ETV Bharat / bharat

Rahul Attacks Centre : 'বর্তমান দামে কংগ্রেস জমানায় 2টি সিলিন্ডার মিলত', কেন্দ্রকে তোপ রাহুলের

শনিবারই 50 টাকা করে দাম বেড়েছে রান্নার গ্যাসের (LPG Cylinder price hike) ৷ এর ফলে কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে 1 হাজার 26 টাকা ৷

rahul gandhi speaks on lpg price hike
মোদি সরকারকে কটাক্ষ রাহুলের
author img

By

Published : May 8, 2022, 4:52 PM IST

নয়াদিল্লি, 8 মে : রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কড়া সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi criticises Narendra Modi govt on LPG price hike issue) ৷ কংগ্রেস জমানায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দামের সঙ্গে বর্তমানে গ্যাসের দামের তুলনা টেনেছেন রাহুল ৷

রবিবার টুইটারে তিনি লেখেন, "2014 সালে কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় থাকার সময়ে এলপিজি সিলিন্ডারের দাম ছিল 410 টাকা, ভর্তুকি মিলত 827 টাকা ৷ 2022 সালে বিজেপি জমানায় এলপিজি সিলিন্ডারের দাম 999 টাকা, অথচ ভর্তুকি মিলছে শূন্য ৷ অর্থাৎ এখনকার একটি সিলিন্ডারের দামে তখন দুটি সিলিন্ডার মিলত ৷" এক্ষেত্রে দিল্লিতে রান্নার গ্যাসের দামই উল্লেখ করেছেন রাহুল গান্ধি ৷ কারণ কলকাতায় ঘরোয়া কাজে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম 1 হাজার 26 টাকা ছুঁয়েছে ৷

আরও পড়ুন : বিধানসভার দেওয়ালে খালিস্তানি পতাকা, তদন্তের নির্দেশ হিমাচলের মুখ্যমন্ত্রীর

এই প্রসঙ্গে নিজের দলের প্রশংসা করেছেন রাহুল গান্ধি ৷ উল্লেখ করেছেন কংগ্রেসের দায়বদ্ধতার কথা ৷ টুইটে রাহুল লিখেছেন, "শুধুমাত্র কংগ্রেসই দেশের গরীব ও মধ্যবিত্ত পরিবারের কথা ভাবে ৷ এটাই আমাদের আর্থিক নীতির মূলে রয়েছে ৷" শনিবার 50 টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম ৷ রাহুল বলেছেন, এই চরম মূল্যবৃদ্ধি ও সরকারের অদক্ষতার ফলে দেশের লাখ লাখ পরিবারকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে ৷

নয়াদিল্লি, 8 মে : রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কড়া সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi criticises Narendra Modi govt on LPG price hike issue) ৷ কংগ্রেস জমানায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দামের সঙ্গে বর্তমানে গ্যাসের দামের তুলনা টেনেছেন রাহুল ৷

রবিবার টুইটারে তিনি লেখেন, "2014 সালে কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় থাকার সময়ে এলপিজি সিলিন্ডারের দাম ছিল 410 টাকা, ভর্তুকি মিলত 827 টাকা ৷ 2022 সালে বিজেপি জমানায় এলপিজি সিলিন্ডারের দাম 999 টাকা, অথচ ভর্তুকি মিলছে শূন্য ৷ অর্থাৎ এখনকার একটি সিলিন্ডারের দামে তখন দুটি সিলিন্ডার মিলত ৷" এক্ষেত্রে দিল্লিতে রান্নার গ্যাসের দামই উল্লেখ করেছেন রাহুল গান্ধি ৷ কারণ কলকাতায় ঘরোয়া কাজে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম 1 হাজার 26 টাকা ছুঁয়েছে ৷

আরও পড়ুন : বিধানসভার দেওয়ালে খালিস্তানি পতাকা, তদন্তের নির্দেশ হিমাচলের মুখ্যমন্ত্রীর

এই প্রসঙ্গে নিজের দলের প্রশংসা করেছেন রাহুল গান্ধি ৷ উল্লেখ করেছেন কংগ্রেসের দায়বদ্ধতার কথা ৷ টুইটে রাহুল লিখেছেন, "শুধুমাত্র কংগ্রেসই দেশের গরীব ও মধ্যবিত্ত পরিবারের কথা ভাবে ৷ এটাই আমাদের আর্থিক নীতির মূলে রয়েছে ৷" শনিবার 50 টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম ৷ রাহুল বলেছেন, এই চরম মূল্যবৃদ্ধি ও সরকারের অদক্ষতার ফলে দেশের লাখ লাখ পরিবারকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.