ETV Bharat / bharat

SAD Leader Murder: অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে নিহত পঞ্জাবের শিরোমণি নেতা সুরজিৎ - গুলিতে নিহত পঞ্জাবের এসএডি নেতা সুরজিৎ সিং আঁখি

আততায়ীদের গুলিতে প্রাণ হারালেন পঞ্জাবের শিরোমণি নেতা সুরজিৎ সিং আঁখি ৷ দু'জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
গুলিতে নিহত এসএডি নেতা সুরজিৎ সিং আঁখি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 8:27 AM IST

Updated : Sep 29, 2023, 9:11 AM IST

হোশিয়ারপুর, 29 সেপ্টেম্বর: গুলিতে খুন হলেন শিরোমনি আকালি দলের নেতা সুরজিৎ সিং আঁখি ৷ পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় দু'জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁকে গুলি করে ৷ একসময় গ্রাম প্রধানের ভূমিকা পালন করতেন সুরজিৎ। এখন সেই দায়িত্বে রয়েছেন তাঁর স্ত্রী ৷ স্থানীয় ডিএসপি তালউইন্দার সিং জানিয়েছেন, এসএডি নেতা সুরজিৎ সিং আঁখি বাড়ির কাছে একটি মুদির দোকানের বাইরে বসেছিলেন ৷ তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চলে ৷

জানা গিয়েছে আনুমানিক সন্ধ্যা 7টার সময় সুরজিৎ সিং তাঁর এলাকার একটি মুদির দোকানের বাইরে বসেছিলেন ৷ দু'জন ব্যক্তি বাইকে করে সেখানে আসেন ৷ তারা নেতাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি করে ৷ সুরজিৎ সিং আঁখিকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ সুরজিৎ সিং মেগোয়াল গঞ্জিয়ান গ্রামের প্রধান ছিলেন ৷ এখন সেই জায়গায় রয়েছেন তাঁর স্ত্রী ৷ পুলিশ জানিয়েছে, এই খুনের নেপথ্যে কারণ কী, তা এখনও জানা যায়নি ৷ অজ্ঞাতপরিচয় ওই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷

এখনও পর্যন্ত কেউ এই হত্যার দায় স্বীকার করেনি ৷ তদন্ত চলছে ৷ এমনিতেই পঞ্জাবের রাজনৈতিক পরিস্থিতি এখন চর্চার কেন্দ্রে ৷ একদিকে, কানাডায় খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জারে মৃত্যু ঘিরে তরজা চলছে ৷ অন্যদিকে, বৃহস্পতিবারই গ্রেফতার হয়েছেন কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খাইরা ৷ এ নিয়ে পঞ্জাবের শাসকদল আপ এবং কংগ্রেসের মধ্যে টানাপোড়েন চলছে ৷

বৃহস্পতিবার সকালে কংগ্রেস বিধায়কের বাড়িতে তল্লাশি চালায় পঞ্জাব পুলিশ ৷ 2015 সালের দায়ের হওয়া একটি মাদক মামলায় জড়িত থাকার অভিযোগে কংগ্রেস নেতা সুখপাল সিং খাইরাকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগও উঠেছে ৷ এদিকে খাইরার ছেলে মেহতাম সিং খাইরা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর দাবি, বাবাকে মুখ্যমন্ত্রী ভগবত সিং মানের নির্দেশেই গ্রেফতার করা হয়েছে ৷

আরও পড়ুন: হাড়োয়ায় তৃণমূল নেতা খুনে ধৃত সুপারি কিলার, জেলে বসেই খুনের ব্লু-প্রিন্ট ? তদন্তে পুলিশ

হোশিয়ারপুর, 29 সেপ্টেম্বর: গুলিতে খুন হলেন শিরোমনি আকালি দলের নেতা সুরজিৎ সিং আঁখি ৷ পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় দু'জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁকে গুলি করে ৷ একসময় গ্রাম প্রধানের ভূমিকা পালন করতেন সুরজিৎ। এখন সেই দায়িত্বে রয়েছেন তাঁর স্ত্রী ৷ স্থানীয় ডিএসপি তালউইন্দার সিং জানিয়েছেন, এসএডি নেতা সুরজিৎ সিং আঁখি বাড়ির কাছে একটি মুদির দোকানের বাইরে বসেছিলেন ৷ তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চলে ৷

জানা গিয়েছে আনুমানিক সন্ধ্যা 7টার সময় সুরজিৎ সিং তাঁর এলাকার একটি মুদির দোকানের বাইরে বসেছিলেন ৷ দু'জন ব্যক্তি বাইকে করে সেখানে আসেন ৷ তারা নেতাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি করে ৷ সুরজিৎ সিং আঁখিকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ সুরজিৎ সিং মেগোয়াল গঞ্জিয়ান গ্রামের প্রধান ছিলেন ৷ এখন সেই জায়গায় রয়েছেন তাঁর স্ত্রী ৷ পুলিশ জানিয়েছে, এই খুনের নেপথ্যে কারণ কী, তা এখনও জানা যায়নি ৷ অজ্ঞাতপরিচয় ওই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷

এখনও পর্যন্ত কেউ এই হত্যার দায় স্বীকার করেনি ৷ তদন্ত চলছে ৷ এমনিতেই পঞ্জাবের রাজনৈতিক পরিস্থিতি এখন চর্চার কেন্দ্রে ৷ একদিকে, কানাডায় খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জারে মৃত্যু ঘিরে তরজা চলছে ৷ অন্যদিকে, বৃহস্পতিবারই গ্রেফতার হয়েছেন কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খাইরা ৷ এ নিয়ে পঞ্জাবের শাসকদল আপ এবং কংগ্রেসের মধ্যে টানাপোড়েন চলছে ৷

বৃহস্পতিবার সকালে কংগ্রেস বিধায়কের বাড়িতে তল্লাশি চালায় পঞ্জাব পুলিশ ৷ 2015 সালের দায়ের হওয়া একটি মাদক মামলায় জড়িত থাকার অভিযোগে কংগ্রেস নেতা সুখপাল সিং খাইরাকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগও উঠেছে ৷ এদিকে খাইরার ছেলে মেহতাম সিং খাইরা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর দাবি, বাবাকে মুখ্যমন্ত্রী ভগবত সিং মানের নির্দেশেই গ্রেফতার করা হয়েছে ৷

আরও পড়ুন: হাড়োয়ায় তৃণমূল নেতা খুনে ধৃত সুপারি কিলার, জেলে বসেই খুনের ব্লু-প্রিন্ট ? তদন্তে পুলিশ

Last Updated : Sep 29, 2023, 9:11 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.