ETV Bharat / bharat

PM Modi Birthday: সৌজন্যে বাধ সাধেনি আদর্শের মতভেদ, মোদির জন্মদিনে শুভেচ্ছায় ভরালেন রাহুল থেকে অভিষেক

Leaders Wish PM Modi on his Birthday: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 73তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছায় ভরালেন রাহুল গান্ধি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, নীতীশ কুমারের মতো নেতারা ৷

Leaders wish PM Modi oh his Birthday
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 73তম জন্মদিনে শুভেচ্ছা নেতাদের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 1:28 PM IST

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 73তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছার বন্যায় ভাসালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও শাসক-বিরোধী দলের নেতারা ৷ সৌজন্যে বাধ সাধেনি দলগুলির আদর্শগত মতভেদ ৷ রাহুল গান্ধি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার থেকে অরবিন্দ কেজরিওয়াল, নীতীশ কুমার - বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা জন্মদিনে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করলেন ৷

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজিকে তাঁর জন্মদিনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা । আমি কামনা করি যে আপনার সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি এবং বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আপনি 'অমৃতকাল'-এ ভারতের সামগ্রিক উন্নয়নের পথ প্রশস্ত করুন । আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি সর্বদা সুস্থ ও সুখী থাকুন এবং আপনার দুর্দান্ত নেতৃত্বে দেশবাসীর উপকার অব্যাহত রাখুন ।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীর একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, "ইতিহাসে প্রথমবারের মতো, প্রধানমন্ত্রী মোদিজি দেশের উন্নয়নের সঙ্গে প্রতিটি ভারতীয়ের হৃদয়কে সংযুক্ত করার বিস্ময়কর কাজ করেছেন । দেশের কোটি কোটি দরিদ্র মানুষের জীবনকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করেছেন ৷ তাঁদের জীবন বদলে দেওয়ার দৃঢ় সংকল্পের কারণে মোদিজি আজ 'দীনমিত্র' নামে পরিচিত ।

নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী ইন্ডিয়া জোটের নেতারাও ৷ প্রধানমন্ত্রীর কঠোর সমালোচক কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি রবিবার সাতসকালে মোদিকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে লিখেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই ৷"

  • Wishing PM Narendra Modi a happy birthday.

    — Rahul Gandhi (@RahulGandhi) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে জন্মদিনের উষ্ণতম শুভেচ্ছা ।"

শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে । তিনি লেখেন, "প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজিকে তাঁর জন্মদিনে আমার শুভেচ্ছা । তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি ৷"

  • My best wishes to PM Shri Narendra Modi ji on his birthday. May he be blessed with good health and long life. @narendramodi

    — Mallikarjun Kharge (@kharge) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেস নেতা শশী থারুরও প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ থারুর লেখেন, "আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে নতুন করে জন্মদিনের শুভেচ্ছা । শুভ জন্মদিন !"

আরও পড়ুন: মোদির জন্মদিনে দেশজুড়ে নানা কর্মসূচি বিজেপির, রয়েছে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন

বিহারের মুখ্যমন্ত্রী এবং জনতা দল ইউনাইটেড নেতা নীতীশ কুমার প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা । আমি তাঁর স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি ৷"

  • माननीय प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी जी को जन्मदिन की हार्दिक बधाई एवं शुभकामनाएं। उनके स्वस्थ एवं दीर्घायु जीवन की कामना है।@narendramodi

    — Nitish Kumar (@NitishKumar) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এনসিপি প্রধান শরদ পাওয়ারও শুভেচ্ছা জানিয়েছেন নমোকে । তিনি লেখেন, "জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা নরেন্দ্র মোদিজি । আপনার সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি কামনা করছি ৷"

  • Warm Birthday greetings @narendramodi Ji. Wishing you good health, happiness and prosperity.

    — Sharad Pawar (@PawarSpeaks) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রীর তীব্র সমালোচক হিসেবে পরিচিত দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল মোদিকে আজ তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন । কেজরি লেখেন, "মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজিকে জন্মদিনের শুভেচ্ছা । আমি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ৷"

  • Birthday greetings to Hon’ble PM Shri @narendramodi ji. I pray for your good health and long life.

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেরলের মুখ্যমন্ত্রী তথা বাম নেতা পিনারাই বিজয়ন প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "জন্মদিনের শুভেচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি। আপনার সুস্বাস্থ্য এবং সুখ কামনা করছি ৷"

  • Birthday greetings Hon'ble PM @narendramodi ji. Wish you good health and happiness.

    — Pinarayi Vijayan (@pinarayivijayan) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের প্রবীণ নেতা টুইটার পোস্টে প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন ।

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 73তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছার বন্যায় ভাসালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও শাসক-বিরোধী দলের নেতারা ৷ সৌজন্যে বাধ সাধেনি দলগুলির আদর্শগত মতভেদ ৷ রাহুল গান্ধি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার থেকে অরবিন্দ কেজরিওয়াল, নীতীশ কুমার - বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা জন্মদিনে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করলেন ৷

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজিকে তাঁর জন্মদিনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা । আমি কামনা করি যে আপনার সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি এবং বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আপনি 'অমৃতকাল'-এ ভারতের সামগ্রিক উন্নয়নের পথ প্রশস্ত করুন । আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি সর্বদা সুস্থ ও সুখী থাকুন এবং আপনার দুর্দান্ত নেতৃত্বে দেশবাসীর উপকার অব্যাহত রাখুন ।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীর একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, "ইতিহাসে প্রথমবারের মতো, প্রধানমন্ত্রী মোদিজি দেশের উন্নয়নের সঙ্গে প্রতিটি ভারতীয়ের হৃদয়কে সংযুক্ত করার বিস্ময়কর কাজ করেছেন । দেশের কোটি কোটি দরিদ্র মানুষের জীবনকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করেছেন ৷ তাঁদের জীবন বদলে দেওয়ার দৃঢ় সংকল্পের কারণে মোদিজি আজ 'দীনমিত্র' নামে পরিচিত ।

নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী ইন্ডিয়া জোটের নেতারাও ৷ প্রধানমন্ত্রীর কঠোর সমালোচক কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি রবিবার সাতসকালে মোদিকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে লিখেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই ৷"

  • Wishing PM Narendra Modi a happy birthday.

    — Rahul Gandhi (@RahulGandhi) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে জন্মদিনের উষ্ণতম শুভেচ্ছা ।"

শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে । তিনি লেখেন, "প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজিকে তাঁর জন্মদিনে আমার শুভেচ্ছা । তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি ৷"

  • My best wishes to PM Shri Narendra Modi ji on his birthday. May he be blessed with good health and long life. @narendramodi

    — Mallikarjun Kharge (@kharge) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেস নেতা শশী থারুরও প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ থারুর লেখেন, "আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে নতুন করে জন্মদিনের শুভেচ্ছা । শুভ জন্মদিন !"

আরও পড়ুন: মোদির জন্মদিনে দেশজুড়ে নানা কর্মসূচি বিজেপির, রয়েছে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন

বিহারের মুখ্যমন্ত্রী এবং জনতা দল ইউনাইটেড নেতা নীতীশ কুমার প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা । আমি তাঁর স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি ৷"

  • माननीय प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी जी को जन्मदिन की हार्दिक बधाई एवं शुभकामनाएं। उनके स्वस्थ एवं दीर्घायु जीवन की कामना है।@narendramodi

    — Nitish Kumar (@NitishKumar) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এনসিপি প্রধান শরদ পাওয়ারও শুভেচ্ছা জানিয়েছেন নমোকে । তিনি লেখেন, "জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা নরেন্দ্র মোদিজি । আপনার সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি কামনা করছি ৷"

  • Warm Birthday greetings @narendramodi Ji. Wishing you good health, happiness and prosperity.

    — Sharad Pawar (@PawarSpeaks) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রীর তীব্র সমালোচক হিসেবে পরিচিত দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল মোদিকে আজ তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন । কেজরি লেখেন, "মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজিকে জন্মদিনের শুভেচ্ছা । আমি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ৷"

  • Birthday greetings to Hon’ble PM Shri @narendramodi ji. I pray for your good health and long life.

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেরলের মুখ্যমন্ত্রী তথা বাম নেতা পিনারাই বিজয়ন প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "জন্মদিনের শুভেচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি। আপনার সুস্বাস্থ্য এবং সুখ কামনা করছি ৷"

  • Birthday greetings Hon'ble PM @narendramodi ji. Wish you good health and happiness.

    — Pinarayi Vijayan (@pinarayivijayan) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের প্রবীণ নেতা টুইটার পোস্টে প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.