ETV Bharat / bharat

Punjab : পঞ্জাবে ভারত-পাক সীমান্তে ভারী অস্ত্র ও বিস্ফোরক-সহ গ্রেফতার তিন - ভারত-পাক সীমান্ত

বৃহস্পতিবার ভারত-পাকিস্তান সীমান্ত থেকে তিনজনকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ ৷ তাদের কাছ থেকে ভারী অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে ৷

punjab-police-nab-three-with-heavy-weapons-and-explosives
Punjab : ভারত-পাক সীমান্তে ভারী অস্ত্র ও বিস্ফোরক-সহ পঞ্জাবে গ্রেফতার তিন
author img

By

Published : Sep 23, 2021, 3:51 PM IST

তরণ তারণ (পঞ্জাব), 23 সেপ্টেম্বর : ভারত-পাকিস্তান সীমান্ত থেকে তিনজনকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ ৷ বৃহস্পতিবার ওই তিনজনকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে ৷ পঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে ভগবানপুরা নামে একটি গ্রাম রয়েছে ৷ সেখান থেকেই ওই তিনজনকে ধরে ওই রাজ্যের পুলিশ ৷ জানা গিয়েছে, তাদের কাছ থেকে ভারী অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে ৷

আরও পড়ুন : Minor Girl Gang Raped : মহারাষ্ট্রের থানেতে কয়েক মাস ধরে নাবালিকাকে গণধর্ষণ, অভিযুক্ত 30

ভিখিউইন্ড পুলিশ জানিয়েছে, ওই তিনজন গতকাল রাতে একটি চারচাকা গাড়িতে যাচ্ছিল ৷ তখনই তাদের একটি চেকপোস্টে আটকানো হয় ৷ তাদের গাড়ি তল্লাশি করে উদ্ধার হয় 11 রাউন্ড কার্তুজ, একটা গ্রেনেড ও আইডি ৷

ধৃতদের নাম অবশ্য পুলিশ এখনও প্রকাশ্যে আনেনি ৷ তবে পুলিশ জানিয়েছে, ধৃতরা বয়সে তরুণ ৷ তারা মোগা জেলার বাসিন্দা ৷ পুলিশের সন্দেহ বিদেশে থাকা ভারত বিরোধীদের সঙ্গে যোগাযোগ রয়েছে ধৃতদের ৷

আরও পড়ুন : Bengaluru Blast : বেঙ্গালুরুতে প্রবল বিস্ফোরণে মৃত 3, জখম 2

গোয়েন্দা বিভাগের তরফে এই নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে ৷ তারা কেন এত অস্ত্র ও বিস্ফোরক জোগাড় করেছিল, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা ৷ এছাড়া ধৃতদের জিজ্ঞাসাবাদ করেও এই নিয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে ৷

তরণ তারণ (পঞ্জাব), 23 সেপ্টেম্বর : ভারত-পাকিস্তান সীমান্ত থেকে তিনজনকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ ৷ বৃহস্পতিবার ওই তিনজনকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে ৷ পঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে ভগবানপুরা নামে একটি গ্রাম রয়েছে ৷ সেখান থেকেই ওই তিনজনকে ধরে ওই রাজ্যের পুলিশ ৷ জানা গিয়েছে, তাদের কাছ থেকে ভারী অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে ৷

আরও পড়ুন : Minor Girl Gang Raped : মহারাষ্ট্রের থানেতে কয়েক মাস ধরে নাবালিকাকে গণধর্ষণ, অভিযুক্ত 30

ভিখিউইন্ড পুলিশ জানিয়েছে, ওই তিনজন গতকাল রাতে একটি চারচাকা গাড়িতে যাচ্ছিল ৷ তখনই তাদের একটি চেকপোস্টে আটকানো হয় ৷ তাদের গাড়ি তল্লাশি করে উদ্ধার হয় 11 রাউন্ড কার্তুজ, একটা গ্রেনেড ও আইডি ৷

ধৃতদের নাম অবশ্য পুলিশ এখনও প্রকাশ্যে আনেনি ৷ তবে পুলিশ জানিয়েছে, ধৃতরা বয়সে তরুণ ৷ তারা মোগা জেলার বাসিন্দা ৷ পুলিশের সন্দেহ বিদেশে থাকা ভারত বিরোধীদের সঙ্গে যোগাযোগ রয়েছে ধৃতদের ৷

আরও পড়ুন : Bengaluru Blast : বেঙ্গালুরুতে প্রবল বিস্ফোরণে মৃত 3, জখম 2

গোয়েন্দা বিভাগের তরফে এই নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে ৷ তারা কেন এত অস্ত্র ও বিস্ফোরক জোগাড় করেছিল, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা ৷ এছাড়া ধৃতদের জিজ্ঞাসাবাদ করেও এই নিয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.