ETV Bharat / bharat

সংসদে জরুরি বৈঠকে বিরোধীরা, পেগাসাস নিয়ে মুলতুবি প্রস্তাব আনছে কংগ্রেস - মমতা বন্দ্যোপাধ্যায়

পেগাসাস (Pegasus) ইস্যুতে আজ ফের সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা ৷ রাহুল গান্ধির (Rahul Gandhi) নেতৃত্বে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দল আজ লোকসভায় মুলতুবি প্রস্তাব (Adjournment Motion) পেশ করতে চলেছেন ৷ সংসদে আজ বৈঠকও করবে বিরোধী দলগুলি ৷

Rahul Gandhi and Other Opposition leaders to submit adjournment motion on Pegasus in Lok Sabha
সংসদে জরুরি বৈঠকে বিরোধীরা, পেগাসাস নিয়ে মুলতুবি প্রস্তাব আনছে কংগ্রেস
author img

By

Published : Jul 28, 2021, 9:41 AM IST

নয়াদিল্লি, 28 জুলাই : পেগাসাস (Pegasus) ইস্যুতে আজও উত্তাল হতে পারে সংসদের উভয় কক্ষ ৷ রাহুল গান্ধির (Rahul Gandhi) নেতৃত্বে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের নেতারা আজ লোকসভায় মুলতুবি প্রস্তাব (Adjournment Motion) পেশ করতে চলেছেন ৷ তার আগে সংসদে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবে বিরোধী দলগুলি ৷

পেগাসাস ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর আরও চড়াতে এ বার একজোট হয়ে লড়াইয়ে নামছে বিরোধী দলগুলি ৷ এই নিয়ে আগামী দিনে কেন্দ্রকে কীভাবে চেপে ধরা হবে তার নীল নকশা তৈরি হতে পারে বুধবার ৷ আজ সকাল 10টায় সংসদে সম মনোভাবাপন্ন বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠকে বসতে চলেছে কংগ্রেস ৷ সেই বৈঠকে নেতৃত্ব দেবেন রাজ্যসভায় দলের নেতা মল্লিকার্জুন খাড়গে ৷ এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিরও ৷

আরও পড়ুন: সর্বদলীয় বৈঠক করে পরবর্তী পদক্ষেপ করুন, পেগাসাস বিতর্কে মোদিকে বার্তা দিদির

এই বৈঠকের পরই একযোগে সংসদের উভয় কক্ষে কেন্দ্রের বিরুদ্ধে গলা চড়াবে বিরোধীরা ৷ রাহুল গান্ধি ও অন্যান্য বিরোধী দলের নেতারা আজ লোকসভায় পেগাসাস ইস্যুতে মুলতুবি প্রস্তাব পেশ করতে চলেছে বলে খবর ৷ নির্ধারিত অন্যান্য বিষয়ে আলোচনা সরিয়ে রেখে পেগাসাস নিয়ে আলোচনার দাবি জানানো হবে ৷

এই সময়ে রাজধানীতেই রয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) ৷ কাজেই পেগাসাস, কৃষি আইন, পেট্রলের দাম বৃদ্ধি-সহ নানা বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইকে আরও তীব্র করতে বিরোধীরা একজোট হয়ে লড়াই চালাতে আরও বেশি করে তৎপর হবে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: ত্রিপুরায় আইপ্যাকের কর্মীদের ছাড়াতে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল

পেগাসাস নিয়ে মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়েছেন ৷ মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর মমতাকে পেগাসাস নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এই বিষয়ে প্রধানমন্ত্রীর একটি সর্বদলীয় বৈঠক করা উচিত ৷ তারপর সকলের মতামত নিয়েই পদক্ষেপ করা উচিত ৷" একইসঙ্গে, ফের একবার সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত করার পক্ষেও সওয়াল করেন মমতা ৷ তবে বিষয়টি নিয়ে এ দিন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কোনও কথা হয়েছে কিনা, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি ৷

নয়াদিল্লি, 28 জুলাই : পেগাসাস (Pegasus) ইস্যুতে আজও উত্তাল হতে পারে সংসদের উভয় কক্ষ ৷ রাহুল গান্ধির (Rahul Gandhi) নেতৃত্বে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের নেতারা আজ লোকসভায় মুলতুবি প্রস্তাব (Adjournment Motion) পেশ করতে চলেছেন ৷ তার আগে সংসদে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবে বিরোধী দলগুলি ৷

পেগাসাস ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর আরও চড়াতে এ বার একজোট হয়ে লড়াইয়ে নামছে বিরোধী দলগুলি ৷ এই নিয়ে আগামী দিনে কেন্দ্রকে কীভাবে চেপে ধরা হবে তার নীল নকশা তৈরি হতে পারে বুধবার ৷ আজ সকাল 10টায় সংসদে সম মনোভাবাপন্ন বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠকে বসতে চলেছে কংগ্রেস ৷ সেই বৈঠকে নেতৃত্ব দেবেন রাজ্যসভায় দলের নেতা মল্লিকার্জুন খাড়গে ৷ এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিরও ৷

আরও পড়ুন: সর্বদলীয় বৈঠক করে পরবর্তী পদক্ষেপ করুন, পেগাসাস বিতর্কে মোদিকে বার্তা দিদির

এই বৈঠকের পরই একযোগে সংসদের উভয় কক্ষে কেন্দ্রের বিরুদ্ধে গলা চড়াবে বিরোধীরা ৷ রাহুল গান্ধি ও অন্যান্য বিরোধী দলের নেতারা আজ লোকসভায় পেগাসাস ইস্যুতে মুলতুবি প্রস্তাব পেশ করতে চলেছে বলে খবর ৷ নির্ধারিত অন্যান্য বিষয়ে আলোচনা সরিয়ে রেখে পেগাসাস নিয়ে আলোচনার দাবি জানানো হবে ৷

এই সময়ে রাজধানীতেই রয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) ৷ কাজেই পেগাসাস, কৃষি আইন, পেট্রলের দাম বৃদ্ধি-সহ নানা বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইকে আরও তীব্র করতে বিরোধীরা একজোট হয়ে লড়াই চালাতে আরও বেশি করে তৎপর হবে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: ত্রিপুরায় আইপ্যাকের কর্মীদের ছাড়াতে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল

পেগাসাস নিয়ে মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়েছেন ৷ মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর মমতাকে পেগাসাস নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এই বিষয়ে প্রধানমন্ত্রীর একটি সর্বদলীয় বৈঠক করা উচিত ৷ তারপর সকলের মতামত নিয়েই পদক্ষেপ করা উচিত ৷" একইসঙ্গে, ফের একবার সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত করার পক্ষেও সওয়াল করেন মমতা ৷ তবে বিষয়টি নিয়ে এ দিন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কোনও কথা হয়েছে কিনা, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.