ETV Bharat / bharat

Rahul Targets PM Modi: আদানির বিমানে মোদি নিজের বাড়ির মতোই আরামে বসেছিলেন, কটাক্ষ রাহুলের - তৃণমূল কংগ্রেস

মেঘালয়ের শিলংয়ে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে আদানি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির বিরুদ্ধে ফের তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi in Shillong) ৷ একই সঙ্গে তিনি আক্রমণ শানিয়েছেন তৃণমূলের বিরুদ্ধেও ৷

Rahul Targets PM Modi
Rahul Targets PM Modi
author img

By

Published : Feb 22, 2023, 5:07 PM IST

শিলং (মেঘালয়), 22 ফেব্রুয়ারি: দীর্ঘ বিরতির পর ফের নির্বাচনী প্রচারে কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ বুধবার তিনি নির্বাচনী প্রচার সারলেন উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়ে ৷ নির্বাচনীর জনসভার মঞ্চ থেকেও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) আক্রমণের নিশানা করলেন আদানি ইস্যুতে ৷ পাশাপাশি বিজেপি (BJP) অন্য কাউকে সম্মান করে না বলেও দাবি করেছেন তিনি ৷

গত সেপ্টেম্বর থেকে চলতি বছরের জানুয়ারির শেষ পর্যন্ত ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) করেন রাহুল ৷ ওই সময়ের মধ্যে গুজরাত, হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন হয়েছে ৷ সেখানে প্রচারেই দেখা যায়নি রাহুলকে ৷ এমনকী দিন কয়েক আগে ত্রিপুরায় হয়ে যাওয়া বিধানসভা ভোটেও প্রচারে যাননি তিনি ৷ সেই কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল তাঁকে ৷

অবশেষে তিনি প্রচারে নেমেছেন ৷ এদিন মেঘালয়ের শিলংয়ে একটি জনসভা করেন রাহুল ৷ সেখান থেকেই আরও একবার প্রধানমন্ত্রী ও বিজেপির বিরুদ্ধে শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) স্বার্থ সুরক্ষিত করার অভিযোগ তুলেছেন ৷ এর আগে এই নিয়ে লোকসভায় সরব হয়েছেন ৷ মোদিকে নিশানাও করেছেন৷ বুধবার সেই প্রসঙ্গও তুলেছেন ৷

তিনি বলেছেন, "আমি প্রধানমন্ত্রীকে আদানির সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করেছি । আমি একটি ছবিও দেখিয়েছি আদানি ও প্রধানমন্ত্রীর ৷ সেখানে আদানির বিমানে প্রধানমন্ত্রী বসে আছেন ৷ আর প্রধানমন্ত্রী মোদি এমনভাবে বিশ্রাম নিচ্ছেন যেন সেটি তাঁর নিজের বাড়ি । প্রধানমন্ত্রী মোদি এটি সম্পর্কে একটি প্রশ্নেরও উত্তর দেননি ।’’ এর পরই তিনি অভিযোগ করেন, বিজেপি সকলকে হেনস্তা করে৷ কাউকে সম্মান করে না ৷

মোদিকে নিশানা করে রাহুল আরও বলেন, "তিনি আমাকে একটি প্রশ্ন করেছিলেন এবং বলেছিলেন কেন আমার নাম গান্ধি, নেহেরু নয় কেন ? আমি সংসদে বক্তৃতা দিয়েছিলাম এবং তারপরে আপনারা লক্ষ্য করবেন যে প্রধানমন্ত্রী মোদি যখন তাঁর বক্তৃতা দেন, তখন টেলিভিশনে পুরোটাই দেখা যায় ৷ কিন্তু আমার বক্তৃতা কোথাও দেখা যায় না ।" রাহুলের অভিযোগ, মিডিয়াকে মোদি ও মোদি ঘনিষ্ঠ শিল্পপতিরা নিয়ন্ত্রণ করেন ৷ তিনি বলেন, "আমরা মিডিয়াতেও নিজেদের মত প্রকাশ করতে পারি না ।"

একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাহুল (Rahul Slams TMC) ৷ তাঁর দাবি, বিজেপি যাতে মেঘালয়ে ক্ষমতায় আসতে পারে, সেই বিষয়টি সুনিশ্চিত করার কাজ করছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ তিনি বলেন, "আপনারা তৃণমূলের ইতিহাস জানেন - পশ্চিমবঙ্গে যে হিংসা ও কেলেঙ্কারি হয় । আপনি তাদের ঐতিহ্য সম্পর্কে সচেতন । তারা গোয়ায় (নির্বাচনে) বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে এবং বিজেপিকে সাহায্য করাই ছিল উদ্দেশ্য । মেঘালয়েও ঠিক এই উদ্দেশ্য । মেঘালয়ে টিএমসির উদ্দেশ্য হল বিজেপিকে শক্তিশালী করা ও ক্ষমতায় আসা নিশ্চিত করা ।"

আরও পড়ুন: উইকিপিডিয়ার তথ্য বদলের অভিযোগ, আদানি গোষ্ঠীকে কটাক্ষ মহুয়ার

শিলং (মেঘালয়), 22 ফেব্রুয়ারি: দীর্ঘ বিরতির পর ফের নির্বাচনী প্রচারে কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ বুধবার তিনি নির্বাচনী প্রচার সারলেন উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়ে ৷ নির্বাচনীর জনসভার মঞ্চ থেকেও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) আক্রমণের নিশানা করলেন আদানি ইস্যুতে ৷ পাশাপাশি বিজেপি (BJP) অন্য কাউকে সম্মান করে না বলেও দাবি করেছেন তিনি ৷

গত সেপ্টেম্বর থেকে চলতি বছরের জানুয়ারির শেষ পর্যন্ত ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) করেন রাহুল ৷ ওই সময়ের মধ্যে গুজরাত, হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন হয়েছে ৷ সেখানে প্রচারেই দেখা যায়নি রাহুলকে ৷ এমনকী দিন কয়েক আগে ত্রিপুরায় হয়ে যাওয়া বিধানসভা ভোটেও প্রচারে যাননি তিনি ৷ সেই কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল তাঁকে ৷

অবশেষে তিনি প্রচারে নেমেছেন ৷ এদিন মেঘালয়ের শিলংয়ে একটি জনসভা করেন রাহুল ৷ সেখান থেকেই আরও একবার প্রধানমন্ত্রী ও বিজেপির বিরুদ্ধে শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) স্বার্থ সুরক্ষিত করার অভিযোগ তুলেছেন ৷ এর আগে এই নিয়ে লোকসভায় সরব হয়েছেন ৷ মোদিকে নিশানাও করেছেন৷ বুধবার সেই প্রসঙ্গও তুলেছেন ৷

তিনি বলেছেন, "আমি প্রধানমন্ত্রীকে আদানির সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করেছি । আমি একটি ছবিও দেখিয়েছি আদানি ও প্রধানমন্ত্রীর ৷ সেখানে আদানির বিমানে প্রধানমন্ত্রী বসে আছেন ৷ আর প্রধানমন্ত্রী মোদি এমনভাবে বিশ্রাম নিচ্ছেন যেন সেটি তাঁর নিজের বাড়ি । প্রধানমন্ত্রী মোদি এটি সম্পর্কে একটি প্রশ্নেরও উত্তর দেননি ।’’ এর পরই তিনি অভিযোগ করেন, বিজেপি সকলকে হেনস্তা করে৷ কাউকে সম্মান করে না ৷

মোদিকে নিশানা করে রাহুল আরও বলেন, "তিনি আমাকে একটি প্রশ্ন করেছিলেন এবং বলেছিলেন কেন আমার নাম গান্ধি, নেহেরু নয় কেন ? আমি সংসদে বক্তৃতা দিয়েছিলাম এবং তারপরে আপনারা লক্ষ্য করবেন যে প্রধানমন্ত্রী মোদি যখন তাঁর বক্তৃতা দেন, তখন টেলিভিশনে পুরোটাই দেখা যায় ৷ কিন্তু আমার বক্তৃতা কোথাও দেখা যায় না ।" রাহুলের অভিযোগ, মিডিয়াকে মোদি ও মোদি ঘনিষ্ঠ শিল্পপতিরা নিয়ন্ত্রণ করেন ৷ তিনি বলেন, "আমরা মিডিয়াতেও নিজেদের মত প্রকাশ করতে পারি না ।"

একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাহুল (Rahul Slams TMC) ৷ তাঁর দাবি, বিজেপি যাতে মেঘালয়ে ক্ষমতায় আসতে পারে, সেই বিষয়টি সুনিশ্চিত করার কাজ করছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ তিনি বলেন, "আপনারা তৃণমূলের ইতিহাস জানেন - পশ্চিমবঙ্গে যে হিংসা ও কেলেঙ্কারি হয় । আপনি তাদের ঐতিহ্য সম্পর্কে সচেতন । তারা গোয়ায় (নির্বাচনে) বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে এবং বিজেপিকে সাহায্য করাই ছিল উদ্দেশ্য । মেঘালয়েও ঠিক এই উদ্দেশ্য । মেঘালয়ে টিএমসির উদ্দেশ্য হল বিজেপিকে শক্তিশালী করা ও ক্ষমতায় আসা নিশ্চিত করা ।"

আরও পড়ুন: উইকিপিডিয়ার তথ্য বদলের অভিযোগ, আদানি গোষ্ঠীকে কটাক্ষ মহুয়ার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.