ETV Bharat / bharat

Bharat Jodo Yatra: ভারত জোড়ো যাত্রার 11তম দিনে কৃষকদের মুখোমুখি রাহুল - রাহুল গান্ধি

রবিবার কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) 11তম দিনে পড়ল ৷ এদিন সকাল 6টা 30 মিনিটে কেরালার (Kerala) হরিপদ (Haripad) থেকে ফের হাঁটা শুরু করেন কংগ্রেসের নেতা ও কর্মীরা ৷ নেতৃত্বে ছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi)-সহ অন্যরা ৷

Rahul Gandhi meets Farmers on the 11th day of Bharat Jodo Yatra
Bharat Jodo Yatra: ভারত জোড়ো যাত্রার 11তম দিনে কৃষকদের মুখোমুখি রাহুল গান্ধি
author img

By

Published : Sep 18, 2022, 1:46 PM IST

Updated : Sep 18, 2022, 2:19 PM IST

তিরুবনন্তপুরম, 18 সেপ্টেম্বর: রাহুল গান্ধির (Rahul Gandhi) নেতৃত্বে রবিবার কেরালার (Kerala) হরিপদ (Haripad) থেকে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) পা মেলালেন দলের স্থানীয় নেতা ও কর্মীরা ৷ এদিন দক্ষিণের এই রাজ্য থেকে কয়েকশো কংগ্রেস সদস্য ভারত জোড়ো যাত্রায় সামিল হন ৷ প্রসঙ্গত, রবিবার কংগ্রেসের এই কর্মসূচি পড়ল 11তম দিনে ৷ এদিন যাত্রা শুরু হয় সকাল 6টা 30 মিনিটে ৷ নেতৃত্বে রাহুল গান্ধি ছাড়াও ছিলেন দলের প্রবীণ নেতা রমেশ চেন্নিথালা, কে মুরলীধরন, কোডিকুন্নিল সুরেশ, কেসি বেণুগোপাল-সহ অন্যরা ৷

এদিনের এই কর্মসূচি চলাকালীন ফের একবার নিরাপত্তা বলয় ভেঙে আমজনতার কাছে পৌঁছে যেতে দেখা যায় রাহুল গান্ধিকে ৷ তাঁর এই আচরণ নতুন কিছু নয় ৷ অনেক সময়েই অনুরাগীদের কাছে পৌঁছে যেতে সুরক্ষার ঘেরাটোপ টপকে যান কংগ্রেসের প্রাক্তন সভাপতি ! যাত্রা শুরু হওয়ার প্রায় একঘণ্টা পর রাহুল বিরতি নেন ৷ রাস্তায় ধারেই একটি ছাপোষা হোটেল থেকে চা কিনে খান ৷ কংগ্রেস সূত্রে খবর, ওট্টাপ্পানা পৌঁছনোর পরই সকালের যাত্রা শেষ হবে ৷ এই কর্মসূচিতে যোগদানকারী কংগ্রেস সদস্যরা কারুভাট্টার কাছে বিশ্রামের জন্য থামবেন ৷

আরও পড়ুন: রাহুলের পর এবার ভারত জোড়ো যাত্রায় এবার অংশ নেবেন প্রিয়াঙ্কা !

এরপর বিকেল 5টা থেকে ফের শুরু হবে হাঁটা ৷ যাত্রা পুনরায় শুরু হবে পুরাক্কাদ থেকে ৷ কারুভাট্টা থেকে যার দূরত্ব প্রায় সাড়ে ছয় কিলোমিটার ৷ মাঝের অংশটুকু পেরোনো হবে গাড়িতে ৷ বিকেলের এই যাত্রা পর্ব চলবে সন্ধে 7টা পর্যন্ত ৷ ওই সময়ের মধ্যেই এদিন বান্দানাম পৌঁছে যাবেন কংগ্রেসের নেতা ও কর্মীরা ৷ বিকেলের এই সময়টুকুর মধ্যে তাঁদের পেরোতে হবে প্রায় সাড়ে সাত কিলোমিটার পথ ৷

কংগ্রেসের এই ভারত জোড়ো যাত্রা পুন্নাপ্রার কারমেল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির কাছে সাময়িক থামবে ৷ কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই প্রসঙ্গে একটি টুইট করেছেন ৷ তিনি জানিয়েছেন, ভারত জোড়ো যাত্রার মধ্যেই কুট্টানাড়ের কৃষকদের সঙ্গে সামনাসামনি কথা বলবেন রাহুল গান্ধি ৷ এই সাক্ষাৎ সারা হবে সকালের যাত্রাপথের বিরতির সময় ৷ জয়রামের কথায়, "ভারত জোড়ো যাত্রার 11তম দিন শুরু হয়েছে সকাল 6টা 30 মিনিটে ৷ ভারত এবং প্রদেশ যাত্রীরা 13 কিলোমিটার হাঁটবেন এবং সকালের বিরতির জন্য তাঁরা ওট্টাপ্পানার শ্রী কুরুট্টু ভগবতী মন্দিরে থামবেন ৷ তারপরই কুট্টুনাড় এবং প্রতিবেশী জেলার কৃষকদের সঙ্গে সাক্ষাৎ হবে ৷"

তিরুবনন্তপুরম, 18 সেপ্টেম্বর: রাহুল গান্ধির (Rahul Gandhi) নেতৃত্বে রবিবার কেরালার (Kerala) হরিপদ (Haripad) থেকে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) পা মেলালেন দলের স্থানীয় নেতা ও কর্মীরা ৷ এদিন দক্ষিণের এই রাজ্য থেকে কয়েকশো কংগ্রেস সদস্য ভারত জোড়ো যাত্রায় সামিল হন ৷ প্রসঙ্গত, রবিবার কংগ্রেসের এই কর্মসূচি পড়ল 11তম দিনে ৷ এদিন যাত্রা শুরু হয় সকাল 6টা 30 মিনিটে ৷ নেতৃত্বে রাহুল গান্ধি ছাড়াও ছিলেন দলের প্রবীণ নেতা রমেশ চেন্নিথালা, কে মুরলীধরন, কোডিকুন্নিল সুরেশ, কেসি বেণুগোপাল-সহ অন্যরা ৷

এদিনের এই কর্মসূচি চলাকালীন ফের একবার নিরাপত্তা বলয় ভেঙে আমজনতার কাছে পৌঁছে যেতে দেখা যায় রাহুল গান্ধিকে ৷ তাঁর এই আচরণ নতুন কিছু নয় ৷ অনেক সময়েই অনুরাগীদের কাছে পৌঁছে যেতে সুরক্ষার ঘেরাটোপ টপকে যান কংগ্রেসের প্রাক্তন সভাপতি ! যাত্রা শুরু হওয়ার প্রায় একঘণ্টা পর রাহুল বিরতি নেন ৷ রাস্তায় ধারেই একটি ছাপোষা হোটেল থেকে চা কিনে খান ৷ কংগ্রেস সূত্রে খবর, ওট্টাপ্পানা পৌঁছনোর পরই সকালের যাত্রা শেষ হবে ৷ এই কর্মসূচিতে যোগদানকারী কংগ্রেস সদস্যরা কারুভাট্টার কাছে বিশ্রামের জন্য থামবেন ৷

আরও পড়ুন: রাহুলের পর এবার ভারত জোড়ো যাত্রায় এবার অংশ নেবেন প্রিয়াঙ্কা !

এরপর বিকেল 5টা থেকে ফের শুরু হবে হাঁটা ৷ যাত্রা পুনরায় শুরু হবে পুরাক্কাদ থেকে ৷ কারুভাট্টা থেকে যার দূরত্ব প্রায় সাড়ে ছয় কিলোমিটার ৷ মাঝের অংশটুকু পেরোনো হবে গাড়িতে ৷ বিকেলের এই যাত্রা পর্ব চলবে সন্ধে 7টা পর্যন্ত ৷ ওই সময়ের মধ্যেই এদিন বান্দানাম পৌঁছে যাবেন কংগ্রেসের নেতা ও কর্মীরা ৷ বিকেলের এই সময়টুকুর মধ্যে তাঁদের পেরোতে হবে প্রায় সাড়ে সাত কিলোমিটার পথ ৷

কংগ্রেসের এই ভারত জোড়ো যাত্রা পুন্নাপ্রার কারমেল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির কাছে সাময়িক থামবে ৷ কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই প্রসঙ্গে একটি টুইট করেছেন ৷ তিনি জানিয়েছেন, ভারত জোড়ো যাত্রার মধ্যেই কুট্টানাড়ের কৃষকদের সঙ্গে সামনাসামনি কথা বলবেন রাহুল গান্ধি ৷ এই সাক্ষাৎ সারা হবে সকালের যাত্রাপথের বিরতির সময় ৷ জয়রামের কথায়, "ভারত জোড়ো যাত্রার 11তম দিন শুরু হয়েছে সকাল 6টা 30 মিনিটে ৷ ভারত এবং প্রদেশ যাত্রীরা 13 কিলোমিটার হাঁটবেন এবং সকালের বিরতির জন্য তাঁরা ওট্টাপ্পানার শ্রী কুরুট্টু ভগবতী মন্দিরে থামবেন ৷ তারপরই কুট্টুনাড় এবং প্রতিবেশী জেলার কৃষকদের সঙ্গে সাক্ষাৎ হবে ৷"

Last Updated : Sep 18, 2022, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.