ETV Bharat / bharat

Rahul Gandhi: আমেঠি থেকেই ভোটে লড়বেন রাহুল, বেনারস থেকে প্রিয়াঙ্কা ? - রাহুল গান্ধি

Rahul Gandhi to contest from Amethi in Lok Sabha polls. আমেঠি থেকেই আগামী লোকসভা ভোটে লড়বেন রাহুল গান্ধি ৷ ভোটে লড়তে পারেন প্রিয়াঙ্কা গান্ধিও ৷ এর আগে, প্রিয়াঙ্কা গান্ধির 2024 সালের লোকসভা নির্বাচনে লড়াই করার ক্ষেত্রে নিজের মতামত জানিয়েছিলেন রবার্ট ভডরাও ৷

Etv Bharat
আমেঠি থেকেই ভোটে লড়বেন রাহুল
author img

By

Published : Aug 18, 2023, 5:58 PM IST

Updated : Aug 18, 2023, 11:01 PM IST

আমেঠি থেকেই ভোটে লড়বেন রাহুল

লখনউ, 18 অগস্ট: আমেঠি থেকেই আগামী লোকসভা ভোটে লড়বেন রাহুল গান্ধি ৷ একই সঙ্গে, বেনারস থেকে লড়ার সম্ভবনা রয়েছে প্রিয়াঙ্কা গান্ধির ৷ শুক্রবার এমনটাই জানালেন উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই ৷

উত্তরপ্রদেশে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব পেয়েছেন অজয় রাই ৷ আর এদিনই তিনি স্পষ্ট বলেন, "রাহুল গান্ধি 2024 সালের লোকসভা নির্বাচনে আমেঠি থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন ৷" একই সঙ্গে, লোকসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধির প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়েও মুখ খুলেছেন রাই ৷ তিনি এদিন জানান যে, প্রিয়াঙ্কা গান্ধি যেখান থেকে মনে করবেন সেখান থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, "যদি প্রিয়াঙ্কা গান্ধি বেনারস থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, প্রতিটি কর্মী তাকে জয়ী করার জন্য চেষ্টা করবে ৷"

এর আগে বৃহস্পতিবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে অবিলম্বে উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসাবে অজয় রাইকে নিযুক্ত করেছেন। এরপরই তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে ৷ গত নির্বাচনে আমেঠির পাশাপাশি কেরলের ওয়ানাড থেকেও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল গান্ধি ৷ অবশ্য আমেঠি থেকে তিনি জিততে পারেননি ৷ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানীর কাছে পরাজিত হন তিনি ৷ তবে এর আগে আমেঠি থেকে বরাবর ভোটে লড়ে সংসদে গিয়েছেন রাহুল ৷ অজয় রাইয়ের দাবি অনুযায়ী এবার ফের সেই আমেঠি থেকেই ভোটে লড়বেন রাহুল ৷ তবে পাশাপাশি অন্য কোনও আসন থেকেও লড়বেন কি না, তা অবশ্য স্পষ্ট হয়নি ৷

অন্যদিকে, 2014 এবং 2019 দু'বারই বেনারস থেকে কংগ্রেসের টিকিটে ভোটে লড়েছিলেন অজয় রাই ৷ দু'বারই অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে হেরে গিয়েছিলেন তিনি। এবার কি সেই আসনে কংগ্রেসের প্রার্থী হবেন প্রিয়াঙ্কা ? অন্তত অজয় রাইয়ের বক্তব্যে সেই জল্পনা আরও একবার উস্কে গেল ৷ এর আগে, রবার্ট ভডরা তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধির 2024 সালের লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য প্রাথমিকভাবে জোরের সঙ্গেই জানিয়েছিলেন ৷ তিনি দাবি করেছিলেন, প্রিয়াঙ্কার উচিৎ লোকসভা ভোটে লড়াই করা ৷ এমনকী, দল তাঁকে উত্তরপ্রদেশের আমেঠি বা সুলতানপুরের মতো একটি আসন থেকে প্রার্থী করতে পারে ৷

আরও পড়ুন: জি20 শীর্ষ সম্মেলনের নিরাপত্তার জন্য দিল্লি পুলিশের মহিলা কমান্ডোদের বিশেষ প্রশিক্ষণ

এর আগে 1980 সালে সঞ্জয় গান্ধির পর 1981 থেকে 1989 পর্যন্ত আমেঠি থেকে সাংসদ ছিলেন রাজীব গান্ধি ৷ এরপর 1991 সালেও রাজীব এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন ৷ 1999 সালে আমেঠি থেকেই সাংসদ হয়েছিলেন সোনিয়া গান্ধিও ৷ পরবর্তীকালে 2004 থেকে 2014 সাল পর্যন্ত রাহুল গান্ধি এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে লোকসভায় গিয়েছিলেন ৷

আমেঠি থেকেই ভোটে লড়বেন রাহুল

লখনউ, 18 অগস্ট: আমেঠি থেকেই আগামী লোকসভা ভোটে লড়বেন রাহুল গান্ধি ৷ একই সঙ্গে, বেনারস থেকে লড়ার সম্ভবনা রয়েছে প্রিয়াঙ্কা গান্ধির ৷ শুক্রবার এমনটাই জানালেন উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই ৷

উত্তরপ্রদেশে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব পেয়েছেন অজয় রাই ৷ আর এদিনই তিনি স্পষ্ট বলেন, "রাহুল গান্ধি 2024 সালের লোকসভা নির্বাচনে আমেঠি থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন ৷" একই সঙ্গে, লোকসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধির প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়েও মুখ খুলেছেন রাই ৷ তিনি এদিন জানান যে, প্রিয়াঙ্কা গান্ধি যেখান থেকে মনে করবেন সেখান থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, "যদি প্রিয়াঙ্কা গান্ধি বেনারস থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, প্রতিটি কর্মী তাকে জয়ী করার জন্য চেষ্টা করবে ৷"

এর আগে বৃহস্পতিবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে অবিলম্বে উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসাবে অজয় রাইকে নিযুক্ত করেছেন। এরপরই তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে ৷ গত নির্বাচনে আমেঠির পাশাপাশি কেরলের ওয়ানাড থেকেও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল গান্ধি ৷ অবশ্য আমেঠি থেকে তিনি জিততে পারেননি ৷ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানীর কাছে পরাজিত হন তিনি ৷ তবে এর আগে আমেঠি থেকে বরাবর ভোটে লড়ে সংসদে গিয়েছেন রাহুল ৷ অজয় রাইয়ের দাবি অনুযায়ী এবার ফের সেই আমেঠি থেকেই ভোটে লড়বেন রাহুল ৷ তবে পাশাপাশি অন্য কোনও আসন থেকেও লড়বেন কি না, তা অবশ্য স্পষ্ট হয়নি ৷

অন্যদিকে, 2014 এবং 2019 দু'বারই বেনারস থেকে কংগ্রেসের টিকিটে ভোটে লড়েছিলেন অজয় রাই ৷ দু'বারই অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে হেরে গিয়েছিলেন তিনি। এবার কি সেই আসনে কংগ্রেসের প্রার্থী হবেন প্রিয়াঙ্কা ? অন্তত অজয় রাইয়ের বক্তব্যে সেই জল্পনা আরও একবার উস্কে গেল ৷ এর আগে, রবার্ট ভডরা তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধির 2024 সালের লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য প্রাথমিকভাবে জোরের সঙ্গেই জানিয়েছিলেন ৷ তিনি দাবি করেছিলেন, প্রিয়াঙ্কার উচিৎ লোকসভা ভোটে লড়াই করা ৷ এমনকী, দল তাঁকে উত্তরপ্রদেশের আমেঠি বা সুলতানপুরের মতো একটি আসন থেকে প্রার্থী করতে পারে ৷

আরও পড়ুন: জি20 শীর্ষ সম্মেলনের নিরাপত্তার জন্য দিল্লি পুলিশের মহিলা কমান্ডোদের বিশেষ প্রশিক্ষণ

এর আগে 1980 সালে সঞ্জয় গান্ধির পর 1981 থেকে 1989 পর্যন্ত আমেঠি থেকে সাংসদ ছিলেন রাজীব গান্ধি ৷ এরপর 1991 সালেও রাজীব এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন ৷ 1999 সালে আমেঠি থেকেই সাংসদ হয়েছিলেন সোনিয়া গান্ধিও ৷ পরবর্তীকালে 2004 থেকে 2014 সাল পর্যন্ত রাহুল গান্ধি এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে লোকসভায় গিয়েছিলেন ৷

Last Updated : Aug 18, 2023, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.