ETV Bharat / bharat

Rahul Slams Journalist: সংবাদমাধ্যমের সমালোচনায় রাহুল, সাংবাদিককে দিলেন বিজেপির প্রতীক লাগানোর পরামর্শ - সাংবাদিককে আক্রমণ রাহুলের

সাংসদ পদ খোয়ানোর পর শনিবার প্রথম সাংবাদিক সম্মেলন করেন রাহুল গান্ধি ৷ সেখানেই তিনি সংবাদমাধ্যমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন (Rahul raised question on media) ৷

Etv Bharat
রাহুল গান্ধি
author img

By

Published : Mar 25, 2023, 8:56 PM IST

নয়াদিল্লি, 25 মার্চ: সংবাদমাধ্যমের একাংশের সমালোচনায় সরব হলেন রাহুল গান্ধি ৷ শুক্রবার তাঁর সাংসদ পদ বাতিল হওয়ার পর শনিবার কংগ্রেস দফতরে একটি সাংবাদিক বৈঠক করেন রাহুল ৷ সাংসদ পদ চলে যাওয়ার পর এদিনই প্রথম কংগ্রেস নেতা হিসেবে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধি ৷ আর পদ খোয়ানোর পর প্রথম সাংবাদিক বৈঠকেই সংবাদমাধ্যমকে একহাত নেন এই কংগ্রেস নেতা ৷ রাহুলের অভিযোগ, সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে আর কিছু নেই, শাসকদল (বিজেপি) তাদের নিয়ন্ত্রণ করছে ৷

ঘটনার সূত্রপাত এদিনের সাংবাদিক বৈঠকের শেষের দিকে ৷ মোদি পদবি নিয়ে যে মন্তব্যের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন ও সাংসদ পদ খুইয়েছেন সেই মন্তব্যকে তুলে ধরে বিজেপি ইতিমধ্যেই কংগ্রেসের বিরুদ্ধে প্রচার শুরু করেছে ৷ তাদের দাবি, রাহুলের ওই মন্তব্যে অপমান করা হয়েছে ওবিসিদের ৷ এই প্রসঙ্গ তুলেই এদিন রাহুলকে প্রশ্ন করেন এক সাংবাদিক ৷

প্রশ্ন শুনেই চটে যান রাহুল ৷ কিছুটা স্বভাব বিরুদ্ধ ভঙ্গিতেই তিনি জানান, একই প্রশ্ন ওই সাংবাদিক তিনদিক থেকে ঘুরে ঘুরে তাঁকে করে যাচ্ছেন ৷ এরপরেই ওই সাংবাদিকের উদ্দেশ্যে রাহুল বলেন, "আপনি আভাবে বিজেপির হয়ে কাজ করছেন কেন, আপনাকে কি নির্দেশ দেওয়া হয়েছে এই প্রশ্ন করতে ? আপনি যদি বিজেপির হয়ে কাজ করতে চান তাহলে বুকে বিজেপির প্রতীক লাগিয়ে ঘুরুন ৷ তারপর আমি আপনার প্রশ্নের উত্তর দেব ৷ সাংবাদিক হওয়ার ভান করবেন না ৷" পরে ওই সাংবাদিককে লক্ষ্য করে 'হাওয়া বেরিয়ে গিয়েছে' মন্তব্য করতেও শোনা যায় কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে (Rahul Gandhi) ৷

  • #WATCH | "Don’t pretend to be a pressman...Kyun hawa nikal gayi?", says Congress leader Rahul Gandhi to a journalist questioning him on his conviction in 'Modi surname' case pic.twitter.com/SdaaUeraoy

    — ANI (@ANI) March 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'আমি সাভারকার নই ! গান্ধি কখনও ক্ষমা চায় না',পালটা আক্রমণে রাহুল

পদ খোয়ানোর পর এদিনই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধি ৷ এদিনও তিনি আদানি ইস্যুতে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন ৷ জানান, পদ চলে গেলেও তিনি নিজের অবস্থানে অনড় আছেন ৷ জেলে যেতে হলে বা মার খেতে হলেও তিনি ভয় পান না, দেশের স্বার্থে তিনি তাঁর কথা বলে যাবেন ৷ ক্ষমা তিনি চাইবেন না বলেও এদিন জানিয়ে দেন তিনি ৷

নয়াদিল্লি, 25 মার্চ: সংবাদমাধ্যমের একাংশের সমালোচনায় সরব হলেন রাহুল গান্ধি ৷ শুক্রবার তাঁর সাংসদ পদ বাতিল হওয়ার পর শনিবার কংগ্রেস দফতরে একটি সাংবাদিক বৈঠক করেন রাহুল ৷ সাংসদ পদ চলে যাওয়ার পর এদিনই প্রথম কংগ্রেস নেতা হিসেবে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধি ৷ আর পদ খোয়ানোর পর প্রথম সাংবাদিক বৈঠকেই সংবাদমাধ্যমকে একহাত নেন এই কংগ্রেস নেতা ৷ রাহুলের অভিযোগ, সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে আর কিছু নেই, শাসকদল (বিজেপি) তাদের নিয়ন্ত্রণ করছে ৷

ঘটনার সূত্রপাত এদিনের সাংবাদিক বৈঠকের শেষের দিকে ৷ মোদি পদবি নিয়ে যে মন্তব্যের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন ও সাংসদ পদ খুইয়েছেন সেই মন্তব্যকে তুলে ধরে বিজেপি ইতিমধ্যেই কংগ্রেসের বিরুদ্ধে প্রচার শুরু করেছে ৷ তাদের দাবি, রাহুলের ওই মন্তব্যে অপমান করা হয়েছে ওবিসিদের ৷ এই প্রসঙ্গ তুলেই এদিন রাহুলকে প্রশ্ন করেন এক সাংবাদিক ৷

প্রশ্ন শুনেই চটে যান রাহুল ৷ কিছুটা স্বভাব বিরুদ্ধ ভঙ্গিতেই তিনি জানান, একই প্রশ্ন ওই সাংবাদিক তিনদিক থেকে ঘুরে ঘুরে তাঁকে করে যাচ্ছেন ৷ এরপরেই ওই সাংবাদিকের উদ্দেশ্যে রাহুল বলেন, "আপনি আভাবে বিজেপির হয়ে কাজ করছেন কেন, আপনাকে কি নির্দেশ দেওয়া হয়েছে এই প্রশ্ন করতে ? আপনি যদি বিজেপির হয়ে কাজ করতে চান তাহলে বুকে বিজেপির প্রতীক লাগিয়ে ঘুরুন ৷ তারপর আমি আপনার প্রশ্নের উত্তর দেব ৷ সাংবাদিক হওয়ার ভান করবেন না ৷" পরে ওই সাংবাদিককে লক্ষ্য করে 'হাওয়া বেরিয়ে গিয়েছে' মন্তব্য করতেও শোনা যায় কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে (Rahul Gandhi) ৷

  • #WATCH | "Don’t pretend to be a pressman...Kyun hawa nikal gayi?", says Congress leader Rahul Gandhi to a journalist questioning him on his conviction in 'Modi surname' case pic.twitter.com/SdaaUeraoy

    — ANI (@ANI) March 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'আমি সাভারকার নই ! গান্ধি কখনও ক্ষমা চায় না',পালটা আক্রমণে রাহুল

পদ খোয়ানোর পর এদিনই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধি ৷ এদিনও তিনি আদানি ইস্যুতে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন ৷ জানান, পদ চলে গেলেও তিনি নিজের অবস্থানে অনড় আছেন ৷ জেলে যেতে হলে বা মার খেতে হলেও তিনি ভয় পান না, দেশের স্বার্থে তিনি তাঁর কথা বলে যাবেন ৷ ক্ষমা তিনি চাইবেন না বলেও এদিন জানিয়ে দেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.