ETV Bharat / bharat

Rahul Gandhi's Conviction: সাজা শুনে রাহুলের মুখে অহিংসার কথা, ষড়যন্ত্রের তত্ত্ব কংগ্রেস-কেজরিওয়ালের

মানহানির মামলায় দু’বছরের সাজা হওয়ার পর অহিংসা ও সত্য়ের কথা বললেন রাহুল গান্ধি (Rahul Gandhi's Conviction in Defamation Case) ৷ তবে কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলি এই নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব দেখতে পাচ্ছে ৷

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By

Published : Mar 23, 2023, 3:07 PM IST

নয়াদিল্লি, 23 মার্চ: 2019 সালের একটি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হয়ে দু’বছরের কারাদণ্ড হয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi's Conviction in Defamation Case) ৷ গুজরাতের সুরাত আদালত (Surat Court) অবশ্য সাজা দেওয়ার পাশাপাশি রাহুলকে জামিনও দিয়েছেন ৷ কিন্তু বৃহস্পতিবার আদালতের রায় পরই এই নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে কংগ্রেসের (Congress) অন্দরে ৷ এমনকী, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিও এই নিয়ে সরব হয়েছেন ৷ অনেক জায়গায় কংগ্রেসের তরফে বিক্ষোভও শুরু হয়েছে ৷

তবে এর মধ্যেও অহিংসার কথা শোনা গিয়েছে রাহুল গান্ধির তরফে (Rahul Gandhi Spoke of Non Violence) ৷ রায় ঘোষণার হিন্দিতে একটি টুইট করেন রাহুল ৷ সেখানে তিনি মহাত্মা গান্ধির একটি বক্তব্যকে তুলে ধরেন ৷ টুইটারে তিনি লেখেন, ‘‘আমার ধর্ম সত্য ও অহিংসার উপর ভিত্তি করে তৈরি হয়েছে । সত্যই আমার ঈশ্বর, অহিংসা তা পাওয়ার উপায় ।"

কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন (Priyanka Gandhi Slams BJP) ৷ তিনিও এই নিয়ে টুইট করেছেন৷ টুইটারে তিনি লিখেছেন, কেন্দ্রের বিজেপি সরকার রাহুল গান্ধিকে ভয় পায় । তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে রাহুল গান্ধির কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করছে ৷ একই সঙ্গে দাদার পাশে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, তাঁর ভাই রাহুল কখনও ভয় পাননি ও কখনও ভয় পাবেন না । রাহুল সবসময় সত্যি কথা বলেছে ও তা বলা চালিয়ে যাবে ৷ টুইটারে তিনি আরও জানিয়েছেন যে রাহুল দেশবাসীর পাশে থাকবেন ৷ প্রিয়াঙ্কা আরও লিখেছেন যে সত্যের শক্তি ও দেশবাসীর ভালবাসা সবসময় রাহুলের সঙ্গেই থাকবে ৷

অন্যদিকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Congress President Mallikarjun Kharge) দাবি, এমনই রায় যে হবে, তা তাঁরা শুরুতেই বুঝে গিয়েছিলেন ৷ কারণ, প্রথম থেকে বারবার এই মামলায় বিচারক বদল হয়েছে ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে বিচারব্যবস্থার প্রতি কংগ্রেসের আস্থা রয়েছে ৷ আর আইনি পথে এই রায়ের বিরুদ্ধে লড়াই করা হবে ৷ অন্যদিকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের অভিযোগ, মোদি সরকার মিডিয়াকে নিয়ন্ত্রণ ও বিচারব্যবস্থার উপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে ৷ এভাবেই তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের হেনস্তা করছে ৷

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের দাবি, লন্ডনে রাহুল গান্ধির ভারতে গণতন্ত্র বিপন্ন বলে যে কথা বলেছেন, সেটাকেই তুলে ধরেছেন ৷ রাহুলের বক্তব্যই ঠিক হল বলে তাঁর মত ৷ একই সঙ্গে তিনি কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন তদন্তকারী সংস্থা দিয়ে বিরোধীদের হেনস্তা করার অভিযোগ করেছেন ৷ একই সঙ্গে তাঁর দাবি, রাহুল গান্ধি সাহসী ৷ তাই কেন্দ্রের সরকারের বিরুদ্ধে একমাত্র তিনিই লড়াই করতে পারবেন ৷

দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal) এই নিয়ে টুইট করেছেন ৷ টুইটারে তিনি লিখেছেন যে রাহুল গান্ধির দোষী সাব্যস্ত হওয়া একটি ষড়যন্ত্রের অংশ ৷ তাঁর দাবি, এটা আসলে অ-বিজেপি নেতা ও দলগুলিকে বিচারের মাধ্যমে নির্মূল করার ষড়যন্ত্রের অংশ ।

তবে বিভিন্ন ইস্যুতে কংগ্রেসের সঙ্গে যে আপের মতপার্থক্য রয়েছে, সেই কথাও মনে করিয়ে দিয়েছেন কেজরিওয়াল ৷ তার পরও তিনি লিখেছেন যে তিনি বিশ্বাস করেন যে রাহুল গান্ধিকে ওই বক্তব্যের জন্য মানহানির মামলা করা ঠিক হয়নি । প্রশ্ন করা তো বিরোধীদের কাজ বলে তিনি দাবি করেছেন ৷ যদিও তিনি আদালতকে সম্মান করেন বলে জানিয়েছেন ৷ তা সত্ত্বেও তিনি এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন বলে টুইটারে লিখেছেন ।

আরও পড়ুন: 'চোরেদের মোদি-পদবি', সুরাটের আদালতে দোষী রাহুল জামিন পেলেন

নয়াদিল্লি, 23 মার্চ: 2019 সালের একটি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হয়ে দু’বছরের কারাদণ্ড হয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi's Conviction in Defamation Case) ৷ গুজরাতের সুরাত আদালত (Surat Court) অবশ্য সাজা দেওয়ার পাশাপাশি রাহুলকে জামিনও দিয়েছেন ৷ কিন্তু বৃহস্পতিবার আদালতের রায় পরই এই নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে কংগ্রেসের (Congress) অন্দরে ৷ এমনকী, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিও এই নিয়ে সরব হয়েছেন ৷ অনেক জায়গায় কংগ্রেসের তরফে বিক্ষোভও শুরু হয়েছে ৷

তবে এর মধ্যেও অহিংসার কথা শোনা গিয়েছে রাহুল গান্ধির তরফে (Rahul Gandhi Spoke of Non Violence) ৷ রায় ঘোষণার হিন্দিতে একটি টুইট করেন রাহুল ৷ সেখানে তিনি মহাত্মা গান্ধির একটি বক্তব্যকে তুলে ধরেন ৷ টুইটারে তিনি লেখেন, ‘‘আমার ধর্ম সত্য ও অহিংসার উপর ভিত্তি করে তৈরি হয়েছে । সত্যই আমার ঈশ্বর, অহিংসা তা পাওয়ার উপায় ।"

কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন (Priyanka Gandhi Slams BJP) ৷ তিনিও এই নিয়ে টুইট করেছেন৷ টুইটারে তিনি লিখেছেন, কেন্দ্রের বিজেপি সরকার রাহুল গান্ধিকে ভয় পায় । তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে রাহুল গান্ধির কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করছে ৷ একই সঙ্গে দাদার পাশে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, তাঁর ভাই রাহুল কখনও ভয় পাননি ও কখনও ভয় পাবেন না । রাহুল সবসময় সত্যি কথা বলেছে ও তা বলা চালিয়ে যাবে ৷ টুইটারে তিনি আরও জানিয়েছেন যে রাহুল দেশবাসীর পাশে থাকবেন ৷ প্রিয়াঙ্কা আরও লিখেছেন যে সত্যের শক্তি ও দেশবাসীর ভালবাসা সবসময় রাহুলের সঙ্গেই থাকবে ৷

অন্যদিকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Congress President Mallikarjun Kharge) দাবি, এমনই রায় যে হবে, তা তাঁরা শুরুতেই বুঝে গিয়েছিলেন ৷ কারণ, প্রথম থেকে বারবার এই মামলায় বিচারক বদল হয়েছে ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে বিচারব্যবস্থার প্রতি কংগ্রেসের আস্থা রয়েছে ৷ আর আইনি পথে এই রায়ের বিরুদ্ধে লড়াই করা হবে ৷ অন্যদিকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের অভিযোগ, মোদি সরকার মিডিয়াকে নিয়ন্ত্রণ ও বিচারব্যবস্থার উপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে ৷ এভাবেই তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের হেনস্তা করছে ৷

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের দাবি, লন্ডনে রাহুল গান্ধির ভারতে গণতন্ত্র বিপন্ন বলে যে কথা বলেছেন, সেটাকেই তুলে ধরেছেন ৷ রাহুলের বক্তব্যই ঠিক হল বলে তাঁর মত ৷ একই সঙ্গে তিনি কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন তদন্তকারী সংস্থা দিয়ে বিরোধীদের হেনস্তা করার অভিযোগ করেছেন ৷ একই সঙ্গে তাঁর দাবি, রাহুল গান্ধি সাহসী ৷ তাই কেন্দ্রের সরকারের বিরুদ্ধে একমাত্র তিনিই লড়াই করতে পারবেন ৷

দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal) এই নিয়ে টুইট করেছেন ৷ টুইটারে তিনি লিখেছেন যে রাহুল গান্ধির দোষী সাব্যস্ত হওয়া একটি ষড়যন্ত্রের অংশ ৷ তাঁর দাবি, এটা আসলে অ-বিজেপি নেতা ও দলগুলিকে বিচারের মাধ্যমে নির্মূল করার ষড়যন্ত্রের অংশ ।

তবে বিভিন্ন ইস্যুতে কংগ্রেসের সঙ্গে যে আপের মতপার্থক্য রয়েছে, সেই কথাও মনে করিয়ে দিয়েছেন কেজরিওয়াল ৷ তার পরও তিনি লিখেছেন যে তিনি বিশ্বাস করেন যে রাহুল গান্ধিকে ওই বক্তব্যের জন্য মানহানির মামলা করা ঠিক হয়নি । প্রশ্ন করা তো বিরোধীদের কাজ বলে তিনি দাবি করেছেন ৷ যদিও তিনি আদালতকে সম্মান করেন বলে জানিয়েছেন ৷ তা সত্ত্বেও তিনি এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন বলে টুইটারে লিখেছেন ।

আরও পড়ুন: 'চোরেদের মোদি-পদবি', সুরাটের আদালতে দোষী রাহুল জামিন পেলেন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.