ETV Bharat / bharat

Bharat Jodo Yatra: ভারত জোড়ো যাত্রা পৌঁছল তেলাঙ্গানায়, 3 দিনের বিরতিতে দিল্লির পথে রাহুল - তেলাঙ্গানা

তেলাঙ্গানায় প্রবেশ করল রাহুল গান্ধির (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra)৷ দীপাবলি ও মল্লিকার্জুন খাড়গের কংগ্রেস সভাপতি পদে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য 3 দিন যাত্রায় বিরতি ঘোষণা করা হয়েছে ৷

Rahul Gandhi Bharat Jodo Yatra enters Telangana break for 3 days
ভারত জোড়ো যাত্রা পৌঁছল তেলাঙ্গানায়, 3 দিনের বিরতিতে দিল্লির পথে রাহুল
author img

By

Published : Oct 23, 2022, 3:25 PM IST

হায়দরাবাদ, 23 অক্টোবর: কংগ্রেস নেতা রাহুল গান্ধির (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) রবিবার তেলাঙ্গানায় প্রবেশ করেছে ৷ গত 45 দিনে চারটি রাজ্য ঘুরে যাত্রাটি কর্নাটকের রাইচুর থেকে বেরিয়ে তেলাঙ্গানার নারায়ণপেট জেলার গুড়েবল্লুরে প্রবেশ করে । কৃষ্ণা নদীর সেতু পেরিয়ে গুড়েবল্লুরে যাওয়ার সময় দলের সাংসদকে স্বাগত জানান কংগ্রেস কর্মী ও সমর্থকরা ৷

রাহুল গান্ধি দলের অন্যান্য নেতা ও দলীয় কর্মীদের নিয়ে কয়েক কিলোমিটার হেঁটে যান । এরপর তিনদিনের জন্য যাত্রা বন্ধ (Yatra break for 3 days) রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সামনেই দীপাবলি ৷ এছাড়াও নবনির্বাচিত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে ৷ সেই কারণে ভারত জোড়ো যাত্রাকে তিনদিনের বিরতি দেওয়া হয়েছে (Bharat Jodo Yatra enters Telangana)৷

রাহুল গান্ধি একটি হেলিকপ্টারে করে শামশাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে যান এবং সেখান থেকে তিনি নয়াদিল্লি যাবেন । রাজধানীতেই আলোর উত্সব উদযাপন করবেন তিনি ৷ যোগ দেবেন খাড়গের শপথ গ্রহণ অনুষ্ঠানেও ৷ দলের নেতারা জানিয়েছেন যে, যাত্রাটি 27 অক্টোবর মাকথাল থেকে আবার শুরু হবে ৷

তেলাঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির (টিপিসিসি) সভাপতি এ. রেভান্থ রেড্ডি, তেলাঙ্গানার দলীয় ইনচার্জ মানিকম ঠাকুর, কংগ্রেস পরিষদীয় দলের নেতা মল্লু ভাট্টি বিক্রমকা, অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানার যাত্রা সমন্বয়কারী উত্তম কুমার রেড্ডি এবং বেশ কয়েকজন শীর্ষ নেতা রাহুল গান্ধিকে তেলাঙ্গানায় স্বাগত জানান । উপস্থিত হয়েছিলেন রাজ্যের 33টি জেলার নেতা ৷ সোনিয়া-পুত্রকে পাশে নিয়ে মিছিলে হাঁটার সময় দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷ যাত্রায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধি বলেন যে, ভারতকে একত্রিত করতেই এই যাত্রা ৷ তিনি অভিযোগ করেন, বিজেপি-আরএসএস ঘৃণা ও হিংসা ছড়াচ্ছে । রাহুলের কথায়, "এই যাত্রা ওঁদের মতাদর্শ, সহিংসতা এবং ঘৃণার বিরুদ্ধে ৷" জনগণকে তাঁদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান রাগা ৷ পাশাপাশি সবাইকে দীপাবলির শুভেচ্ছাও জানান তিনি ।

আরও পড়ুন: সামনেই কর্নাটকে নির্বাচন, দলিত সভাপতি খাড়গেকে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার লক্ষ্য কংগ্রেসের

তিনি যাত্রার জন্য তিন দিনের বিরতি ঘোষণা করেন ৷ কংগ্রেস সাংসদ বলেন যে, যাত্রাটি মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের সমস্যাগুলিও তুলে ধরেছে ৷ রাহুলের কথায়, "আজ দুটি ভারত আছে । একটি ধনীর এবং আরেকটি দরিদ্র, কৃষক ও শ্রমিকদের । আমরা এমন একটি ভারত চাই যেখানে সবাই ন্যায়বিচার পাবে ।"

4 নভেম্বর একদিনের বিরতি নিয়ে 7 নভেম্বর পর্যন্ত তেলাঙ্গানায় যাত্রা চলবে বলে জানিয়েছেন উত্তম কুমার রেড্ডি । রাহুল গান্ধি রাজ্যের 19টি বিধানসভা এবং 7টি সংসদীয় কেন্দ্র মিলিয়ে 375 কিলোমিটার হাঁটবেন । তিনি প্রতিদিন 20-25 কিলোমিটার হেঁটে যাবেন । যাত্রা চলাকালীন, রাহুল গান্ধি কোনার সভায় ভাষণ দেবেন এবং বিভিন্ন সম্প্রদায়ের নেতা, ছাত্র, মহিলা এবং খেলাধূলা, ব্যবসা এবং বিনোদনের মতো বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় করবেন । যাত্রা হায়দরাবাদের উপর দিয়ে যাবে । রাহুল 31 অক্টোবর ঐতিহাসিক চারমিনার পরিদর্শন করবেন । তাঁর ঠাকুমা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির প্রতি শ্রদ্ধা জানানোরও কথা রয়েছে তাঁর । আগামী 1 নভেম্বর শহরের নেকলেস রোডে বিশাল জনসভারও আয়োজন করছে কংগ্রেস ৷

হায়দরাবাদ, 23 অক্টোবর: কংগ্রেস নেতা রাহুল গান্ধির (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) রবিবার তেলাঙ্গানায় প্রবেশ করেছে ৷ গত 45 দিনে চারটি রাজ্য ঘুরে যাত্রাটি কর্নাটকের রাইচুর থেকে বেরিয়ে তেলাঙ্গানার নারায়ণপেট জেলার গুড়েবল্লুরে প্রবেশ করে । কৃষ্ণা নদীর সেতু পেরিয়ে গুড়েবল্লুরে যাওয়ার সময় দলের সাংসদকে স্বাগত জানান কংগ্রেস কর্মী ও সমর্থকরা ৷

রাহুল গান্ধি দলের অন্যান্য নেতা ও দলীয় কর্মীদের নিয়ে কয়েক কিলোমিটার হেঁটে যান । এরপর তিনদিনের জন্য যাত্রা বন্ধ (Yatra break for 3 days) রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সামনেই দীপাবলি ৷ এছাড়াও নবনির্বাচিত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে ৷ সেই কারণে ভারত জোড়ো যাত্রাকে তিনদিনের বিরতি দেওয়া হয়েছে (Bharat Jodo Yatra enters Telangana)৷

রাহুল গান্ধি একটি হেলিকপ্টারে করে শামশাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে যান এবং সেখান থেকে তিনি নয়াদিল্লি যাবেন । রাজধানীতেই আলোর উত্সব উদযাপন করবেন তিনি ৷ যোগ দেবেন খাড়গের শপথ গ্রহণ অনুষ্ঠানেও ৷ দলের নেতারা জানিয়েছেন যে, যাত্রাটি 27 অক্টোবর মাকথাল থেকে আবার শুরু হবে ৷

তেলাঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির (টিপিসিসি) সভাপতি এ. রেভান্থ রেড্ডি, তেলাঙ্গানার দলীয় ইনচার্জ মানিকম ঠাকুর, কংগ্রেস পরিষদীয় দলের নেতা মল্লু ভাট্টি বিক্রমকা, অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানার যাত্রা সমন্বয়কারী উত্তম কুমার রেড্ডি এবং বেশ কয়েকজন শীর্ষ নেতা রাহুল গান্ধিকে তেলাঙ্গানায় স্বাগত জানান । উপস্থিত হয়েছিলেন রাজ্যের 33টি জেলার নেতা ৷ সোনিয়া-পুত্রকে পাশে নিয়ে মিছিলে হাঁটার সময় দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷ যাত্রায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধি বলেন যে, ভারতকে একত্রিত করতেই এই যাত্রা ৷ তিনি অভিযোগ করেন, বিজেপি-আরএসএস ঘৃণা ও হিংসা ছড়াচ্ছে । রাহুলের কথায়, "এই যাত্রা ওঁদের মতাদর্শ, সহিংসতা এবং ঘৃণার বিরুদ্ধে ৷" জনগণকে তাঁদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান রাগা ৷ পাশাপাশি সবাইকে দীপাবলির শুভেচ্ছাও জানান তিনি ।

আরও পড়ুন: সামনেই কর্নাটকে নির্বাচন, দলিত সভাপতি খাড়গেকে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার লক্ষ্য কংগ্রেসের

তিনি যাত্রার জন্য তিন দিনের বিরতি ঘোষণা করেন ৷ কংগ্রেস সাংসদ বলেন যে, যাত্রাটি মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের সমস্যাগুলিও তুলে ধরেছে ৷ রাহুলের কথায়, "আজ দুটি ভারত আছে । একটি ধনীর এবং আরেকটি দরিদ্র, কৃষক ও শ্রমিকদের । আমরা এমন একটি ভারত চাই যেখানে সবাই ন্যায়বিচার পাবে ।"

4 নভেম্বর একদিনের বিরতি নিয়ে 7 নভেম্বর পর্যন্ত তেলাঙ্গানায় যাত্রা চলবে বলে জানিয়েছেন উত্তম কুমার রেড্ডি । রাহুল গান্ধি রাজ্যের 19টি বিধানসভা এবং 7টি সংসদীয় কেন্দ্র মিলিয়ে 375 কিলোমিটার হাঁটবেন । তিনি প্রতিদিন 20-25 কিলোমিটার হেঁটে যাবেন । যাত্রা চলাকালীন, রাহুল গান্ধি কোনার সভায় ভাষণ দেবেন এবং বিভিন্ন সম্প্রদায়ের নেতা, ছাত্র, মহিলা এবং খেলাধূলা, ব্যবসা এবং বিনোদনের মতো বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় করবেন । যাত্রা হায়দরাবাদের উপর দিয়ে যাবে । রাহুল 31 অক্টোবর ঐতিহাসিক চারমিনার পরিদর্শন করবেন । তাঁর ঠাকুমা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির প্রতি শ্রদ্ধা জানানোরও কথা রয়েছে তাঁর । আগামী 1 নভেম্বর শহরের নেকলেস রোডে বিশাল জনসভারও আয়োজন করছে কংগ্রেস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.