ETV Bharat / bharat

Bharat Jodo Yatra: কংগ্রেস মানুষের কথা বলে, হরিয়ানায় ‘ভারত জোড়ো যাত্রা’য় দাবি রাহুলের - হরিয়ানা কংগ্রেস

3 মাসের বেশি সময় ধরে চলা কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’র প্রথম অধ্যায় শেষ হতে চলেছে ৷ আজ এই মহামিছিল রাহুল গান্ধির নেতৃত্বে হরিয়ানায় পৌঁছায় (Rahul Gandhi led Bharat Jodo Yatra enters Haryana) ৷ 23 ডিসেম্বর যা শেষ হচ্ছে ৷

Rahul Gandhi  File Image
‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচিতে ভাষণ রাহুল গান্ধির
author img

By

Published : Dec 21, 2022, 10:11 AM IST

Updated : Dec 21, 2022, 3:37 PM IST

নুহ (হরিয়ানা), 21 ডিসেম্বর: রাহুল গান্ধির নেতৃত্বে ‘ভারত জোড়ো যাত্রা’ আজ হরিয়ানাতে প্রবেশ করল (Rahul Gandhi led Bharat Jodo Yatra enters Haryana) ৷ সেখানে প্রথম ভাষণেই বিজেপিকে সুবিধাবাদী দল বলে নিশানা করলেন রাহুল ৷ এদিন রাহুল বলেন, ‘‘এই লড়াই দু’টি চিন্তাধারার ৷ প্রথমটি হাতে গোনা কয়েকজনকে সুবিধা পাইয়ে দেয় ৷ আর দ্বিতীয়টি মানুষের কথা বলে ৷ কৃষক এবং শ্রমিকের কথা বলে ৷’’

এদিন রাহুল গান্ধি নেতৃত্ব হরিয়ানায় ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু হয়েছে ৷ সেখানে হরিয়ানা কংগ্রেসের শীর্ষনেতারাও উপস্থিত রয়েছেন ৷ নুহর মুনডাকা সীমানা দিয়ে হরিয়ানায় প্রবেশ করে কংগ্রেসের এই মহামিছিল ৷ এর আগে রাজস্থানে ‘ভারত জোড়ো যাত্রা’র প্রচার করেন রাহুল গান্ধি ৷ এদিন হরিয়ানায় একটি বিশাল জনসভা করেন রাহুল ৷ সেখানে তিনি বলেন, ‘‘ভারতে দু’টি চিন্তাধারার লড়াই নতুন নয় ৷ আর সেটা হাজার হাজার বছর ধরে চলে আসছে ৷ এখনকার দিনে কংগ্রেস, বিজেপি, সমাজবাদী পার্টির নেতা ও জনগণের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে ৷ নেতারা মনে করছেন সাধারণ মানুষের কথা শোনার কোনও প্রয়োজন নেই ৷ শুধুমাত্র ঘণ্টার পর ঘণ্টা ভাষণ দিয়ে যাও ৷ কিন্তু, আমরা এই সফরে সেই ধারণার বদল ঘটাতে এসেছি ৷’’

এদিন রাহুল গান্ধির সঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত হরিয়ানায় ‘ভারত জোড়ো যাত্রা’র কর্মসূচিতে অংশ নিয়েছেন ৷ সেখানে হরিয়ানার প্রাক্তন মুখ্য়মন্ত্রী ভূপিন্দর সিং হুডাও রয়েছেন ৷ সেই সঙ্গে কংগ্রেসের জাতীয় মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা, দীপেন্দর সিং হুডা, প্রদেশ কংগ্রেস সভাপতি উদয় ভান-সহ অন্যান্য শীর্ষনেতারা হরিয়ানায় কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশ নিয়েছেন ৷ প্রসঙ্গত, প্রথম দফায় কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা' হরিয়ানাতেই 23 ডিসেম্বর, শুক্রবার শেষ হচ্ছে ৷

আরও পড়ুন: রাজস্থানে গরুর গাড়িতে চড়ে রাহুলের ভারত জোড়ো যাত্রা

দ্বিতীয় দফার ‘ভারত জোড়ো যাত্রা’ হরিয়ানা থেকেই শুরু হবে আগামী 6 জানুয়ারি ৷ সেখানে হরিয়ানা থেকে উত্তরপ্রদেশে ঢুকবে রাহুল গান্ধির নেতৃত্বে এই মহামিছিল ৷ প্রথম দফায় ‘ভারত জোড়ো যাত্রা’ কন্যাকুমারী থেকে গত 7 সেপ্টেম্বর শুরু হয়েছিল ৷ 3 মাসের বেশি সময় ধরে চলেছে কংগ্রেসের প্রথম দফার ‘ভারত জোড়ো যাত্রা’ ৷ দ্বিতীয় ধাপে ভারতের বাকি রাজ্যগুলিতে কংগ্রেসের এই কর্মসূচি চলবে ৷ যেখানে সাধারণ মানুষের কাছে গিয়ে তাঁদের সমস্যার কথা শুনবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ৷ যার নেতৃত্বে থাকবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷

নুহ (হরিয়ানা), 21 ডিসেম্বর: রাহুল গান্ধির নেতৃত্বে ‘ভারত জোড়ো যাত্রা’ আজ হরিয়ানাতে প্রবেশ করল (Rahul Gandhi led Bharat Jodo Yatra enters Haryana) ৷ সেখানে প্রথম ভাষণেই বিজেপিকে সুবিধাবাদী দল বলে নিশানা করলেন রাহুল ৷ এদিন রাহুল বলেন, ‘‘এই লড়াই দু’টি চিন্তাধারার ৷ প্রথমটি হাতে গোনা কয়েকজনকে সুবিধা পাইয়ে দেয় ৷ আর দ্বিতীয়টি মানুষের কথা বলে ৷ কৃষক এবং শ্রমিকের কথা বলে ৷’’

এদিন রাহুল গান্ধি নেতৃত্ব হরিয়ানায় ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু হয়েছে ৷ সেখানে হরিয়ানা কংগ্রেসের শীর্ষনেতারাও উপস্থিত রয়েছেন ৷ নুহর মুনডাকা সীমানা দিয়ে হরিয়ানায় প্রবেশ করে কংগ্রেসের এই মহামিছিল ৷ এর আগে রাজস্থানে ‘ভারত জোড়ো যাত্রা’র প্রচার করেন রাহুল গান্ধি ৷ এদিন হরিয়ানায় একটি বিশাল জনসভা করেন রাহুল ৷ সেখানে তিনি বলেন, ‘‘ভারতে দু’টি চিন্তাধারার লড়াই নতুন নয় ৷ আর সেটা হাজার হাজার বছর ধরে চলে আসছে ৷ এখনকার দিনে কংগ্রেস, বিজেপি, সমাজবাদী পার্টির নেতা ও জনগণের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে ৷ নেতারা মনে করছেন সাধারণ মানুষের কথা শোনার কোনও প্রয়োজন নেই ৷ শুধুমাত্র ঘণ্টার পর ঘণ্টা ভাষণ দিয়ে যাও ৷ কিন্তু, আমরা এই সফরে সেই ধারণার বদল ঘটাতে এসেছি ৷’’

এদিন রাহুল গান্ধির সঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত হরিয়ানায় ‘ভারত জোড়ো যাত্রা’র কর্মসূচিতে অংশ নিয়েছেন ৷ সেখানে হরিয়ানার প্রাক্তন মুখ্য়মন্ত্রী ভূপিন্দর সিং হুডাও রয়েছেন ৷ সেই সঙ্গে কংগ্রেসের জাতীয় মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা, দীপেন্দর সিং হুডা, প্রদেশ কংগ্রেস সভাপতি উদয় ভান-সহ অন্যান্য শীর্ষনেতারা হরিয়ানায় কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশ নিয়েছেন ৷ প্রসঙ্গত, প্রথম দফায় কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা' হরিয়ানাতেই 23 ডিসেম্বর, শুক্রবার শেষ হচ্ছে ৷

আরও পড়ুন: রাজস্থানে গরুর গাড়িতে চড়ে রাহুলের ভারত জোড়ো যাত্রা

দ্বিতীয় দফার ‘ভারত জোড়ো যাত্রা’ হরিয়ানা থেকেই শুরু হবে আগামী 6 জানুয়ারি ৷ সেখানে হরিয়ানা থেকে উত্তরপ্রদেশে ঢুকবে রাহুল গান্ধির নেতৃত্বে এই মহামিছিল ৷ প্রথম দফায় ‘ভারত জোড়ো যাত্রা’ কন্যাকুমারী থেকে গত 7 সেপ্টেম্বর শুরু হয়েছিল ৷ 3 মাসের বেশি সময় ধরে চলেছে কংগ্রেসের প্রথম দফার ‘ভারত জোড়ো যাত্রা’ ৷ দ্বিতীয় ধাপে ভারতের বাকি রাজ্যগুলিতে কংগ্রেসের এই কর্মসূচি চলবে ৷ যেখানে সাধারণ মানুষের কাছে গিয়ে তাঁদের সমস্যার কথা শুনবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ৷ যার নেতৃত্বে থাকবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷

Last Updated : Dec 21, 2022, 3:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.