নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: আবারও বিদেশ সফরে গেলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ সূত্রের খবর, মঙ্গলবার ইউরোপ সফর যান তিনি ৷ দেশে জি-20 শীর্ষ সম্মেলনের প্রস্তুতি তুঙ্গে ৷ সেজে উঠেছে রাজধানী ৷ 9-10 সেপ্টেম্বর রাজধানীতে হবে জি-20 শীর্ষ সম্মেলন ৷ আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন থেকে শুরু করে বেশ কয়েকজন রাষ্ট্রনায়ক থাকবেন এই সম্মেলনে। এই আবহে কংগ্রেস সাংসদের ইউরোপ সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ৷
রাহুল গান্ধি দেশে ফিরবেন জি-20 সম্মেলন শেষের পরের দিন অর্থাৎ 11 সেপ্টেম্বর ৷ তিনি এই শীর্ষ সম্মেলনের সময় দেশে থাকছেন না ৷ জানা গিয়েছে, তিনি ইউরোপের ভারতীয়দের সঙ্গে বৈঠক করবেন ৷ 7 সেপ্টেম্বর ইউরোপিয়ান ইউনিয়নের আইনসভার সদস্যদের সঙ্গেও দেখা করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পড়ুয়াদের সঙ্গেও কথা বলবেন ৷ পরে দ্য হেগ-এ বৈঠক করার কথা কংগ্রেস তথা ইন্ডিয়া ব্লকের অন্যতম এই শীর্ষ নেতার ৷ এরপর 8 সেপ্টেম্বর প্যারিসে যাবেন ৷ সেখানে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে দেখা করবেন ৷ ফ্রান্সের রাজধানীতে লেবর ইউনিয়ন অফ ফ্রান্সের একটি বৈঠকেও অংশ নেবেন ৷
10 সেপ্টেম্বর, নরওয়ের অসলো শহরে ভারতীয়দের সঙ্গে বৈঠক করবেন ৷ এর পরদিন ফিরবেন ভারতে ৷ এদিকে ভারতে জি-20 শীর্ষ সম্মেলনে তাবড় রাষ্ট্রনেতারা আসছেন ৷ অন্যদিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণ পত্রে 'প্রেসিডেন্ট অফ ভারত' লেখা ঘিরে বিতর্ক তুঙ্গে ৷ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশের নাম 'ইন্ডিয়া' থেকে বদলে 'ভারত' করার অভিযোগ উঠেছে ৷
আরও পড়ুন: চন্দ্রযানের সফল অবতরণ হলেও 'রাহুলযান'-এর উৎক্ষেপণ-অবতরণ কিছুই হল না, কটাক্ষ রাজনাথের
2024 সালে লোকসভা নির্বাচন ৷ তার আগে ইন্ডিয়া বনাম ভারত প্রসঙ্গে 'ইন্ডিয়া' জোটের সঙ্গে বিজেপির সম্পর্কের বিরোধিতা চরমে পৌঁছেছে বলা যায় ৷ আবার 18 সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার ৷ তবে বিরোধী দলগুলির বক্তব্য, অধিবেশন কেন ডাকা হয়েছে তা স্পষ্ট করে জানানো হয়নি ৷ এ নিয়েও বিতর্ক জারি রয়েছে ৷ এমনই উত্তেজক পরিস্থিতিতে রাহুল গান্ধির বিদেশে মাটিতে ভারতীয়দের সঙ্গে দেখা করা এবং কথা বলা ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ ৷