ETV Bharat / bharat

Rahul Gandhi: মণিপুরে ভারতমাতার হত্যা করেছে বিজেপি, লোকসভায় অভিযোগ রাহুলের - কংগ্রেস

Rahul Gandhi's Speech on No-Confidence Motion: বুধবার অনাস্থা প্রস্তাবের পক্ষে লোকসভায় ভাষণ দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ সেই ভাষণে মণিপুর ইস্যুতে তিনি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেন ৷

Rahul Gandhi
রাহুল গান্ধির ছবি সৌজন্যে সংসদ টিভি
author img

By

Published : Aug 9, 2023, 12:51 PM IST

Updated : Aug 9, 2023, 1:21 PM IST

নয়াদিল্লি, 9 অগস্ট: মণিপুর ইস্যুতে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তাঁর অভিযোগ, মণিপুরে ভারতমাতার হত্যা করেছে বিজেপি ৷

লোকসভায় অনাস্থা প্রস্তাবে রাহুলের ভাষণ: কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের দলগুলি ৷ মঙ্গলবার থেকে শুরু হয়ে আলোচনা ৷ বুধবার দ্বিতীয়দিন ৷ এ দিনের শুরুতেই ভাষণ দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷

  • #WATCH | Congress MP Rahul Gandhi says, "A few days back, I went to Manipur. Our PM didn't go, not even to this day, because for him Manipur is not India. I used the word 'Manipur' but the truth is that Manipur does not remain anymore. You have divided Manipur into two. You have… pic.twitter.com/QodCZnLHWs

    — ANI (@ANI) August 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মণিপুর ইস্যুতে বিজেপিকে নিশানা রাহুলের: এ দিন অনাস্থা প্রস্তাবে ভাষণ দিতে গিয়ে মণিপুর ইস্যুতে কেন্দ্রের শাসক দল বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন রাহুল গান্ধি ৷

তিনি বলেন, "আপনারা মণিপুরে ভারতকে হত্যা করেছেন । শুধু মণিপুর নয়, আপনারা ভারতকে হত্যা করেছে । আপনাদের রাজনীতি শুধু মণিপুরকে হত্যা করেনি, মণিপুরে ভারতকে হত্যা করেছে । আপনারা মণিপুরে ভারতকে হত্যা করেছেন । ভারতমাতার হত্যা করেছেন ৷"

মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন রাহুল: মণিপুরে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হওয়ার পর সেখানে রাহুল গান্ধি যান ৷ বুধবার লোকসভায় সেই প্রসঙ্গও তোলেন রাহুল গান্ধি ৷ তিনি বলেন, "কয়েকদিন আগে আমি মণিপুর গিয়েছিলাম । আমাদের প্রধানমন্ত্রী যাননি, আজও যাননি, কারণ তাঁর জন্য মণিপুর ভারত নয় ।" বিজেপি মণিপুরকে দু’ভাগে ভাগ করে দিয়েছে ৷

  • #WATCH | Congress MP Rahul Gandhi says, "They killed India in Manipur. Not just Manipur but they killed India. Their politics has not killed Manipur, but it has killed India in Manipur. They have murdered India in Manipur." pic.twitter.com/u0ROyHpNRL

    — ANI (@ANI) August 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সাংসদপদ ফিরিয়ে দেওয়ায় ধন্যবাদ: রাহুল গান্ধি সাংসদপদ ফিরে পেয়েছেন গত সোমবার ৷ তার পর বুধবার লোকসভায় প্রথমবার ভাষণ দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পক্ষেই তিনি ভাষণ দেন ৷ শুরুতেই তিনি সাংসদপদ ফিরিয়ে দেওয়ার জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে ৷

আরও পড়ুন: 'গোটা ভারতই আমার ঘর', তুঘলক লেনের বাংলো ফিরে পেয়ে বললেন রাহুল

সংসদে রাহুলের আদানি কটাক্ষ: গত বাজেট অধিবেশনে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক নিয়ে সরব হয়েছিলেন রাহুল গান্ধি ৷ এ দিন ভাষণের শুরুতেই সেই প্রসঙ্গ তোলেন ৷ তিনি বলেন, ‘‘আমি যখন শেষবার বক্তব্য রেখেছিলাম, সম্ভবত আমি আপনাকে (ওম বিড়লা) কষ্ট দিয়েছিলাম ৷ কারণ আমি আদানিকে কেন্দ্র করেছিলাম - হয়তো আপনার সিনিয়র নেতা ব্যথা পেয়েছিলেন...সেই ব্যথা আপনার উপরও প্রভাব ফেলতে পারে । আমি তার জন্য আপনার কাছে ক্ষমাপ্রার্থী । কিন্তু সত্যি কথা বলেছি আজ আমার বিজেপির বন্ধুদের ভয় পাওয়ার দরকার নেই, কারণ আমার আজকের বক্তৃতা আদানিকে নিয়ে নয় ৷’’

  • #WATCH | Congress MP Rahul Gandhi says, "Speaker Sir, first of all, I would like to thank you for reinstating me as an MP of the Lok Sabha. When I spoke the last time, perhaps I caused you trouble because I focussed on Adani - maybe your senior leader was pained...That pain might… pic.twitter.com/lBsGTKR9ia

    — ANI (@ANI) August 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোদির সঙ্গে রাবণের তুলনা: সরাসরি না বললেও এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাবণের তুলনা করেন রাহুল গান্ধি ৷ তাঁর কথায়, রাবণকে রাম মারেনি ৷ রাবণকে তার অহঙ্কার মেরেছে ৷ লঙ্কা হনুমান জ্বালায়নি ৷ লঙ্কা জ্বলেছে রাবণের অহঙ্কারের জন্য ৷ রাহুলের দাবি, রাবণ শুধু মেঘনাথ ও কুম্ভকর্ণের কথা শুনে চলত ৷ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিল্পপতি গৌতম আদানির কথা শুনে চলেন ৷

  • #WATCH | Congress MP Rahul Gandhi speaks on his Bharat Jodo Yatra; says, "...Initially, when I started (the Yatra), I had in my mind that walking 25 km is no big deal if I can run 10 km every day. Today, when I look at that - it was arrogance. I had arrogance in my heart at that… pic.twitter.com/QhFjtkZhLb

    — ANI (@ANI) August 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অনাস্থা প্রস্তাবে রাহুলের মুখে ভারত জোড়ো যাত্রা: এ দিনের ভাষণে আবার ভারত জোড়ো যাত্রার প্রসঙ্গ উঠে এসেছে ৷ তাঁর দাবি, এই কর্মসূচিতে অংশগ্রহণ করার ফলে তাঁর অহঙ্কার একেবারে চলে গিয়েছে ৷ ওই কর্মসূচিতে বেরিয়ে ভারতবাসীর কাছ থেকে তিনি কী কী শুনেছেন, কী কী অভিজ্ঞতা হয়েছে, তারও কিছু উদাহরণ সংসদের নিম্নকক্ষে তুলে ধরেন ৷

আরও পড়ুন: লোকসভায় অনাস্থা প্রস্তাব আনার নিয়ম কী, কীভাবে হয় আলোচনা; জেনে নিন বিস্তারিত

নয়াদিল্লি, 9 অগস্ট: মণিপুর ইস্যুতে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তাঁর অভিযোগ, মণিপুরে ভারতমাতার হত্যা করেছে বিজেপি ৷

লোকসভায় অনাস্থা প্রস্তাবে রাহুলের ভাষণ: কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের দলগুলি ৷ মঙ্গলবার থেকে শুরু হয়ে আলোচনা ৷ বুধবার দ্বিতীয়দিন ৷ এ দিনের শুরুতেই ভাষণ দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷

  • #WATCH | Congress MP Rahul Gandhi says, "A few days back, I went to Manipur. Our PM didn't go, not even to this day, because for him Manipur is not India. I used the word 'Manipur' but the truth is that Manipur does not remain anymore. You have divided Manipur into two. You have… pic.twitter.com/QodCZnLHWs

    — ANI (@ANI) August 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মণিপুর ইস্যুতে বিজেপিকে নিশানা রাহুলের: এ দিন অনাস্থা প্রস্তাবে ভাষণ দিতে গিয়ে মণিপুর ইস্যুতে কেন্দ্রের শাসক দল বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন রাহুল গান্ধি ৷

তিনি বলেন, "আপনারা মণিপুরে ভারতকে হত্যা করেছেন । শুধু মণিপুর নয়, আপনারা ভারতকে হত্যা করেছে । আপনাদের রাজনীতি শুধু মণিপুরকে হত্যা করেনি, মণিপুরে ভারতকে হত্যা করেছে । আপনারা মণিপুরে ভারতকে হত্যা করেছেন । ভারতমাতার হত্যা করেছেন ৷"

মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন রাহুল: মণিপুরে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হওয়ার পর সেখানে রাহুল গান্ধি যান ৷ বুধবার লোকসভায় সেই প্রসঙ্গও তোলেন রাহুল গান্ধি ৷ তিনি বলেন, "কয়েকদিন আগে আমি মণিপুর গিয়েছিলাম । আমাদের প্রধানমন্ত্রী যাননি, আজও যাননি, কারণ তাঁর জন্য মণিপুর ভারত নয় ।" বিজেপি মণিপুরকে দু’ভাগে ভাগ করে দিয়েছে ৷

  • #WATCH | Congress MP Rahul Gandhi says, "They killed India in Manipur. Not just Manipur but they killed India. Their politics has not killed Manipur, but it has killed India in Manipur. They have murdered India in Manipur." pic.twitter.com/u0ROyHpNRL

    — ANI (@ANI) August 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সাংসদপদ ফিরিয়ে দেওয়ায় ধন্যবাদ: রাহুল গান্ধি সাংসদপদ ফিরে পেয়েছেন গত সোমবার ৷ তার পর বুধবার লোকসভায় প্রথমবার ভাষণ দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পক্ষেই তিনি ভাষণ দেন ৷ শুরুতেই তিনি সাংসদপদ ফিরিয়ে দেওয়ার জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে ৷

আরও পড়ুন: 'গোটা ভারতই আমার ঘর', তুঘলক লেনের বাংলো ফিরে পেয়ে বললেন রাহুল

সংসদে রাহুলের আদানি কটাক্ষ: গত বাজেট অধিবেশনে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক নিয়ে সরব হয়েছিলেন রাহুল গান্ধি ৷ এ দিন ভাষণের শুরুতেই সেই প্রসঙ্গ তোলেন ৷ তিনি বলেন, ‘‘আমি যখন শেষবার বক্তব্য রেখেছিলাম, সম্ভবত আমি আপনাকে (ওম বিড়লা) কষ্ট দিয়েছিলাম ৷ কারণ আমি আদানিকে কেন্দ্র করেছিলাম - হয়তো আপনার সিনিয়র নেতা ব্যথা পেয়েছিলেন...সেই ব্যথা আপনার উপরও প্রভাব ফেলতে পারে । আমি তার জন্য আপনার কাছে ক্ষমাপ্রার্থী । কিন্তু সত্যি কথা বলেছি আজ আমার বিজেপির বন্ধুদের ভয় পাওয়ার দরকার নেই, কারণ আমার আজকের বক্তৃতা আদানিকে নিয়ে নয় ৷’’

  • #WATCH | Congress MP Rahul Gandhi says, "Speaker Sir, first of all, I would like to thank you for reinstating me as an MP of the Lok Sabha. When I spoke the last time, perhaps I caused you trouble because I focussed on Adani - maybe your senior leader was pained...That pain might… pic.twitter.com/lBsGTKR9ia

    — ANI (@ANI) August 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোদির সঙ্গে রাবণের তুলনা: সরাসরি না বললেও এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাবণের তুলনা করেন রাহুল গান্ধি ৷ তাঁর কথায়, রাবণকে রাম মারেনি ৷ রাবণকে তার অহঙ্কার মেরেছে ৷ লঙ্কা হনুমান জ্বালায়নি ৷ লঙ্কা জ্বলেছে রাবণের অহঙ্কারের জন্য ৷ রাহুলের দাবি, রাবণ শুধু মেঘনাথ ও কুম্ভকর্ণের কথা শুনে চলত ৷ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিল্পপতি গৌতম আদানির কথা শুনে চলেন ৷

  • #WATCH | Congress MP Rahul Gandhi speaks on his Bharat Jodo Yatra; says, "...Initially, when I started (the Yatra), I had in my mind that walking 25 km is no big deal if I can run 10 km every day. Today, when I look at that - it was arrogance. I had arrogance in my heart at that… pic.twitter.com/QhFjtkZhLb

    — ANI (@ANI) August 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অনাস্থা প্রস্তাবে রাহুলের মুখে ভারত জোড়ো যাত্রা: এ দিনের ভাষণে আবার ভারত জোড়ো যাত্রার প্রসঙ্গ উঠে এসেছে ৷ তাঁর দাবি, এই কর্মসূচিতে অংশগ্রহণ করার ফলে তাঁর অহঙ্কার একেবারে চলে গিয়েছে ৷ ওই কর্মসূচিতে বেরিয়ে ভারতবাসীর কাছ থেকে তিনি কী কী শুনেছেন, কী কী অভিজ্ঞতা হয়েছে, তারও কিছু উদাহরণ সংসদের নিম্নকক্ষে তুলে ধরেন ৷

আরও পড়ুন: লোকসভায় অনাস্থা প্রস্তাব আনার নিয়ম কী, কীভাবে হয় আলোচনা; জেনে নিন বিস্তারিত

Last Updated : Aug 9, 2023, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.