ETV Bharat / bharat

Rahul Gandhi on Supreme Court Order: 'সত্যের জয় হবেই', সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুখ খুললেন রাহুল

মোদি পদবি নিয়ে সুপ্রিম কোর্টের রায় সামনে আসতেই মুখ খুললেন রাহুল গান্ধি ৷ শুক্রবার এআইসিসি সদর দফতরে বসে রাহুল গান্ধি বলেন, "আজ নয় তো কাল, কাল না তো পরশু, সত্যের জয় হবেই ৷"

Etv Bharat
রাহুল গান্ধি
author img

By

Published : Aug 4, 2023, 4:59 PM IST

Updated : Aug 4, 2023, 5:46 PM IST

সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুখ খুললেন রাহুল

নয়াদিল্লি, 4 অগস্ট: 'সত্যের জয় হবেই ৷' মোদি পদবি নিয়ে সুপ্রিম কোর্টের রায় সামনে আসতেই মুখ খুললেন রাহুল গান্ধি ৷ শুক্রবার এআইসিসি সদর দফতরে বসে রাহুল গান্ধি বলেন, "আজ নয় তো কাল, কাল না তো পরশু, সত্যের জয় হবেই ৷" একই সঙ্গে, এদিন তাঁর পাশে থাকার জন্য দেশবাসীকেও অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস নেতা ৷

মোদি পদবি নিয়ে শুক্রবার সুরাত আদালতের রায় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এর আগে মোদি পদবি নিয়ে মানহানী মামলায় সুরাত ম্যাজিস্ট্রেট আদালত রাহুল গান্ধিকে দু'বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিল ৷ যা বহাল রাখে গুজরাত আদালতও ৷ আর জনপ্রতিনিধিত্ব আইন 83 (3) অনুযায়ী দুই বছরের কারাদণ্ডের জেরে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করে দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ যদিও সেই রায়ের বিরুদ্ধে এরপর দেশের শীর্ষ আদালতে আর্জি জানান রাহুল গান্ধি ৷ সেই মামলাতেই রাহুল গান্ধির সাজার উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ আর সেই রায় আসতেই এদিন রাহুল গান্ধি বলেন, "আজ না তো কাল, কাল না তো পরশু সত্যের জয় হবেই ৷ কিন্তু আমার পথ পরিষ্কার। আমার মনে স্বচ্ছতা আছে ৷ আমি জানি, আমাকে কী করতে হবে এবং আমার কাজ কী। যারা আমাদের সাহায্য করেছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি দেশের জনগণকে তাদের ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।"

আরও পড়ুন: রাহুলের সাংসদ পদ ফিরলে ইন্ডিয়া জোটের লড়াই আরও শক্তিশালী হবে, টুইট মমতার

এদিন সুপ্রিম কোর্টের রায় সামনে আসার পরই দিল্লিতে এআইসিসি দফতরে বৈঠকে বসেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ৷ ছিলেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কে সি বেণুগোপাল, প্রিয়াঙ্কা গান্ধি, জয়রাম রমেশরা ৷ এদিন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "এই রায় গণতন্ত্র এবং সংবিধানের জয়। আমরা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানাই ৷ স্পষ্ট হল আমরা এখনও ন্যায়বিচার পেতে পারি ৷"

সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুখ খুললেন রাহুল

নয়াদিল্লি, 4 অগস্ট: 'সত্যের জয় হবেই ৷' মোদি পদবি নিয়ে সুপ্রিম কোর্টের রায় সামনে আসতেই মুখ খুললেন রাহুল গান্ধি ৷ শুক্রবার এআইসিসি সদর দফতরে বসে রাহুল গান্ধি বলেন, "আজ নয় তো কাল, কাল না তো পরশু, সত্যের জয় হবেই ৷" একই সঙ্গে, এদিন তাঁর পাশে থাকার জন্য দেশবাসীকেও অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস নেতা ৷

মোদি পদবি নিয়ে শুক্রবার সুরাত আদালতের রায় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এর আগে মোদি পদবি নিয়ে মানহানী মামলায় সুরাত ম্যাজিস্ট্রেট আদালত রাহুল গান্ধিকে দু'বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিল ৷ যা বহাল রাখে গুজরাত আদালতও ৷ আর জনপ্রতিনিধিত্ব আইন 83 (3) অনুযায়ী দুই বছরের কারাদণ্ডের জেরে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করে দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ যদিও সেই রায়ের বিরুদ্ধে এরপর দেশের শীর্ষ আদালতে আর্জি জানান রাহুল গান্ধি ৷ সেই মামলাতেই রাহুল গান্ধির সাজার উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ আর সেই রায় আসতেই এদিন রাহুল গান্ধি বলেন, "আজ না তো কাল, কাল না তো পরশু সত্যের জয় হবেই ৷ কিন্তু আমার পথ পরিষ্কার। আমার মনে স্বচ্ছতা আছে ৷ আমি জানি, আমাকে কী করতে হবে এবং আমার কাজ কী। যারা আমাদের সাহায্য করেছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি দেশের জনগণকে তাদের ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।"

আরও পড়ুন: রাহুলের সাংসদ পদ ফিরলে ইন্ডিয়া জোটের লড়াই আরও শক্তিশালী হবে, টুইট মমতার

এদিন সুপ্রিম কোর্টের রায় সামনে আসার পরই দিল্লিতে এআইসিসি দফতরে বৈঠকে বসেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ৷ ছিলেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কে সি বেণুগোপাল, প্রিয়াঙ্কা গান্ধি, জয়রাম রমেশরা ৷ এদিন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "এই রায় গণতন্ত্র এবং সংবিধানের জয়। আমরা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানাই ৷ স্পষ্ট হল আমরা এখনও ন্যায়বিচার পেতে পারি ৷"

Last Updated : Aug 4, 2023, 5:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.