ETV Bharat / bharat

Rahul-Priyanka Snowball Fight: বরফের গোলা নিয়ে শ্রীনগরে রাহুল-প্রিয়াঙ্কার খুনসুটি - প্রিয়াঙ্কা গান্ধি বঢরা

প্রবল তুষারপাতের মধ্যে সোমবার শ্রীনগরে শেষ হল ভারত জোড়ো যাত্রা ৷ কংগ্রেসের এই কর্মসূচির ফাঁকে রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধিকে বরফ নিয়ে খেলতে দেখা গেল (Rahul-Priyanka enjoys snowball fight) ৷

Rahul-Priyanka Snowball Fight
Rahul-Priyanka Snowball Fight
author img

By

Published : Jan 30, 2023, 7:25 PM IST

শ্রীনগর (জম্মু ও কাশ্মীর), 30 জানুয়ারি: সোমবার জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) শ্রীনগরে শেষ হল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) ৷ এই কর্মসূচির শেষদিনে একেবারে ফুরফুরে মেজাজে ধরা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ও তাঁর বোন তথা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ এদিন সকাল থেকে কাশ্মীরে ব্যাপক তুষারপাত হয়েছে ৷ তাঁর মধ্যে রাহুল শেষ করেন ভারত জোড়ো যাত্রা ৷ তার ফাঁকে বরফ নিয়ে খেলতে দেখা গেল গান্ধি পরিবারের এই দুই সদস্যকে ৷

ভারত জোড়ো যাত্রা: 2022 সালের 7 সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেন রাহুল গান্ধি ৷ ডিসেম্বরের শেষদিকে যাত্রার প্রথম পর্যায় শেষ হয় ৷ নতুন বছরের শুরুতে দ্বিতীয় দফায় এই কর্মসূচি আবার শুরু করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ সোমবার শ্রীনগরে সেই যাত্রা শেষ হল ৷ দেশের সব রাজ্য না ঘুরলেও একাধিক রাজ্য ঘুরেছেন রাহুল গান্ধি ৷ হেঁটেছেন প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার ৷

ভারত জোড়ো যাত্রায় প্রিয়াঙ্কা: এই যাত্রাপথে পুরোটাই হেঁটেছেন রাহুল ৷ তবে কংগ্রেসের (Congress) বিভিন্ন নেতা বিভিন্ন পর্যায়ে রাহুলকে সঙ্গ দিয়েছেন ৷ সেই তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কাও ৷ তিনিও একাধিকবার দাদার সঙ্গে এই কর্মসূচিতে পা মিলিয়েছেন ৷ গত শনিবারও তিনি এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন ৷ তার পর আজ আবার হাজির হন ৷

বরফ নিয়ে রাহুল-প্রিয়াঙ্কার খুনসুটি: তিনি যখন দলের অন্য নেতাদের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত সেই সময় দেখা যায় রাহুলকে হাতে দু’টো বরফের চাঁই নিয়ে চুপিচুপি তাঁর দিকে এগিয়ে যেতে ৷ তার পর তিনি বোনের মাথায় সেই বরফ দিয়ে দেন ৷ প্রিয়াঙ্কাও ছাড়বার পাত্রী নন ৷ তিনি তাড়া করেন দাদাকে ৷ তার পর বরফ নিয়ে রাহুলের মাথায়, ঘাড়ে দিয়ে দেন ৷ দাদা-বোনের এই খুনসুটি দেখে তখন কংগ্রেসের অন্য নেতা-কর্মীরা রীতিমতো হো হো করে আসছেন ৷

আরও পড়ুন: ভূগোলের ক্লাস থেকে ডেকে ঠাকুরমার মৃত্যু সংবাদ দেন প্রিন্সিপাল, শ্রীনগরে অকপট রাহুল

শ্রীনগর (জম্মু ও কাশ্মীর), 30 জানুয়ারি: সোমবার জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) শ্রীনগরে শেষ হল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) ৷ এই কর্মসূচির শেষদিনে একেবারে ফুরফুরে মেজাজে ধরা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ও তাঁর বোন তথা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ এদিন সকাল থেকে কাশ্মীরে ব্যাপক তুষারপাত হয়েছে ৷ তাঁর মধ্যে রাহুল শেষ করেন ভারত জোড়ো যাত্রা ৷ তার ফাঁকে বরফ নিয়ে খেলতে দেখা গেল গান্ধি পরিবারের এই দুই সদস্যকে ৷

ভারত জোড়ো যাত্রা: 2022 সালের 7 সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেন রাহুল গান্ধি ৷ ডিসেম্বরের শেষদিকে যাত্রার প্রথম পর্যায় শেষ হয় ৷ নতুন বছরের শুরুতে দ্বিতীয় দফায় এই কর্মসূচি আবার শুরু করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ সোমবার শ্রীনগরে সেই যাত্রা শেষ হল ৷ দেশের সব রাজ্য না ঘুরলেও একাধিক রাজ্য ঘুরেছেন রাহুল গান্ধি ৷ হেঁটেছেন প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার ৷

ভারত জোড়ো যাত্রায় প্রিয়াঙ্কা: এই যাত্রাপথে পুরোটাই হেঁটেছেন রাহুল ৷ তবে কংগ্রেসের (Congress) বিভিন্ন নেতা বিভিন্ন পর্যায়ে রাহুলকে সঙ্গ দিয়েছেন ৷ সেই তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কাও ৷ তিনিও একাধিকবার দাদার সঙ্গে এই কর্মসূচিতে পা মিলিয়েছেন ৷ গত শনিবারও তিনি এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন ৷ তার পর আজ আবার হাজির হন ৷

বরফ নিয়ে রাহুল-প্রিয়াঙ্কার খুনসুটি: তিনি যখন দলের অন্য নেতাদের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত সেই সময় দেখা যায় রাহুলকে হাতে দু’টো বরফের চাঁই নিয়ে চুপিচুপি তাঁর দিকে এগিয়ে যেতে ৷ তার পর তিনি বোনের মাথায় সেই বরফ দিয়ে দেন ৷ প্রিয়াঙ্কাও ছাড়বার পাত্রী নন ৷ তিনি তাড়া করেন দাদাকে ৷ তার পর বরফ নিয়ে রাহুলের মাথায়, ঘাড়ে দিয়ে দেন ৷ দাদা-বোনের এই খুনসুটি দেখে তখন কংগ্রেসের অন্য নেতা-কর্মীরা রীতিমতো হো হো করে আসছেন ৷

আরও পড়ুন: ভূগোলের ক্লাস থেকে ডেকে ঠাকুরমার মৃত্যু সংবাদ দেন প্রিন্সিপাল, শ্রীনগরে অকপট রাহুল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.