করার জন্য মৌখিক আবেদন করেন ৷

আরও পড়ুন: আদানি ও গণতন্ত্র বিপন্ন ইস্যুতে উত্তাল সংসদ, দুই কক্ষেই স্থগিত অধিবেশন

উল্লেখ্য, ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির সামনে লন্ডনে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছিলেন ৷ সেখানে তিনি দাবি করেছেন, দেশের অসম্মান হয়, এমন কোনও মন্তব্য তিনি করেননি ৷ এমনকি নিজের বক্তব্য লোকসভাতেও রাখতে চান ৷ সেই কারণেই অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠিও লিখেছেন বলে সূত্রের খবর ৷ তবে, লন্ডনের মন্তব্য নিয়ে জনসমক্ষে কোনও কথা বলেননি রাহুল গান্ধি ৷

নয়াদিল্লি, 20 মার্চ: লোকসভায় নিজের বক্তব্য পেশ করতে দেওয়া হোক ৷ এই দাবিতে এবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিলেন কংগ্রেসের ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi Writes Speaker Om Birla) ৷ লন্ডনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তাঁর ভাষমে ‘গণতন্ত্র সংকটে রয়েছে’ মন্তব্য নিয়ে নিজের বক্তব্য পেশ করতে চান রাহুল (Allow to Speak in Lok Sabha) ৷ সেই নিয়ে অধ্যক্ষের কাছে অনুমতি দিয়ে চিঠি লিখলেন কংগ্রেস নেতা ৷ সংবাদ সংস্থা পিটিআই তাদের একটি সূত্রকে উল্লেখ করে একথা জানিয়েছে ৷

জানা গিয়েছে, গতসপ্তাহে লন্ডন থেকে ফিরে ওম বিড়লার সঙ্গে দেখা করেছিলেন রাহুল গান্ধি ৷ সংবাদ সংস্থার সূত্রের খবর অনুযায়ী, সেখানে রাহুল লন্ডনে তাঁর মন্তব্যের স্বপক্ষে ব্যাখ্যা দেওয়ার জন্য আবেদন করেছেন লোকসভার অধ্যক্ষের কাছে ৷ যা নিয়ে বাজেট অধিবেশনের দ্বিতীয় দফার শুরু থেকেই উত্তাল হয়ে রয়েছে সংসদের দুই কক্ষ ৷ রাহুল গান্ধিকে লোকসভার ক্ষমা চাওয়ার দাবি তুলেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ এমনকি রাজ্যসভায় এসে রাহুল গান্ধিকে ক্ষমা চাওয়ার দাবি তোলেন পীযূষ গোয়েল ৷ তিনি রাহুলের ভাষণকে ‘জঞ্জাল’ বলে মন্তব্য করেছিলেন ৷

একই সঙ্গে কংগ্রেস নেতার বিরুদ্ধে বিদেশে ভারতের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ করেছিল এনডিএ শিবির ৷ আজ ও এই ইস্যুতে লোকসভা ও রাজ্যসভায় হট্টগোল করেন এনডিএ সাংসদরা ৷ রাহুল গান্ধিকে অধিবেশনে তাঁর লন্ডনের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি তোলে শাসকপক্ষের সাংসদরা ৷ এই হট্টগোলের জেরে এদিন দফায় দফায় দুই কক্ষের অধিবেশন মুলতুবি হয়ে যায় ৷ এমনকি 2টো 15 মিনিটে প্রায় একসময়ে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন দিনের মতো স্থগিত করে দেওয়া হয় ৷ আজও রাহুল গান্ধি লোকসভায় অধ্যক্ষের কাছে নিজের বক্তব্য পেশ করার জন্য মৌখিক আবেদন করেন ৷

আরও পড়ুন: আদানি ও গণতন্ত্র বিপন্ন ইস্যুতে উত্তাল সংসদ, দুই কক্ষেই স্থগিত অধিবেশন

উল্লেখ্য, ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির সামনে লন্ডনে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছিলেন ৷ সেখানে তিনি দাবি করেছেন, দেশের অসম্মান হয়, এমন কোনও মন্তব্য তিনি করেননি ৷ এমনকি নিজের বক্তব্য লোকসভাতেও রাখতে চান ৷ সেই কারণেই অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠিও লিখেছেন বলে সূত্রের খবর ৷ তবে, লন্ডনের মন্তব্য নিয়ে জনসমক্ষে কোনও কথা বলেননি রাহুল গান্ধি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.