ETV Bharat / bharat

ক্ষমতায় থাকা ধর্মান্ধরা লাক্ষাদ্বীপকে ধ্বংস করছে, অভিযোগ রাহুলের - রাহুল গান্ধি

লাক্ষাদ্বীপে কেন্দ্রের তরফে যে নয়া প্রশাসককে সেখানে বসানো হয়েছে, তাঁর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন লাক্ষাদ্বীপের বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ, নয়া এই প্রশাসক একাধিক জনবিরোধী বিধিনিষেধ আরোপ করেছেন ৷ তারই প্রতিবাদে লাক্ষাদ্বীপের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে ৷

Rahul Gandhi today expressed solidarity with the people of Lakshadweep who have been protesting against the new administrator
ক্ষমতায় থাকা ধর্মান্ধরা লাক্ষাদ্বীপকে ধ্বংস করছে, অভিযোগ রাহুলের
author img

By

Published : May 26, 2021, 5:44 PM IST

নয়াদিল্লি, 26 মে : লাক্ষাদ্বীপের মানুষদের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ যেখানে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা ৷ একটি টুইট করে রাহুল গান্ধি লিখেছেন, ‘‘লাক্ষাদ্বীপ সমুদ্রের মাঝে ভারতের একটি রত্ন ৷ ক্ষমতায় থাকা ধর্মান্ধরা যাকে ধ্বংস করে চলেছে’’ ৷

প্রসঙ্গত, লাক্ষাদ্বীপে কেন্দ্রের তরফে যে নয়া প্রশাসককে সেখানে বসানো হয়েছে, তাঁর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন লাক্ষাদ্বীপের বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ, নয়া এই প্রশাসক একাধিক জনবিরোধী বিধিনিষেধ আরোপ করেছেন ৷ তারই প্রতিবাদে লাক্ষাদ্বীপের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছেন ৷ আর তাঁদের এই আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ৷ তিনি টুইট করে লিখেছেন, ‘‘লাক্ষাদ্বীপ সমুদ্রের মাঝে ভারতের একটি রত্ন ৷ ক্ষমতায় থাকা ধর্মান্ধরা যাকে ধ্বংস করে চলেছে ৷ আমি লাক্ষাদ্বীপের মানুষের পাশে রয়েছি’’ ৷

  • Lakshadweep is India’s jewel in the ocean.

    The ignorant bigots in power are destroying it.

    I stand with the people of Lakshadweep.

    — Rahul Gandhi (@RahulGandhi) May 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : কৃষকদের শান্তিপূর্ণ ‘সত্যাগ্রহ’ আন্দোলন জাতীয় স্বার্থে : রাহুল

প্রসঙ্গত, কংগ্রেসের তরফে লাক্ষাদ্বীপের নবনিযুক্ত প্রশাসক প্রফুল কে প্যাটেলের বিরুদ্ধে আইল্যান্ডের শান্তি এবং সংস্কৃতি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে ৷ সেই সঙ্গে সাধারণ মানুষকে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছে কংগ্রেস ৷

নয়াদিল্লি, 26 মে : লাক্ষাদ্বীপের মানুষদের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ যেখানে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা ৷ একটি টুইট করে রাহুল গান্ধি লিখেছেন, ‘‘লাক্ষাদ্বীপ সমুদ্রের মাঝে ভারতের একটি রত্ন ৷ ক্ষমতায় থাকা ধর্মান্ধরা যাকে ধ্বংস করে চলেছে’’ ৷

প্রসঙ্গত, লাক্ষাদ্বীপে কেন্দ্রের তরফে যে নয়া প্রশাসককে সেখানে বসানো হয়েছে, তাঁর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন লাক্ষাদ্বীপের বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ, নয়া এই প্রশাসক একাধিক জনবিরোধী বিধিনিষেধ আরোপ করেছেন ৷ তারই প্রতিবাদে লাক্ষাদ্বীপের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছেন ৷ আর তাঁদের এই আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ৷ তিনি টুইট করে লিখেছেন, ‘‘লাক্ষাদ্বীপ সমুদ্রের মাঝে ভারতের একটি রত্ন ৷ ক্ষমতায় থাকা ধর্মান্ধরা যাকে ধ্বংস করে চলেছে ৷ আমি লাক্ষাদ্বীপের মানুষের পাশে রয়েছি’’ ৷

  • Lakshadweep is India’s jewel in the ocean.

    The ignorant bigots in power are destroying it.

    I stand with the people of Lakshadweep.

    — Rahul Gandhi (@RahulGandhi) May 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : কৃষকদের শান্তিপূর্ণ ‘সত্যাগ্রহ’ আন্দোলন জাতীয় স্বার্থে : রাহুল

প্রসঙ্গত, কংগ্রেসের তরফে লাক্ষাদ্বীপের নবনিযুক্ত প্রশাসক প্রফুল কে প্যাটেলের বিরুদ্ধে আইল্যান্ডের শান্তি এবং সংস্কৃতি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে ৷ সেই সঙ্গে সাধারণ মানুষকে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছে কংগ্রেস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.