ETV Bharat / bharat

Bharat Jodo Yatra: রাজধানীতে ভারত জোড়ো যাত্রায় রাহুলের সঙ্গে যোগ দিলেন সোনিয়া-প্রিয়াঙ্কা - বিজেপি

গত 7 সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হওয়া ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) দেশের 9টি রাজ্য পেরিয়ে 108 তম দিনে দেশের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছাল ৷ শুরু থেকেই যাত্রার নেতৃত্বে দিচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ এদিন রাহুলের সঙ্গে যোগ দেন সোনিয়া ও প্রিয়াঙ্কা ৷

Rahul Gandhi Sonia Gandhi
রাহুল-সোনিয়া
author img

By

Published : Dec 24, 2022, 2:08 PM IST

নয়াদিল্লি, 24 ডিসেম্বর: ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শনিবার দেশের রাজধানী নয়াদিল্লিতে এসে পৌঁছাল । কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) নেতৃত্বে চলা এই যাত্রায় এদিন যোগ দেন সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ৷ ছিলেন প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi) ও তাঁর স্বামী রবার্ট বঢরাও ৷

এদিন রাহুল গান্ধি নাগরিকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যে সবাই যেন সারা দেশে ভালবাসা ছড়িয়ে দেন ৷ বিজেপির (BJP) বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ করেছিলেন ৷ তারই পালটা তিনি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান ৷ তাঁর কথায়, বিজেপির নীতি হল ভয় ছড়ানো এবং এটিকে ঘৃণাতে রূপান্তরিত করা ৷ তবে কংগ্রেস (Congress) তা হতে দেবে না ।

দিল্লিতে প্রবেশের আগে সীমানাবর্তী এলাকায় সাধারণের উদ্দেশ্যে ভাষণ দেন কেরালার ওয়েনাড়ের সাংসদ ৷ সেখানেই তিনি এই বার্তা দেন ৷ তাঁর দাবি, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা কোনও জাতি, ধর্ম, ধনি বা দরিদ্র দেখে না এবং সবাই একে অপরকে আলিঙ্গন করার বার্তা দিচ্ছে ৷ পাশাপাশি তিনি আরএসএস (RSS) ও বিজেপিকে সরাসরি আক্রমণ করেন ৷ তাঁর বক্তব্য, আরএসএস-বিজেপিকে ভয় না পেয়ে মানুষের উচিত ভারতে ভালোবাসা ছড়িয়ে দেওয়া ৷

তাঁর দাবি, এই যাত্রায় কোন বিদ্বেষ নেই । শুধুমাত্র মুষ্টিমেয় কিছু লোক এই ঘৃণা ছড়াচ্ছে ৷ কিন্তু ভারতীয়দের অধিকাংশই মানুষকে একত্রিত করার কথা বলে । তিনি আরও বলেন, "আমি কন্যাকুমারী থেকে হেঁটে এসেছি এবং আমি বলতে পারি যে সারা দেশে কেবল ভালবাসা এবং কোনও ঘৃণা নেই ৷’’

গত 7 মার্চ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা শুরু হয় তামিলনাড়ুর কন্য়াকুমারী থেকে ৷ তার পর একাধিক রাজ্য ঘুরে এই যাত্রা অবশেষে দিল্লিতে এসে পৌঁছাল ৷ যাত্রার শেষ জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ৷ এদিন হরিয়ানার ফরিদাবাদ থেকে দিল্লিতে যাত্রা এসে পৌঁছায় ৷ দিল্লিতে কংগ্রেসের প্রধান অনিল চৌধুরি রাহুলকে স্বাগত জানান৷ উপস্থিত ছিলেন আরও অনেক কর্মী-সমর্থক ৷

হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা, কুমারী শৈলজা, রণদীপ সুরজেওয়ালা, শক্তি সিং গোহিল এবং অন্যান্য নেতারা আগেই রাহুলের সঙ্গে ছিলেন ৷ দিল্লিতে আসার পর যোগ দেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি এবং তাঁর স্বামী রবার্ট বঢরা ৷

এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ লালকেল্লায় গিয়ে ভারত যাত্রার সাময়িক বিরতি হবে ৷ বছর শেষের জন্য ন’দিনের জন্য বন্ধ থাকবে এই যাত্রা ৷ এর পর আগামী বছরের 3 জানুয়ারি আবার শুরু হবে এই যাত্রা ৷ জম্মু কাশ্মীরে গিয়ে যাত্রা শেষ হবে ৷

আরও পড়ুন: 'ভারত জোড়ো যাত্রা ঠেকাতে করোনার অজুহাত দিচ্ছে কেন্দ্র', আক্রমণ রাহুলের

নয়াদিল্লি, 24 ডিসেম্বর: ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শনিবার দেশের রাজধানী নয়াদিল্লিতে এসে পৌঁছাল । কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) নেতৃত্বে চলা এই যাত্রায় এদিন যোগ দেন সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ৷ ছিলেন প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi) ও তাঁর স্বামী রবার্ট বঢরাও ৷

এদিন রাহুল গান্ধি নাগরিকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যে সবাই যেন সারা দেশে ভালবাসা ছড়িয়ে দেন ৷ বিজেপির (BJP) বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ করেছিলেন ৷ তারই পালটা তিনি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান ৷ তাঁর কথায়, বিজেপির নীতি হল ভয় ছড়ানো এবং এটিকে ঘৃণাতে রূপান্তরিত করা ৷ তবে কংগ্রেস (Congress) তা হতে দেবে না ।

দিল্লিতে প্রবেশের আগে সীমানাবর্তী এলাকায় সাধারণের উদ্দেশ্যে ভাষণ দেন কেরালার ওয়েনাড়ের সাংসদ ৷ সেখানেই তিনি এই বার্তা দেন ৷ তাঁর দাবি, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা কোনও জাতি, ধর্ম, ধনি বা দরিদ্র দেখে না এবং সবাই একে অপরকে আলিঙ্গন করার বার্তা দিচ্ছে ৷ পাশাপাশি তিনি আরএসএস (RSS) ও বিজেপিকে সরাসরি আক্রমণ করেন ৷ তাঁর বক্তব্য, আরএসএস-বিজেপিকে ভয় না পেয়ে মানুষের উচিত ভারতে ভালোবাসা ছড়িয়ে দেওয়া ৷

তাঁর দাবি, এই যাত্রায় কোন বিদ্বেষ নেই । শুধুমাত্র মুষ্টিমেয় কিছু লোক এই ঘৃণা ছড়াচ্ছে ৷ কিন্তু ভারতীয়দের অধিকাংশই মানুষকে একত্রিত করার কথা বলে । তিনি আরও বলেন, "আমি কন্যাকুমারী থেকে হেঁটে এসেছি এবং আমি বলতে পারি যে সারা দেশে কেবল ভালবাসা এবং কোনও ঘৃণা নেই ৷’’

গত 7 মার্চ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা শুরু হয় তামিলনাড়ুর কন্য়াকুমারী থেকে ৷ তার পর একাধিক রাজ্য ঘুরে এই যাত্রা অবশেষে দিল্লিতে এসে পৌঁছাল ৷ যাত্রার শেষ জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ৷ এদিন হরিয়ানার ফরিদাবাদ থেকে দিল্লিতে যাত্রা এসে পৌঁছায় ৷ দিল্লিতে কংগ্রেসের প্রধান অনিল চৌধুরি রাহুলকে স্বাগত জানান৷ উপস্থিত ছিলেন আরও অনেক কর্মী-সমর্থক ৷

হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা, কুমারী শৈলজা, রণদীপ সুরজেওয়ালা, শক্তি সিং গোহিল এবং অন্যান্য নেতারা আগেই রাহুলের সঙ্গে ছিলেন ৷ দিল্লিতে আসার পর যোগ দেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি এবং তাঁর স্বামী রবার্ট বঢরা ৷

এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ লালকেল্লায় গিয়ে ভারত যাত্রার সাময়িক বিরতি হবে ৷ বছর শেষের জন্য ন’দিনের জন্য বন্ধ থাকবে এই যাত্রা ৷ এর পর আগামী বছরের 3 জানুয়ারি আবার শুরু হবে এই যাত্রা ৷ জম্মু কাশ্মীরে গিয়ে যাত্রা শেষ হবে ৷

আরও পড়ুন: 'ভারত জোড়ো যাত্রা ঠেকাতে করোনার অজুহাত দিচ্ছে কেন্দ্র', আক্রমণ রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.