ভোপাল, 13 জুলাই: সোনা-রূপোর থেকেও এখন মহামূল্যবান জিনিস হল টমেটো ৷ মহা মূল্যবান এই সবজি বাঁচাতে কেউ দোকানের সামনে রাখছেন বাউন্সার ৷ আবার কেউ চাষের জমিতে করছেন ডাকাতি ৷ অর্থাৎ এই মুহূর্তে ঘরে ঘরে টমেটো হল টক অফ দ্য টাউন ৷ এবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার কারণ হয়ে দাঁড়াল এই টমেটো ৷ শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি ৷ লঙ্কা কাণ্ড নয়, টমেটো কাণ্ডে রেগে গিয়ে স্বামী ঘর ছাড়লেন স্ত্রী ৷ শেষমেষ বৌ-কে খুঁজে আনতে পুলিশের দ্বারস্থ হলেন স্বামী ৷ মধ্যপ্রদেশে শাহদল জেলার ধানপুরি এলাকার এই ঘটনা হতবাক করেছে পুলিশকর্মীদেরও ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দীপ বর্মন ধানপুরি এলাকার একজন ধাবা মালিক ৷ তিনি রান্নায় দু-তিনটে টমেটো ব্যবহার করেছিলেন ৷ 140 টাকা কেজি টমেটো ব্যবহার করায় রেগে গিয়েছেন তাঁর স্ত্রী ৷ সেখান থেকেই তাঁদের ঝগড়ার সূত্রপাত ৷ শেষমেষ রাগে ঘর ছেড়ে চলে যান তাঁর স্ত্রী ৷ সন্দীপ বলেন, "আমার দোষ একটাই যে, আমি ধাবার রান্নায় দু-তিনটে টমেটো ব্যবহার করেছিলাম ৷ তাতেই আমার স্ত্রী রেগে যায় ৷ সে আমাদের ছোট মেয়েকে নিয়ে ঘর ছেড়ে চলে যায় ৷ প্রায় তিনদিন হয়ে গিয়েছে ৷ তাই পুলিশে এসে অভিযোগ দায়ের করেছি ৷ যাতে তাঁরা আমার স্ত্রীকে খুঁজে দিতে সাহায্য করেন ৷"
ধানপুরি থানার ইনচার্জ সঞ্জয় জয়শওয়াল জানিয়েছেন, সন্দীপ বর্মনের বউ রেগে গিয়ে ঘর ছেড়েছেন ৷ তিনি বলেন, "অভিযোগ পেয়ে আমরা সন্দীপের স্ত্রী-র সঙ্গে ফোনে যোগাযোগ করি ৷ তিনি ছোট মেয়েকে নিয়ে উমারিয়া জেলায় বোনের বাড়ি চলে গিয়েছিলেন ৷ আমি তাঁর সঙ্গে কথা বলেছি ৷ তিনি আবার ঘরে ফিরে আসতে রাজি হয়েছেন ৷"
আরও পড়ুন: মহার্ঘ্য ফসল ! দিনেদুপুরে হাইজ্যাক টমেটো বোঝাই গাড়ি
উল্লেখ্য, দিন দিন টমেটোর দাম যে হারে বৃদ্ধি পেয়েছে, তাতে আমজনতার পকেটে টান পড়েছে ৷ অন্যান্য সবজিকে পিছনে ফেলে টমেটোর দাম এখন আকাশছোঁয়া ৷ ফলে এই সবজি এখন মধ্যবিত্তের ঘরে চর্চার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে ৷