ETV Bharat / bharat

Rahul Gandhi with Mechanics: ট্রাকচালকদের পর বাইক মেকানিক, বিজেপির বিরুদ্ধে জনসংযোগই অস্ত্র রাহুলের - Rahul Gandhi News Update

2024 সালে লোকসভা নির্বাচনের প্রস্তুতির সূচনা হয়েছিল ভারত জোড়ো যাত্রা দিয়ে ৷ এই যাত্রা এখনও থামেনি ৷ সমাজের একেবারে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা করে তাদের কথা শুনছেন রাহুল গান্ধি ৷ মে মাসে ট্রাকচালকদের পর এবার দিল্লির করোল বাগে বাইক সারালেন প্রাক্তন কংগ্রেস সাংসদ ৷

ETV Bharat
রাহুল গান্ধি
author img

By

Published : Jun 28, 2023, 2:02 PM IST

নয়াদিল্লি, 28 জুন: মন দিয়ে বাইক সারাচ্ছেন রাহুল গান্ধি ৷ তেমনই কয়েকটি ছবি টুইট করেছে কংগ্রেস ৷ নয়াদিল্লির করোল বাগে একটি বাইক সারানোর দোকানে অন্য সব মেকানিকদের সঙ্গে তিনিও হাত লাগিয়েছেন ৷ গ্রিজ মাখা হাতে বাইকের একটি যন্ত্র ধরে আছেন প্রাক্তন সাংসদ ৷

এর আগে দেশের ট্রাকচালকদের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল ৷ তিনি চালকদের সঙ্গে রাতভর ট্রাকের মধ্যেই কাটিয়েছেন ৷ ট্রাকে সওয়ারি হয়ে তাঁদের জীবনের গল্প শুনেছেন ৷ এবার প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি বাইকের মেকানিকদের কাছ থেকে বাইক সারানোর শিক্ষা নিলেন ৷ কীভাবে খারাপ বাইককে ফের চালু করা যায় ৷ তিনি দোকানে পা রাখতেই স্বাভাবিক ভাবে এলাকাবাসী, ব্যবসায়ীরা ভিড় জমায় ৷

আরও পড়ুন: ট্রাকচালকদের 'মন কি বাত', মাঝরাতে ট্রাকে সফর রাহুলের

বাইক মেকানিকদের সঙ্গে কথা বলেন রাহুল ৷ তাঁদের সঙ্গে কাটানো মুহূর্তের ছবিগুলি সামাজিক মাধ্যমে পোস্ট করেন কংগ্রেস নেতা ৷ বাইক মেকানিকদের ভূমিকা নিয়ে তিনি হিন্দিতে একটি কবিতা লিখেছেন ৷ বাংলায় তার তরজমা করলে দাঁড়ায় 'এই হাতই হিন্দুস্তান তৈরি করেছে, এই কাপড়েই কালি লেগেছে, আমাদের গর্ব আর গৌরব, এই হাত দিয়েই সাহসের সঙ্গে কাজ করেন একজন জননায়ক' ৷ এর শেষে লেখা ভারত জোড়ো যাত্রা চলছে ৷

  • यही हाथ हिंदुस्तान बनाते हैं

    इन कपड़ों पर लगी कालिख

    हमारी ख़ुद्दारी और शान है

    ऐसे हाथों को हौसला देने का काम

    एक जननायक ही करता है

    📍 दिल्ली के करोल बाग में बाइक मैकेनिक्स के साथ श्री @RahulGandhi

    ‘भारत जोड़ो यात्रा’ जारी है... pic.twitter.com/0CeoHKxOan

    — Congress (@INCIndia) June 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে সেখানকার ট্রাকচালকদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধি ৷ তাঁদের সুবিধে-অসুবিধের কথা শোনেন ৷ দেশে ফিরে 23 জুন পটনায় বিরোধী দলগুলির বৈঠকে যোগ দেন কংগ্রেস নেতা ৷ তৃণমূল কংগ্রেস-সহ 17টি দল এই বৈঠকে যোগ দিয়েছিল ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গিয়েছিলেন ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করাই একমাত্র উদ্দেশ্য সব দলগুলির ৷

আরও পড়ুন: 'এখনও সময় যায়নি, এবার কথা শুনুন, বিয়েটা করে নিন'; রাহুলকে পরামর্শ লালুর

বিজেপির বিরুদ্ধে মানুষের সঙ্গে সরাসরি সংযোগকেই হাতিয়ার করেছে কংগ্রেস ৷ সেই লক্ষ্যে গত 7 সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু হয় ৷ কংগ্রেসের মহামিছিলে নেতৃত্ব দেন রাহুল গান্ধি ৷ জম্মু ও কাশ্মীরে পৌঁছে 30 জানুয়ারি এই যাত্রা শেষ হয় ৷ আমেরিকা সফরে একটি সাক্ষাৎকারে এই যাত্রা নিয়ে তিনি খোলাখুলি তাঁর অভিজ্ঞতা ভাগ করে নেন ৷ আগেই ইঙ্গিত দিয়েছিলেন এই যাত্রা শেষ হয়নি ৷ সেই ছবিই তুলে ধরলেন দিল্লির করোল বাগে বাইক সারানোর দোকানে গিয়ে ৷

নয়াদিল্লি, 28 জুন: মন দিয়ে বাইক সারাচ্ছেন রাহুল গান্ধি ৷ তেমনই কয়েকটি ছবি টুইট করেছে কংগ্রেস ৷ নয়াদিল্লির করোল বাগে একটি বাইক সারানোর দোকানে অন্য সব মেকানিকদের সঙ্গে তিনিও হাত লাগিয়েছেন ৷ গ্রিজ মাখা হাতে বাইকের একটি যন্ত্র ধরে আছেন প্রাক্তন সাংসদ ৷

এর আগে দেশের ট্রাকচালকদের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল ৷ তিনি চালকদের সঙ্গে রাতভর ট্রাকের মধ্যেই কাটিয়েছেন ৷ ট্রাকে সওয়ারি হয়ে তাঁদের জীবনের গল্প শুনেছেন ৷ এবার প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি বাইকের মেকানিকদের কাছ থেকে বাইক সারানোর শিক্ষা নিলেন ৷ কীভাবে খারাপ বাইককে ফের চালু করা যায় ৷ তিনি দোকানে পা রাখতেই স্বাভাবিক ভাবে এলাকাবাসী, ব্যবসায়ীরা ভিড় জমায় ৷

আরও পড়ুন: ট্রাকচালকদের 'মন কি বাত', মাঝরাতে ট্রাকে সফর রাহুলের

বাইক মেকানিকদের সঙ্গে কথা বলেন রাহুল ৷ তাঁদের সঙ্গে কাটানো মুহূর্তের ছবিগুলি সামাজিক মাধ্যমে পোস্ট করেন কংগ্রেস নেতা ৷ বাইক মেকানিকদের ভূমিকা নিয়ে তিনি হিন্দিতে একটি কবিতা লিখেছেন ৷ বাংলায় তার তরজমা করলে দাঁড়ায় 'এই হাতই হিন্দুস্তান তৈরি করেছে, এই কাপড়েই কালি লেগেছে, আমাদের গর্ব আর গৌরব, এই হাত দিয়েই সাহসের সঙ্গে কাজ করেন একজন জননায়ক' ৷ এর শেষে লেখা ভারত জোড়ো যাত্রা চলছে ৷

  • यही हाथ हिंदुस्तान बनाते हैं

    इन कपड़ों पर लगी कालिख

    हमारी ख़ुद्दारी और शान है

    ऐसे हाथों को हौसला देने का काम

    एक जननायक ही करता है

    📍 दिल्ली के करोल बाग में बाइक मैकेनिक्स के साथ श्री @RahulGandhi

    ‘भारत जोड़ो यात्रा’ जारी है... pic.twitter.com/0CeoHKxOan

    — Congress (@INCIndia) June 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে সেখানকার ট্রাকচালকদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধি ৷ তাঁদের সুবিধে-অসুবিধের কথা শোনেন ৷ দেশে ফিরে 23 জুন পটনায় বিরোধী দলগুলির বৈঠকে যোগ দেন কংগ্রেস নেতা ৷ তৃণমূল কংগ্রেস-সহ 17টি দল এই বৈঠকে যোগ দিয়েছিল ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গিয়েছিলেন ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করাই একমাত্র উদ্দেশ্য সব দলগুলির ৷

আরও পড়ুন: 'এখনও সময় যায়নি, এবার কথা শুনুন, বিয়েটা করে নিন'; রাহুলকে পরামর্শ লালুর

বিজেপির বিরুদ্ধে মানুষের সঙ্গে সরাসরি সংযোগকেই হাতিয়ার করেছে কংগ্রেস ৷ সেই লক্ষ্যে গত 7 সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু হয় ৷ কংগ্রেসের মহামিছিলে নেতৃত্ব দেন রাহুল গান্ধি ৷ জম্মু ও কাশ্মীরে পৌঁছে 30 জানুয়ারি এই যাত্রা শেষ হয় ৷ আমেরিকা সফরে একটি সাক্ষাৎকারে এই যাত্রা নিয়ে তিনি খোলাখুলি তাঁর অভিজ্ঞতা ভাগ করে নেন ৷ আগেই ইঙ্গিত দিয়েছিলেন এই যাত্রা শেষ হয়নি ৷ সেই ছবিই তুলে ধরলেন দিল্লির করোল বাগে বাইক সারানোর দোকানে গিয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.