ETV Bharat / bharat

কৃষকদের হয়ে কথা বলার কর্মসূচিতে যোগ দিন, আর্জি রাহুল-প্রিয়াঙ্কার - priyanka

এই মুহূর্তে পঞ্জাব, গুজরাত ও মহারাষ্ট্র থেকে 32টি সংগঠনের কয়েক হাজার কৃষক দিল্লির সীমান্তে পৌঁছে গিয়েছেন ৷ নয়া কৃষি আইনের প্রতিবাদে ‘দিল্লি চলো’ অভিযানে সামিল হয়েছেন তাঁরা ৷ দিল্লি পৌঁছে তাঁদের লক্ষ্য় নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভ দেখানো ৷

rahul-gandhi-priyanka-urge-people-to-join-speak-up-for-farmers-campaign
কৃষকদের সমর্থনে ‘স্পিক আপ ফর ফারমারস’ কর্মসূচিতে সামিল হতে আর্জি রাহুল প্রিয়াঙ্কার
author img

By

Published : Nov 30, 2020, 7:23 PM IST

দিল্লি, 30 নভেম্বর : ‘স্পিক আপ ফর ফারমার্স’ কর্মসূচিতে যোগ দিতে সাধারণ মানুষের কাছে আর্জি জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ কৃষকদের কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে করা প্রতিবাদ আন্দোলনের সমর্থনে এই আর্জি জানান তাঁরা ৷ প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে নয়া কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা ৷ এনিয়ে মোদি সরকারকে নিশানা করে একটি টুইটে মানুষের সমর্থন চান কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি ৷

রাহুল তাঁর টুইটে লেখেন, মোদি সরকার কৃষকদের উপর অত্য়াচার চালাচ্ছেন ৷ প্রথমে তাঁরা কালো আইন আনলেন এবং তারপর কৃষকদের উপর বাহিনী ও লাঠি প্রয়োগ করলেন ৷ কিন্তু, তাঁরা ভুলে গিয়েছেন, কৃষকরা যখন তাঁদের আওয়াজ তোলেন, তখন তা গোটা দেশে শোনা যায় ৷ আমাদের কৃষকভাইদের সঙ্গে হওয়া অবিচারের প্রতিবাদ জানাতে ‘স্পিক আপ ফর ফারমার্স’ কর্মসূচিতে যোগ দিন ৷

  • मोदी सरकार ने किसान पर अत्याचार किए- पहले काले क़ानून फिर चलाए डंडे लेकिन वो भूल गए कि जब किसान आवाज़ उठाता है तो उसकी आवाज़ पूरे देश में गूंजती है।

    किसान भाई-बहनों के साथ हो रहे शोषण के ख़िलाफ़ आप भी #SpeakUpForFarmers campaign के माध्यम से जुड़िए। pic.twitter.com/tJ8bry6QWi

    — Rahul Gandhi (@RahulGandhi) November 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে, শুধুই রাহুল নন ৷ এই ইশুতে সামিল হয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধিও ৷ যেখানে তিনি অভিযোগ তুলেছেন, নয়া কৃষি আইনে কৃষকদের অধিকারকে খর্ব করা হচ্ছে ৷ তিনি তাঁর টুইটারে লেখেন, নামেই আইনটিকে কৃষকদের আইন বলা হচ্ছে ৷ তবে এতে লাভবান হচ্ছেন আরবপতি বন্ধুরাই ৷ তিনি প্রশ্ন তোলেন, কৃষকদের সঙ্গে কথা না বলে, কীভাবে কৃষি আইন তৈরি হয় ? কীভাবে এই আইন তৈরি করে কৃষকদের স্বার্থকে উপেক্ষা করা হল? এরপরই প্রিয়াঙ্কা দাবি তোলেন, সরকারকে কৃষকদের কথা শুনতেই হবে ৷ সবাইকে একসঙ্গে কৃষকদের হয়ে আওয়াজ তোলার ডাক দেন প্রিয়াঙ্কা গান্ধি ৷

  • नाम किसान कानून
    लेकिन सारा फायदा अरबपति मित्रों का

    किसान कानून बिना किसानों से बात किए कैसे बन सकते हैं? उनमें किसानों के हितों की अनदेखी कैसे की जा सकती है?

    सरकार को किसानों की बात सुननी होगी। आइए मिलकर किसानों के समर्थन में आवाज उठाएं।#SpeakUpForFarmers pic.twitter.com/av8i7jhUpt

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইতিমধ্য়ে কেন্দ্রের তরফে আন্দোলনে সামিল কৃষক সংগঠনগুলির সঙ্গে আলোচনার জন্য় প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ তবে, সেই আলোচনার প্রস্তাব খারিজ করে দিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ তাদের অভিযোগ, 3 ডিসেম্বর যে আলোচনার জন্য় সরকার প্রস্তাব দিয়েছিল, তাতে আলোচনার আগেই শর্ত চাপিয়ে দেওয়া আসলে কৃষকদের অপমান ৷ যার প্রতিবাদে কৃষকরা দিল্লি, হরিয়ানা ও পঞ্জাবের একাধিক এলাকায় আন্দোলন বিক্ষোভ চালাচ্ছেন ৷

দিল্লি, 30 নভেম্বর : ‘স্পিক আপ ফর ফারমার্স’ কর্মসূচিতে যোগ দিতে সাধারণ মানুষের কাছে আর্জি জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ কৃষকদের কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে করা প্রতিবাদ আন্দোলনের সমর্থনে এই আর্জি জানান তাঁরা ৷ প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে নয়া কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা ৷ এনিয়ে মোদি সরকারকে নিশানা করে একটি টুইটে মানুষের সমর্থন চান কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি ৷

রাহুল তাঁর টুইটে লেখেন, মোদি সরকার কৃষকদের উপর অত্য়াচার চালাচ্ছেন ৷ প্রথমে তাঁরা কালো আইন আনলেন এবং তারপর কৃষকদের উপর বাহিনী ও লাঠি প্রয়োগ করলেন ৷ কিন্তু, তাঁরা ভুলে গিয়েছেন, কৃষকরা যখন তাঁদের আওয়াজ তোলেন, তখন তা গোটা দেশে শোনা যায় ৷ আমাদের কৃষকভাইদের সঙ্গে হওয়া অবিচারের প্রতিবাদ জানাতে ‘স্পিক আপ ফর ফারমার্স’ কর্মসূচিতে যোগ দিন ৷

  • मोदी सरकार ने किसान पर अत्याचार किए- पहले काले क़ानून फिर चलाए डंडे लेकिन वो भूल गए कि जब किसान आवाज़ उठाता है तो उसकी आवाज़ पूरे देश में गूंजती है।

    किसान भाई-बहनों के साथ हो रहे शोषण के ख़िलाफ़ आप भी #SpeakUpForFarmers campaign के माध्यम से जुड़िए। pic.twitter.com/tJ8bry6QWi

    — Rahul Gandhi (@RahulGandhi) November 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে, শুধুই রাহুল নন ৷ এই ইশুতে সামিল হয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধিও ৷ যেখানে তিনি অভিযোগ তুলেছেন, নয়া কৃষি আইনে কৃষকদের অধিকারকে খর্ব করা হচ্ছে ৷ তিনি তাঁর টুইটারে লেখেন, নামেই আইনটিকে কৃষকদের আইন বলা হচ্ছে ৷ তবে এতে লাভবান হচ্ছেন আরবপতি বন্ধুরাই ৷ তিনি প্রশ্ন তোলেন, কৃষকদের সঙ্গে কথা না বলে, কীভাবে কৃষি আইন তৈরি হয় ? কীভাবে এই আইন তৈরি করে কৃষকদের স্বার্থকে উপেক্ষা করা হল? এরপরই প্রিয়াঙ্কা দাবি তোলেন, সরকারকে কৃষকদের কথা শুনতেই হবে ৷ সবাইকে একসঙ্গে কৃষকদের হয়ে আওয়াজ তোলার ডাক দেন প্রিয়াঙ্কা গান্ধি ৷

  • नाम किसान कानून
    लेकिन सारा फायदा अरबपति मित्रों का

    किसान कानून बिना किसानों से बात किए कैसे बन सकते हैं? उनमें किसानों के हितों की अनदेखी कैसे की जा सकती है?

    सरकार को किसानों की बात सुननी होगी। आइए मिलकर किसानों के समर्थन में आवाज उठाएं।#SpeakUpForFarmers pic.twitter.com/av8i7jhUpt

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইতিমধ্য়ে কেন্দ্রের তরফে আন্দোলনে সামিল কৃষক সংগঠনগুলির সঙ্গে আলোচনার জন্য় প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ তবে, সেই আলোচনার প্রস্তাব খারিজ করে দিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ তাদের অভিযোগ, 3 ডিসেম্বর যে আলোচনার জন্য় সরকার প্রস্তাব দিয়েছিল, তাতে আলোচনার আগেই শর্ত চাপিয়ে দেওয়া আসলে কৃষকদের অপমান ৷ যার প্রতিবাদে কৃষকরা দিল্লি, হরিয়ানা ও পঞ্জাবের একাধিক এলাকায় আন্দোলন বিক্ষোভ চালাচ্ছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.