দিল্লি, 27 নভেম্বর : সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠন মজবুত করতে উঠেপড়ে লেগেছে BJP। ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূলও সাংগঠনিক শক্তি ঝালিয়ে নিচ্ছে । তৃণমূল-BJP-র এই কড়া প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই হাত ধরাধরি করে ভোটযুদ্ধে নামতে চাইছে বাম-কংগ্রেস। এই পরিস্থিতিতে দল কী অবস্থায় দাঁড়িয়ে আছে তা খতিয়ে দেখতে দলের প্রদেশ নেতৃত্বের সঙ্গে আজ ভার্চুয়াল বৈঠকে বসছেন রাহুল গান্ধি । তিনি নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখবেন৷
বৈঠকে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি ৷ এছাড়া থাকবেন জিতিন প্রসাদ, রাজ্যের সাংসদ, বিধায়ক ও প্রাক্তন সাংসদরা ৷
2021 বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রস্তুতি পর্যালোচনা করা হবে এই বৈঠকে ৷ এক সংবাদ সংস্থা সূত্রে খবর, দলের শীর্ষ নেতৃত্বে তাঁদের মতামত ও পরিকল্পনা রাহুল গান্ধিকে জানাবেন।