নয়াদিল্লি, 6 নভেম্বর: রান্নার গ্যাসের (এলপিজি) দাম 1000 ছুঁইছুঁই । তা নিয়ে কবিতা বাঁধলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি । চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর ‘সবকা সাথ, সবকা বিকাশ’ প্রতিশ্রুতিকে ৷ রাহুলের দাবি, মোদিজির উন্নয়নের ভুয়ো প্রতিশ্রুতি থেকে বহু ক্রোশ দূরে সাধারণ মানুষ ৷
রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে শনিবার সংবাদমাধ্যমের একটি প্রতিবাদ নেটমাধ্যমে তুলে ধরেন রাহুল ৷ তাতেই মোদির বিরুদ্ধে আক্রমণে শান দেন রাহুল । কবিতার আকারে লেখেন, ‘বিকাশ কে জুমলোঁ সে কোসোঁ দূর, লাখোঁ পরিবার চুল্হা ফুঁকনে পর মজবুর ৷ মোদিজি কে বিকাশ কি গাড়ি রিভার্স গিয়ার মেঁ হ্যাঁ অউর ব্রেক ভি ফেল হ্যায় ৷’
-
विकास के जुमलों से कोसों दूर,
— Rahul Gandhi (@RahulGandhi) November 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
लाखों परिवार चूल्हा फूंकने पर मजबूर।
मोदी जी के विकास की गाड़ी रिवर्स गियर में है और ब्रेक भी फ़ेल हैं।#PriceHike pic.twitter.com/IwEUBUe0un
">विकास के जुमलों से कोसों दूर,
— Rahul Gandhi (@RahulGandhi) November 6, 2021
लाखों परिवार चूल्हा फूंकने पर मजबूर।
मोदी जी के विकास की गाड़ी रिवर्स गियर में है और ब्रेक भी फ़ेल हैं।#PriceHike pic.twitter.com/IwEUBUe0unविकास के जुमलों से कोसों दूर,
— Rahul Gandhi (@RahulGandhi) November 6, 2021
लाखों परिवार चूल्हा फूंकने पर मजबूर।
मोदी जी के विकास की गाड़ी रिवर्स गियर में है और ब्रेक भी फ़ेल हैं।#PriceHike pic.twitter.com/IwEUBUe0un
হিন্দিতে লেখা রাহুলের এই কবিতার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘উন্নয়নের ভুয়ো প্রতিশ্রুতি থেকে বহু ক্রোশ দূর, নিরুপায় হয়ে ফুঁ দিয়েই উনুন ধরাচ্ছে লক্ষ লক্ষ পরিবার ৷ মোদিজির উন্নয়নের গাড়ি রিভার্স গিয়ারে চলছে, ব্রেকও ফেল করেছে ৷’
বিরোধীদের চাপে পড়ে সম্প্রতি কেন্দ্রীয় সরকার পেট্রল-ডিজেলের উপর থেকে উৎপাদন শুল্ক সামান্য কমিয়ে নিলেও, তা বর্ধিত মূল্যের তুলনায় সামান্যই । তার উপরে রান্নার গ্যাস কিনতে গিয়ে আক্ষরিক অর্থেই হাত পুড়ছে সাধারণ মানুষের ৷ রাজধানী দিল্লিতে 14.2 কেজি গার্হস্থ্য রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম পড়ছে 899.50 টাকা ৷ 5 কেজির সিলিন্ডার কিনতে 502 টাকা খরচ পড়ছে ৷
আরও পড়ুন: Maharashstra Fire : মহারাষ্ট্রের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত 10 করোনা রোগী
অন্য দিকে, হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক গ্যাসের 19 কেজি সিলিন্ডারের দামও 2000 টাকা ছাড়িয়ে গিয়েছে ৷ এই অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধিতে সাধারণ নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের ৷ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় গ্রামের যে সমস্ত মানুষ বিনামূল্যে সিলিন্ডার পেয়েছিলেন, তাঁদের অধিকাংশই কাঠ এবং আঁচের উনুনে ফিরে গিয়েছেন ৷ ফলে দূষণ প্রতিরোধ এবং মানুষের স্বাস্থ্যরক্ষার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷