ETV Bharat / bharat

Rahul Gandhi: 'মোদির ভাবনা ও নীতির বিরুদ্ধে এই লড়াই', বিরোধীদের বৈঠক শেষে বার্তা রাহুলের - 26 বিরোধী দলের বৈঠক

26 বিরোধী দলের বৈঠক শেষে রাহুলের সহজ-সরল ব্যাখ্যা, "দেশের মানুষের কন্ঠরোধ হচ্ছে, আমাদের লড়াই তার বিরুদ্ধে । আজ পরিকল্পনা আগামী বৈঠকে রণনীতি ।"

Rahul Gandhi
মোদির ভাবনা ও নীতির বিরুদ্ধে এই লড়াই
author img

By

Published : Jul 18, 2023, 5:11 PM IST

Updated : Jul 18, 2023, 6:07 PM IST

বিরোধীদের বৈঠক শেষে বার্তা রাহুলের

বেঙ্গালুরু, 18 জুলাই: "বিজেপির ভাবনা ও নীতির বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াই ইন্ডিয়া বনাম এনডিএর ৷" বেঙ্গালুরুতে হাইভোল্টেজ বিরোধী বৈঠকের পর পরিচ্ছন্ন বার্তা রাহুল গান্ধির । 26 দলের বিরোধী জোটের নাম 'ইন্ডিয়া' (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেপমেন্টাল ইনক্লিউসিভ অ্যালায়েন্স) প্রসঙ্গে বলতে গিয়ে সনিয়া-পুত্র বলেন, মোদির ভাবনা ও নীতির বিরুদ্ধে এই লড়াই । আজ বৈঠকে লক্ষ্য স্থির হল, পরবর্তী বৈঠকে রণনীতি ঠিক হবে; বার্তা দিলেন রাহুল গান্ধি ।

"ইতিহাস সাক্ষী দেশের উপর যারা আক্রমণ করে তারা রেহাই পায় না, এবারও আক্রমণকারীদের হার হবে ৷" ঠিক এই ভাষায় নাম না-করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন রাহুল গান্ধি। দেশের মনুষের কন্ঠরোধ করা হচ্ছে। তার বিরুদ্ধেই এই লড়াই । এভাবেই বিরোধী বৈঠক শেষে জোটের রূপরেখা ব্যাখ্যা করলেন জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি। যেখানে বিরোধী মঞ্চ থেকে রাহুলের বার্তা, "আমরাই দেশবাসীর কন্ঠ হতে চাই ৷" যখন মমতা, রাহুল, কেজরি, উদ্ধব থেকে শরদ পাওয়ার-সহ অন্যান্যদের উপস্থিতিতে মঙ্গলের বিরোধী ঐক্যের মঞ্চ বেশ রঙিন। রাজনৈতিক নীতির অমিল থাকলেও দেশের স্বার্থে জোটবদ্ধ 26টি বিরোধী দল । রাহুলের কথায়, যেভাবে ভারতের ভাবধারা বদলে দেওয়ার চেষ্টা চলছে, তা প্রতিহত করতেই 'ইন্ডিয়া'র লড়াই ৷

  • भारत जुड़ेगा, INDIA जीतेगा 🇮🇳

    — Rahul Gandhi (@RahulGandhi) July 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন :বিজেপির এনডিএ-র বিরুদ্ধে বিরোধীদের জোটের নাম ইন্ডিয়া, ঘোষণা খাড়গের

বিরোধী জোট 'ইন্ডিয়া'র পরবর্তী বৈঠক বাণিজ্য নগরী মুম্বইয়ে। রাহুলের কথায়, আগামী বৈঠকেই বিজেপির বিরুদ্ধে 'অ্য়াকশন প্ল্যান' তৈরি করা হবে । ময়দানে নেমে মোকাবিলার পথ তারপরেই প্রশস্ত হবে । বেঙ্গালুরুতে বিরোধী বৈঠক চলাকালীনই নরেন্দ্র মোদি সেই বৈঠককে 'দুর্নীতিগ্রস্তদের সম্মেলন' বলে কটাক্ষ করেন। পরিবারতন্ত্রের খোঁচা দিয়েই তিনি জানান, বিরোধী দলগুলির কাছে পরিবার আগে দেশ পরে। বিরোধী মঞ্চ থেকে পালটা ঊদ্ধব ঠাকরে বলেন, "গোটা দেশই আমাদের পরিবার"। অর্থাৎ, কংগ্রেসকে নিশানা করে মোদির খোঁচার জবাব দিলেন উদ্ধব ঠাকরে। বিরোধী জোট 'ইন্ডিয়া'-র ইউএসপি হয়তো এখানেই ৷

বিরোধীদের বৈঠক শেষে বার্তা রাহুলের

বেঙ্গালুরু, 18 জুলাই: "বিজেপির ভাবনা ও নীতির বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াই ইন্ডিয়া বনাম এনডিএর ৷" বেঙ্গালুরুতে হাইভোল্টেজ বিরোধী বৈঠকের পর পরিচ্ছন্ন বার্তা রাহুল গান্ধির । 26 দলের বিরোধী জোটের নাম 'ইন্ডিয়া' (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেপমেন্টাল ইনক্লিউসিভ অ্যালায়েন্স) প্রসঙ্গে বলতে গিয়ে সনিয়া-পুত্র বলেন, মোদির ভাবনা ও নীতির বিরুদ্ধে এই লড়াই । আজ বৈঠকে লক্ষ্য স্থির হল, পরবর্তী বৈঠকে রণনীতি ঠিক হবে; বার্তা দিলেন রাহুল গান্ধি ।

"ইতিহাস সাক্ষী দেশের উপর যারা আক্রমণ করে তারা রেহাই পায় না, এবারও আক্রমণকারীদের হার হবে ৷" ঠিক এই ভাষায় নাম না-করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন রাহুল গান্ধি। দেশের মনুষের কন্ঠরোধ করা হচ্ছে। তার বিরুদ্ধেই এই লড়াই । এভাবেই বিরোধী বৈঠক শেষে জোটের রূপরেখা ব্যাখ্যা করলেন জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি। যেখানে বিরোধী মঞ্চ থেকে রাহুলের বার্তা, "আমরাই দেশবাসীর কন্ঠ হতে চাই ৷" যখন মমতা, রাহুল, কেজরি, উদ্ধব থেকে শরদ পাওয়ার-সহ অন্যান্যদের উপস্থিতিতে মঙ্গলের বিরোধী ঐক্যের মঞ্চ বেশ রঙিন। রাজনৈতিক নীতির অমিল থাকলেও দেশের স্বার্থে জোটবদ্ধ 26টি বিরোধী দল । রাহুলের কথায়, যেভাবে ভারতের ভাবধারা বদলে দেওয়ার চেষ্টা চলছে, তা প্রতিহত করতেই 'ইন্ডিয়া'র লড়াই ৷

  • भारत जुड़ेगा, INDIA जीतेगा 🇮🇳

    — Rahul Gandhi (@RahulGandhi) July 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন :বিজেপির এনডিএ-র বিরুদ্ধে বিরোধীদের জোটের নাম ইন্ডিয়া, ঘোষণা খাড়গের

বিরোধী জোট 'ইন্ডিয়া'র পরবর্তী বৈঠক বাণিজ্য নগরী মুম্বইয়ে। রাহুলের কথায়, আগামী বৈঠকেই বিজেপির বিরুদ্ধে 'অ্য়াকশন প্ল্যান' তৈরি করা হবে । ময়দানে নেমে মোকাবিলার পথ তারপরেই প্রশস্ত হবে । বেঙ্গালুরুতে বিরোধী বৈঠক চলাকালীনই নরেন্দ্র মোদি সেই বৈঠককে 'দুর্নীতিগ্রস্তদের সম্মেলন' বলে কটাক্ষ করেন। পরিবারতন্ত্রের খোঁচা দিয়েই তিনি জানান, বিরোধী দলগুলির কাছে পরিবার আগে দেশ পরে। বিরোধী মঞ্চ থেকে পালটা ঊদ্ধব ঠাকরে বলেন, "গোটা দেশই আমাদের পরিবার"। অর্থাৎ, কংগ্রেসকে নিশানা করে মোদির খোঁচার জবাব দিলেন উদ্ধব ঠাকরে। বিরোধী জোট 'ইন্ডিয়া'-র ইউএসপি হয়তো এখানেই ৷

Last Updated : Jul 18, 2023, 6:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.