ETV Bharat / bharat

Rahul Gandhi travels abroad again : শিয়রে ভোট, তবু ব্যক্তিগত কারণে বিদেশ গেলেন রাহুল গান্ধি - বিদেশে গেলেন কংগ্রেস নেতা সাংসদ রাহুল গান্ধি

2022 দোরগোড়ায় পাঁচ-পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ সব পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে ৷ এমন সময় বুধবার সকালে সংক্ষিপ্ত এবং ব্যক্তিগত প্রয়োজনে ফের বিদেশে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi again travels abroad on a personal visit ) ৷

Rahul Gandhi travels abroad again
রাহুল গান্ধি বিদেশে
author img

By

Published : Dec 30, 2021, 11:53 AM IST

নয়াদিল্লি, 30 ডিসেম্বর : নতুন বছরের দু'দিন আগেই বিদেশে গেলেন কংগ্রেস নেতা সাংসদ রাহুল গান্ধি ৷ কংগ্রেসের তরফে জানানো হয়েছে, বুধবার সকালে ব্যক্তিগত কারণে দেশের বাইরে গিয়েছেন তিনি (Rahul Gandhi again travels abroad on a personal visit ) ৷ দলের সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালা সংবাদমাধ্যমে বলেন, "রাহুল গান্ধি সংক্ষিপ্ত ব্যক্তিগত সফরে বিদেশে গিয়েছেন ৷ বিজেপি এবং তাদের বন্ধু সংবাদমাধ্যমগুলি যেন এ নিয়ে গুজব না ছড়ায় ৷" তবে তিনি ঠিক কোথায় গিয়েছেন এবং কবে ফিরবেন, তা জানানো হয়নি ৷

সম্প্রতি সংসদের শীতকালীন অধিবেশনের আগে প্রায় একমাস সময় বিদেশে কাটিয়ে এসেছেন সোনিয়া-পুত্র ৷ অধিবেশন শুরুর একদিন আগে দেশে ফেরেন তিনি ৷ 2022 হতে আর দু‘টো দিন বাকি ৷ আর নতুন বছরের শুরুতেই উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরের বিধানসভা নির্বাচন ৷ ইতিমধ্যে গেরুয়া শিবির-সহ অন্য রাজনৈতিক দলগুলির প্রচারপর্ব তুঙ্গে ৷ এমন সময়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি দেশে নেই ৷

পঞ্জাবে 3 জানুয়ারি পঞ্জাবের মোগা (Moga) জেলায় দলের একটি শোভাযাত্রায় অংশ নেওয়ার কথা রাহুল গান্ধির ৷ এই রাজ্য বর্তমানে কংগ্রেসের দখলে ৷ কিন্তু কংগ্রেস নেতার এই কর্মসূচি বাতিল হতে পারে বলেই মনে করা হচ্ছে ৷ ইতিমধ্যে পঞ্জাবের নির্বাচনে একাধিক বিরোধী দল মাঠে নেমেছে, তৈরি হচ্ছে জোট ৷ এমন গুরুত্বপূর্ণ একটি সময়ে কংগ্রেসের প্রচার পিছলে ভোটব্যাঙ্কে তার প্রভাব পড়তে পারে ৷

আরও পড়ুন : Rahul Priyanka attack BJP at Rajasthan Mega Rally : হিন্দুত্ববাদীরা ক্ষমতালোভী, রাজস্থানের মেগামিছিল থেকে বিজেপিকে তোপ রাহুল-প্রিয়াঙ্কার

পঞ্জাবে বিজেপির প্রচারের সূচনা হবে 5 জানুয়ারি ৷ হয়তো তা হবে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে ৷ তিনটি কৃষি আইন প্রত্যাহারের পর এই প্রথম পঞ্জাবে পা রাখবেন প্রধানমন্ত্রী ৷ এর আগে বিজেপি ঘোষণা করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের (Captain Amarinder Singh) পঞ্জাব লোক কংগ্রেস পার্টির (Punjab Lok Congress Party) সঙ্গে গাঁটছড়া বাঁধবে পদ্মফুল ৷

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, রাহুল গান্ধি দেশে না ফেরা পর্যন্ত পঞ্জাবে দলীয় প্রচার শুরু হবে না ৷ সম্প্রতি গোয়া আর উত্তরাখণ্ডে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাহুল ৷

2017-য় পঞ্জাবে বিধানসভা নির্বাচনে 77টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল কংগ্রেস ৷ 10 বছর পর হাত চিহ্নের কাছে পরাজিত হয়েছিল এসএডি-বিজেপি জোট ৷ 117টি আসনের পঞ্জাবে দ্বিতীয় স্থানে ছিল আম আদমি পার্টি বা আপ (Aam Aadmi Party, AAP) ৷ তারা 20টি আসন পেয়েছিল ৷ শিরোমণি অকালি দল (Shiromani Akali Dal, SAD) 15টি আসন আর বিজেপি মাত্র 3টিতে জয়ী হয়েছিল ৷

নয়াদিল্লি, 30 ডিসেম্বর : নতুন বছরের দু'দিন আগেই বিদেশে গেলেন কংগ্রেস নেতা সাংসদ রাহুল গান্ধি ৷ কংগ্রেসের তরফে জানানো হয়েছে, বুধবার সকালে ব্যক্তিগত কারণে দেশের বাইরে গিয়েছেন তিনি (Rahul Gandhi again travels abroad on a personal visit ) ৷ দলের সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালা সংবাদমাধ্যমে বলেন, "রাহুল গান্ধি সংক্ষিপ্ত ব্যক্তিগত সফরে বিদেশে গিয়েছেন ৷ বিজেপি এবং তাদের বন্ধু সংবাদমাধ্যমগুলি যেন এ নিয়ে গুজব না ছড়ায় ৷" তবে তিনি ঠিক কোথায় গিয়েছেন এবং কবে ফিরবেন, তা জানানো হয়নি ৷

সম্প্রতি সংসদের শীতকালীন অধিবেশনের আগে প্রায় একমাস সময় বিদেশে কাটিয়ে এসেছেন সোনিয়া-পুত্র ৷ অধিবেশন শুরুর একদিন আগে দেশে ফেরেন তিনি ৷ 2022 হতে আর দু‘টো দিন বাকি ৷ আর নতুন বছরের শুরুতেই উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরের বিধানসভা নির্বাচন ৷ ইতিমধ্যে গেরুয়া শিবির-সহ অন্য রাজনৈতিক দলগুলির প্রচারপর্ব তুঙ্গে ৷ এমন সময়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি দেশে নেই ৷

পঞ্জাবে 3 জানুয়ারি পঞ্জাবের মোগা (Moga) জেলায় দলের একটি শোভাযাত্রায় অংশ নেওয়ার কথা রাহুল গান্ধির ৷ এই রাজ্য বর্তমানে কংগ্রেসের দখলে ৷ কিন্তু কংগ্রেস নেতার এই কর্মসূচি বাতিল হতে পারে বলেই মনে করা হচ্ছে ৷ ইতিমধ্যে পঞ্জাবের নির্বাচনে একাধিক বিরোধী দল মাঠে নেমেছে, তৈরি হচ্ছে জোট ৷ এমন গুরুত্বপূর্ণ একটি সময়ে কংগ্রেসের প্রচার পিছলে ভোটব্যাঙ্কে তার প্রভাব পড়তে পারে ৷

আরও পড়ুন : Rahul Priyanka attack BJP at Rajasthan Mega Rally : হিন্দুত্ববাদীরা ক্ষমতালোভী, রাজস্থানের মেগামিছিল থেকে বিজেপিকে তোপ রাহুল-প্রিয়াঙ্কার

পঞ্জাবে বিজেপির প্রচারের সূচনা হবে 5 জানুয়ারি ৷ হয়তো তা হবে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে ৷ তিনটি কৃষি আইন প্রত্যাহারের পর এই প্রথম পঞ্জাবে পা রাখবেন প্রধানমন্ত্রী ৷ এর আগে বিজেপি ঘোষণা করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের (Captain Amarinder Singh) পঞ্জাব লোক কংগ্রেস পার্টির (Punjab Lok Congress Party) সঙ্গে গাঁটছড়া বাঁধবে পদ্মফুল ৷

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, রাহুল গান্ধি দেশে না ফেরা পর্যন্ত পঞ্জাবে দলীয় প্রচার শুরু হবে না ৷ সম্প্রতি গোয়া আর উত্তরাখণ্ডে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাহুল ৷

2017-য় পঞ্জাবে বিধানসভা নির্বাচনে 77টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল কংগ্রেস ৷ 10 বছর পর হাত চিহ্নের কাছে পরাজিত হয়েছিল এসএডি-বিজেপি জোট ৷ 117টি আসনের পঞ্জাবে দ্বিতীয় স্থানে ছিল আম আদমি পার্টি বা আপ (Aam Aadmi Party, AAP) ৷ তারা 20টি আসন পেয়েছিল ৷ শিরোমণি অকালি দল (Shiromani Akali Dal, SAD) 15টি আসন আর বিজেপি মাত্র 3টিতে জয়ী হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.