ETV Bharat / bharat

Rahul Gandhi: মোদিকে বিঁধে এলপিজি-র দাম নিয়ে কবিতা রাহুলের - LPG Price

বিরোধীদের চাপে পড়ে সম্প্রতি কেন্দ্রীয় সরকার পেট্রল-ডিজেলের উপর থেকে উৎপাদন শুল্ক সামান্য কমিয়ে নিলেও, তা বর্ধিত মূল্যের তুলনায় সামান্যই । তার উপরে রান্নার গ্যাস কিনতে গিয়ে আক্ষরিক অর্থেই হাত পুড়ছে সাধারণ মানুষের ৷ রাজধানী দিল্লিতে 14.2 কেজি গার্হস্থ্য রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম পড়ছে 899.50 টাকা ৷ 5 কেজির সিলিন্ডার কিনতে 502 টাকা খরচ পড়ছে ৷

Rahul Gandhi attacks Narendra Modi alleging jumla of free LPG
রাহুল গান্ধি ।
author img

By

Published : Nov 6, 2021, 5:10 PM IST

Updated : Nov 7, 2021, 7:31 PM IST

নয়াদিল্লি, 6 নভেম্বর: রান্নার গ্যাসের (এলপিজি) দাম 1000 ছুঁইছুঁই । তা নিয়ে কবিতা বাঁধলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি । চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর ‘সবকা সাথ, সবকা বিকাশ’ প্রতিশ্রুতিকে ৷ রাহুলের দাবি, মোদিজির উন্নয়নের ভুয়ো প্রতিশ্রুতি থেকে বহু ক্রোশ দূরে সাধারণ মানুষ ৷

রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে শনিবার সংবাদমাধ্যমের একটি প্রতিবাদ নেটমাধ্যমে তুলে ধরেন রাহুল ৷ তাতেই মোদির বিরুদ্ধে আক্রমণে শান দেন রাহুল । কবিতার আকারে লেখেন, ‘বিকাশ কে জুমলোঁ সে কোসোঁ দূর, লাখোঁ পরিবার চুল্হা ফুঁকনে পর মজবুর ৷ মোদিজি কে বিকাশ কি গাড়ি রিভার্স গিয়ার মেঁ হ্যাঁ অউর ব্রেক ভি ফেল হ্যায় ৷’

আরও পড়ুন: Bengal's Farmland: জমি আন্দোলনের নিটফল শূন্য, সরকারি পরিসংখ্যানে 10 বছরে রাজ্যে কৃষিজমির পরিমাণ কমেছে

হিন্দিতে লেখা রাহুলের এই কবিতার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘উন্নয়নের ভুয়ো প্রতিশ্রুতি থেকে বহু ক্রোশ দূর, নিরুপায় হয়ে ফুঁ দিয়েই উনুন ধরাচ্ছে লক্ষ লক্ষ পরিবার ৷ মোদিজির উন্নয়নের গাড়ি রিভার্স গিয়ারে চলছে, ব্রেকও ফেল করেছে ৷’

বিরোধীদের চাপে পড়ে সম্প্রতি কেন্দ্রীয় সরকার পেট্রল-ডিজেলের উপর থেকে উৎপাদন শুল্ক সামান্য কমিয়ে নিলেও, তা বর্ধিত মূল্যের তুলনায় সামান্যই । তার উপরে রান্নার গ্যাস কিনতে গিয়ে আক্ষরিক অর্থেই হাত পুড়ছে সাধারণ মানুষের ৷ রাজধানী দিল্লিতে 14.2 কেজি গার্হস্থ্য রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম পড়ছে 899.50 টাকা ৷ 5 কেজির সিলিন্ডার কিনতে 502 টাকা খরচ পড়ছে ৷

আরও পড়ুন: Maharashstra Fire : মহারাষ্ট্রের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত 10 করোনা রোগী

অন্য দিকে, হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক গ্যাসের 19 কেজি সিলিন্ডারের দামও 2000 টাকা ছাড়িয়ে গিয়েছে ৷ এই অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধিতে সাধারণ নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের ৷ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় গ্রামের যে সমস্ত মানুষ বিনামূল্যে সিলিন্ডার পেয়েছিলেন, তাঁদের অধিকাংশই কাঠ এবং আঁচের উনুনে ফিরে গিয়েছেন ৷ ফলে দূষণ প্রতিরোধ এবং মানুষের স্বাস্থ্যরক্ষার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷

নয়াদিল্লি, 6 নভেম্বর: রান্নার গ্যাসের (এলপিজি) দাম 1000 ছুঁইছুঁই । তা নিয়ে কবিতা বাঁধলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি । চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর ‘সবকা সাথ, সবকা বিকাশ’ প্রতিশ্রুতিকে ৷ রাহুলের দাবি, মোদিজির উন্নয়নের ভুয়ো প্রতিশ্রুতি থেকে বহু ক্রোশ দূরে সাধারণ মানুষ ৷

রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে শনিবার সংবাদমাধ্যমের একটি প্রতিবাদ নেটমাধ্যমে তুলে ধরেন রাহুল ৷ তাতেই মোদির বিরুদ্ধে আক্রমণে শান দেন রাহুল । কবিতার আকারে লেখেন, ‘বিকাশ কে জুমলোঁ সে কোসোঁ দূর, লাখোঁ পরিবার চুল্হা ফুঁকনে পর মজবুর ৷ মোদিজি কে বিকাশ কি গাড়ি রিভার্স গিয়ার মেঁ হ্যাঁ অউর ব্রেক ভি ফেল হ্যায় ৷’

আরও পড়ুন: Bengal's Farmland: জমি আন্দোলনের নিটফল শূন্য, সরকারি পরিসংখ্যানে 10 বছরে রাজ্যে কৃষিজমির পরিমাণ কমেছে

হিন্দিতে লেখা রাহুলের এই কবিতার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘উন্নয়নের ভুয়ো প্রতিশ্রুতি থেকে বহু ক্রোশ দূর, নিরুপায় হয়ে ফুঁ দিয়েই উনুন ধরাচ্ছে লক্ষ লক্ষ পরিবার ৷ মোদিজির উন্নয়নের গাড়ি রিভার্স গিয়ারে চলছে, ব্রেকও ফেল করেছে ৷’

বিরোধীদের চাপে পড়ে সম্প্রতি কেন্দ্রীয় সরকার পেট্রল-ডিজেলের উপর থেকে উৎপাদন শুল্ক সামান্য কমিয়ে নিলেও, তা বর্ধিত মূল্যের তুলনায় সামান্যই । তার উপরে রান্নার গ্যাস কিনতে গিয়ে আক্ষরিক অর্থেই হাত পুড়ছে সাধারণ মানুষের ৷ রাজধানী দিল্লিতে 14.2 কেজি গার্হস্থ্য রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম পড়ছে 899.50 টাকা ৷ 5 কেজির সিলিন্ডার কিনতে 502 টাকা খরচ পড়ছে ৷

আরও পড়ুন: Maharashstra Fire : মহারাষ্ট্রের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত 10 করোনা রোগী

অন্য দিকে, হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক গ্যাসের 19 কেজি সিলিন্ডারের দামও 2000 টাকা ছাড়িয়ে গিয়েছে ৷ এই অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধিতে সাধারণ নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের ৷ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় গ্রামের যে সমস্ত মানুষ বিনামূল্যে সিলিন্ডার পেয়েছিলেন, তাঁদের অধিকাংশই কাঠ এবং আঁচের উনুনে ফিরে গিয়েছেন ৷ ফলে দূষণ প্রতিরোধ এবং মানুষের স্বাস্থ্যরক্ষার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷

Last Updated : Nov 7, 2021, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.