ETV Bharat / bharat

উত্তরাখণ্ডের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ ধামির, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর - উত্তরাখণ্ডের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর উত্তরাখণ্ডের তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে কাজ করার আশ্বাস পুষ্কর সিং ধামির ।

পুষ্কর সিং ধামি
পুষ্কর সিং ধামি
author img

By

Published : Jul 4, 2021, 9:18 PM IST

দেরাদুন, 4 জুলাই : উত্তরাখণ্ডের একাদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপ থগ্রহণ করলেন পুষ্কর সিং ধামি । শেষ চার মাসে এই নিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী বদল হল দেবভূমিতে । গতকাল বিজেপি বিধায়কদলের বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসে পুষ্কর সিং ধামির নাম । এরপর আজ বিকেলে শপথগ্রহণ করেন তিনি ।

  • Congratulations to Shri @pushkardhami and all others who took oath today. Best wishes to this team as they work towards the progress and prosperity of Uttarakhand.

    — Narendra Modi (@narendramodi) July 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইটারে তিনি লিখেছেন, "পুষ্কর সিং ধামি এবং অন্য যাঁরা যাঁরা আজ শপথবাক্য পাঠ করলেন, তাঁদের সকলকে অভিনন্দন । উত্তরাখণ্ডের প্রগতি ও উন্নয়নে কাজ করার জন্য তাঁদের আগাম শুভেচ্ছা ।"

  • श्री @pushkardhami जी को उत्तराखंड के मुख्यमंत्री के रूप में शपथ लेने पर हार्दिक शुभकामनाएं।

    मुझे विश्वास है कि प्रधानमंत्री @narendramodi जी के नेतृत्व में आप पूरी निष्ठा व समर्पण भाव से देवभूमि उत्तराखंड की विकास यात्रा और जनकल्याण के कार्यों को नई ऊर्जा व गति प्रदान करेंगे।

    — Amit Shah (@AmitShah) July 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও । ধামির নেতৃত্বে উত্তরাখণ্ডের মন্ত্রিসভা সেখানকার উন্নতিতে নতুন শক্তি ও গতি নিয়ে আসবে বলে মনে করছেন তিনি ।

শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও ।

  • उत्तराखंड के मुख्यमंत्री के रूप में शपथ लेने पर श्री पुष्कर सिंह धामी को हार्दिक बधाई। युवा एवं बेहद ऊर्जावान धामीजी के नेतृत्व में प्रदेश विकास और सुशासन के पथ पर आगे बढ़ेगा, ऐसा मेरा विश्वास है। मैं उन्हें उनके सफल कार्यकाल की शुभकामनाएँ देता हूँ।

    — Rajnath Singh (@rajnathsingh) July 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
আরও পড়ুন : উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি

সবমিলিয়ে 11 জন বিজেপি বিধায়ক আজ শপথবাক্য পাঠ করেন । মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ধামি বলেন, "আমি দলের প্রত্যাশা পূরণে যথাসাধ্য চেষ্টা করব । আমি তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করছি এবং তাঁদের ইস্যুগুলি আমি খুব ভালভাবে বুঝতে পারি । করোনা কীভাবে তাঁদের জীবন-জীবিকার উপর প্রভাব ফেলেছে, তা আমি জানি । তাঁদের এই কঠিন পরিস্থিতি থেকে সুরাহা দেওয়ার চেষ্টা করব এবং রাজ্যে শূন্যপদে তরুণদের নিয়োগের চেষ্টা করব ।"

  • श्री @pushkardhami जी को उत्तराखंड राज्य के मुख्यमंत्री पद की शपथ लेने पर हार्दिक बधाई व शुभकामनाएँ।

    मुझे विश्वास है कि आदरणीय प्रधानमंत्री श्री @NarendraModi जी के मार्गदर्शन और आपके नेतृत्व में प्रदेश के विकास को नई ऊर्जा मिलेगी व प्रदेश में प्रगति के नये मापदंड स्थापित होंगे।

    — Jagat Prakash Nadda (@JPNadda) July 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেরাদুন, 4 জুলাই : উত্তরাখণ্ডের একাদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপ থগ্রহণ করলেন পুষ্কর সিং ধামি । শেষ চার মাসে এই নিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী বদল হল দেবভূমিতে । গতকাল বিজেপি বিধায়কদলের বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসে পুষ্কর সিং ধামির নাম । এরপর আজ বিকেলে শপথগ্রহণ করেন তিনি ।

  • Congratulations to Shri @pushkardhami and all others who took oath today. Best wishes to this team as they work towards the progress and prosperity of Uttarakhand.

    — Narendra Modi (@narendramodi) July 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইটারে তিনি লিখেছেন, "পুষ্কর সিং ধামি এবং অন্য যাঁরা যাঁরা আজ শপথবাক্য পাঠ করলেন, তাঁদের সকলকে অভিনন্দন । উত্তরাখণ্ডের প্রগতি ও উন্নয়নে কাজ করার জন্য তাঁদের আগাম শুভেচ্ছা ।"

  • श्री @pushkardhami जी को उत्तराखंड के मुख्यमंत्री के रूप में शपथ लेने पर हार्दिक शुभकामनाएं।

    मुझे विश्वास है कि प्रधानमंत्री @narendramodi जी के नेतृत्व में आप पूरी निष्ठा व समर्पण भाव से देवभूमि उत्तराखंड की विकास यात्रा और जनकल्याण के कार्यों को नई ऊर्जा व गति प्रदान करेंगे।

    — Amit Shah (@AmitShah) July 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও । ধামির নেতৃত্বে উত্তরাখণ্ডের মন্ত্রিসভা সেখানকার উন্নতিতে নতুন শক্তি ও গতি নিয়ে আসবে বলে মনে করছেন তিনি ।

শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও ।

  • उत्तराखंड के मुख्यमंत्री के रूप में शपथ लेने पर श्री पुष्कर सिंह धामी को हार्दिक बधाई। युवा एवं बेहद ऊर्जावान धामीजी के नेतृत्व में प्रदेश विकास और सुशासन के पथ पर आगे बढ़ेगा, ऐसा मेरा विश्वास है। मैं उन्हें उनके सफल कार्यकाल की शुभकामनाएँ देता हूँ।

    — Rajnath Singh (@rajnathsingh) July 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
আরও পড়ুন : উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি

সবমিলিয়ে 11 জন বিজেপি বিধায়ক আজ শপথবাক্য পাঠ করেন । মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ধামি বলেন, "আমি দলের প্রত্যাশা পূরণে যথাসাধ্য চেষ্টা করব । আমি তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করছি এবং তাঁদের ইস্যুগুলি আমি খুব ভালভাবে বুঝতে পারি । করোনা কীভাবে তাঁদের জীবন-জীবিকার উপর প্রভাব ফেলেছে, তা আমি জানি । তাঁদের এই কঠিন পরিস্থিতি থেকে সুরাহা দেওয়ার চেষ্টা করব এবং রাজ্যে শূন্যপদে তরুণদের নিয়োগের চেষ্টা করব ।"

  • श्री @pushkardhami जी को उत्तराखंड राज्य के मुख्यमंत्री पद की शपथ लेने पर हार्दिक बधाई व शुभकामनाएँ।

    मुझे विश्वास है कि आदरणीय प्रधानमंत्री श्री @NarendraModi जी के मार्गदर्शन और आपके नेतृत्व में प्रदेश के विकास को नई ऊर्जा मिलेगी व प्रदेश में प्रगति के नये मापदंड स्थापित होंगे।

    — Jagat Prakash Nadda (@JPNadda) July 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.