ETV Bharat / bharat

Rahul Gandhi: নিম্ন আদালতে রায় বহাল থাকলে সরকারি বাংলোও হারাবেন রাহুল

author img

By

Published : Mar 24, 2023, 8:09 PM IST

রাহুল গান্ধিকে (Rahul Gandhi) তাঁর সরকারি বাসভবন হারাতে হতে পারে ! কেন একথা বলছেন বিশেষজ্ঞরা ?

Rahul Gandhi can lose his official bungalow due to Surat Court Verdict against him
প্রতীকী ছবি

নয়াদিল্লি, 24 মার্চ: দু'বছরের কারাবাসের জেরে রাহুল গান্ধি (Rahul Gandhi) যে আগামী আটবছর নির্বাচনে লড়াইয়ের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন, তা নিয়ে ইতিমধ্যেই বিস্তর আলোচনা হয়েছে ৷ যদিও ওয়াকিবহাল মহল বলছে, এখানেই শেষ নয় ৷ এই ঘটনার পটপরিবর্তন না-হলে আরও অনেক কিছুই হারাতে হতে পারে সদ্য প্রাক্তন কংগ্রেস সাংসদকে ৷ সেই তালিকায় রয়েছে তাঁর সরকারি বাসভবনও ৷

2019 সালের একটি মামলায় বৃহস্পতিবারই দোষী সাব্যস্ত হন রাহুল গান্ধি ৷ সুরাতের আদালত তাঁকে দু'বছরের কারাবাসের সাজা দেয় ৷ সেই রায়ের 24 ঘণ্টা কাটতে না-কাটতেই শুক্রবার লোকসভার সচিবালয়ের তরফে থেকে একটি নির্দেশিকা জারি করা হয় ৷ তাতে জানানো হয়, আদালতের নির্দেশের প্রেক্ষিতে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করা হচ্ছে ৷

আইনজ্ঞরা বলছেন, এখন যদি উচ্চতর কোনও আদালত নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ জারি না-করে, তাহলে আর সাংসদ পদে ফেরা হবে না রাহুল গান্ধির ৷ পাশাপাশি, আগামী আটবছর কোনও নির্বাচনে প্রার্থীও হতে পারবেন না তিনি ৷ এর মধ্যে প্রথম দু'বছর তাঁকে জেলে কাটাতে হবে ৷ যেদিন তিনি কারাবাস থেকে মুক্ত হবেন, সেদিন থেকে পরবর্তী ছ'বছর তিনি নির্বাচনী লড়াই লড়তে পারবেন না ৷ 1951 সালের জনপ্রতিনিধি আইনের 8 (আট) নম্বর ধারা অনুসারে এই শাস্তি রাহুলের উপর কার্যকর থাকবে ৷

এদিকে, এই ঘটনার জেরে কেরালার ওয়েনাড লোকসভা আসনটি ফাঁকা হয়ে গেল ৷ এক্ষেত্রে নির্বাচন কমিশন চাইলে ওই ফাঁকা আসনে উপনির্বাচন করাতে পারে ৷ প্রসঙ্গত, আগামী বছরের জুন মাসেই চলতি লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ৷ অর্থাৎ, তারপরই আবারও দেশের নির্বাচন হবে ৷

এই প্রসঙ্গে এক বিশেষজ্ঞ জানিয়েছেন, তাঁর মনে হয়, নির্বাচন কমিশন তড়িঘড়ি এখনই কোনও পদক্ষেপ করবে না ৷ তারা অন্তত 30 দিন অপেক্ষা করবে ৷ কারণ, এই 30 দিন আদালত রাহুলকে সময় দিয়েছে ৷ এই সময়ের মধ্যে রাহুল চাইলে নিম্ন আদালতের রায় চ্য়ালেঞ্জ করে যেকোনও আইনি পদক্ষেপ করতে পারবেন ৷ সেক্ষেত্রে রাহুল কী করেন, এবং তার ফল কী হয়, তা বুঝেই ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন ৷

আরও পড়ুন: মোদির 'নতুন ভারতে' গণতন্ত্রের নয়া অবনমন, রাহুলের সাংসদ পদ খারিজে বার্তা মমতার

প্রসঙ্গত, দিল্লির তুঘলক লেনে রাহুল গান্ধির একটি সরকারি বাংলো রয়েছে ৷ 2014 সালে উত্তরপ্রদেশের অমেঠী থেকে সাংসদ হওয়ার পরই ওই বাংলো পান তিনি ৷ বর্তমান পরিস্থিতির বদল না-হলে সেই বাংলো ছাড়তে হবে তাঁকে ৷

নয়াদিল্লি, 24 মার্চ: দু'বছরের কারাবাসের জেরে রাহুল গান্ধি (Rahul Gandhi) যে আগামী আটবছর নির্বাচনে লড়াইয়ের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন, তা নিয়ে ইতিমধ্যেই বিস্তর আলোচনা হয়েছে ৷ যদিও ওয়াকিবহাল মহল বলছে, এখানেই শেষ নয় ৷ এই ঘটনার পটপরিবর্তন না-হলে আরও অনেক কিছুই হারাতে হতে পারে সদ্য প্রাক্তন কংগ্রেস সাংসদকে ৷ সেই তালিকায় রয়েছে তাঁর সরকারি বাসভবনও ৷

2019 সালের একটি মামলায় বৃহস্পতিবারই দোষী সাব্যস্ত হন রাহুল গান্ধি ৷ সুরাতের আদালত তাঁকে দু'বছরের কারাবাসের সাজা দেয় ৷ সেই রায়ের 24 ঘণ্টা কাটতে না-কাটতেই শুক্রবার লোকসভার সচিবালয়ের তরফে থেকে একটি নির্দেশিকা জারি করা হয় ৷ তাতে জানানো হয়, আদালতের নির্দেশের প্রেক্ষিতে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করা হচ্ছে ৷

আইনজ্ঞরা বলছেন, এখন যদি উচ্চতর কোনও আদালত নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ জারি না-করে, তাহলে আর সাংসদ পদে ফেরা হবে না রাহুল গান্ধির ৷ পাশাপাশি, আগামী আটবছর কোনও নির্বাচনে প্রার্থীও হতে পারবেন না তিনি ৷ এর মধ্যে প্রথম দু'বছর তাঁকে জেলে কাটাতে হবে ৷ যেদিন তিনি কারাবাস থেকে মুক্ত হবেন, সেদিন থেকে পরবর্তী ছ'বছর তিনি নির্বাচনী লড়াই লড়তে পারবেন না ৷ 1951 সালের জনপ্রতিনিধি আইনের 8 (আট) নম্বর ধারা অনুসারে এই শাস্তি রাহুলের উপর কার্যকর থাকবে ৷

এদিকে, এই ঘটনার জেরে কেরালার ওয়েনাড লোকসভা আসনটি ফাঁকা হয়ে গেল ৷ এক্ষেত্রে নির্বাচন কমিশন চাইলে ওই ফাঁকা আসনে উপনির্বাচন করাতে পারে ৷ প্রসঙ্গত, আগামী বছরের জুন মাসেই চলতি লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ৷ অর্থাৎ, তারপরই আবারও দেশের নির্বাচন হবে ৷

এই প্রসঙ্গে এক বিশেষজ্ঞ জানিয়েছেন, তাঁর মনে হয়, নির্বাচন কমিশন তড়িঘড়ি এখনই কোনও পদক্ষেপ করবে না ৷ তারা অন্তত 30 দিন অপেক্ষা করবে ৷ কারণ, এই 30 দিন আদালত রাহুলকে সময় দিয়েছে ৷ এই সময়ের মধ্যে রাহুল চাইলে নিম্ন আদালতের রায় চ্য়ালেঞ্জ করে যেকোনও আইনি পদক্ষেপ করতে পারবেন ৷ সেক্ষেত্রে রাহুল কী করেন, এবং তার ফল কী হয়, তা বুঝেই ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন ৷

আরও পড়ুন: মোদির 'নতুন ভারতে' গণতন্ত্রের নয়া অবনমন, রাহুলের সাংসদ পদ খারিজে বার্তা মমতার

প্রসঙ্গত, দিল্লির তুঘলক লেনে রাহুল গান্ধির একটি সরকারি বাংলো রয়েছে ৷ 2014 সালে উত্তরপ্রদেশের অমেঠী থেকে সাংসদ হওয়ার পরই ওই বাংলো পান তিনি ৷ বর্তমান পরিস্থিতির বদল না-হলে সেই বাংলো ছাড়তে হবে তাঁকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.