ETV Bharat / bharat

Smugglers Arrested: পঞ্জাবে ধৃত 2 মাদক পাচারকারী, উদ্ধার আগ্নেয়াস্ত্র - পঞ্জাবে গ্রেফতার মাদক পাচারকারী

পাকিস্তান থেকে এদেশে মাদক ও আগ্নেয়াস্ত্র পাচারকারী চক্রের খোঁজ পেল পঞ্জাব পুলিশ ৷ গ্রেফতার করা হয়েছে দুই দুষ্কৃতীকে (smugglers arrested in Punjab) ৷

ETV Bharat
Smugglers Arrested
author img

By

Published : Dec 4, 2022, 5:44 PM IST

অমৃতসর, 4 ডিসেম্বর: পৃথক অভিযান চালিয়ে বিপুল আগ্নেয়াস্ত্র-সহ 2 মাদক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ ৷ পঞ্জাব পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রাজস্থানের দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে ফিরোজপুর এলাকা থেকে ৷ ধৃতদের নাম মনপ্রীত সিং ও বলকর সিং ৷ আদতে তারা রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ এছাড়াও জগদীশ আউটপোস্ট এলাকা থেকে 10 টি একে-47 রাইফেল ও 30 বোরের বন্দুক উদ্ধার হয়েছে (Punjab Police arrests two alleged smugglers) ৷

পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে অমৃতসর পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগ এই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে ৷ এই অভিযানে সহযোগিতা করে বিএসএফ ৷ জানা গিয়েছে, গত 21 নভেম্বর অমৃতসরের ভেরকা বাইপাস এলাকা থেকে সুখবীর সিং ও বিন্দু সিং নামে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয় ৷ 13 কেজি হেরোইন উদ্ধার হয় তাদের কাছ থেকে ৷ তাদের জেরে করেই বুধবার বাকি দুই মাদক পাচারকারীর সন্ধান পায় পুলিশ (smugglers arrested) ৷

আরও পড়ুন: মুম্বইয়ের তাজ হোটেলের 10 তলা থেকে ঝাঁপ দুবাইয়ের ব্যবসায়ীর

এছাড়াও শুক্রবার রাতে ফিরোজপুরের জগদীশ আউটপোস্ট এলাকা থেকে আরও কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ৷ পুলিশের দাবি, এই দুষ্কৃতীরা পাকিস্তানের পাচারকারীদের থেকে মাদক ও আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে এদেশের বিভিন্ন রাজ্যে তা পাচার করত (smugglers arrested in Punjab) ৷

অমৃতসর, 4 ডিসেম্বর: পৃথক অভিযান চালিয়ে বিপুল আগ্নেয়াস্ত্র-সহ 2 মাদক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ ৷ পঞ্জাব পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রাজস্থানের দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে ফিরোজপুর এলাকা থেকে ৷ ধৃতদের নাম মনপ্রীত সিং ও বলকর সিং ৷ আদতে তারা রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ এছাড়াও জগদীশ আউটপোস্ট এলাকা থেকে 10 টি একে-47 রাইফেল ও 30 বোরের বন্দুক উদ্ধার হয়েছে (Punjab Police arrests two alleged smugglers) ৷

পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে অমৃতসর পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগ এই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে ৷ এই অভিযানে সহযোগিতা করে বিএসএফ ৷ জানা গিয়েছে, গত 21 নভেম্বর অমৃতসরের ভেরকা বাইপাস এলাকা থেকে সুখবীর সিং ও বিন্দু সিং নামে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয় ৷ 13 কেজি হেরোইন উদ্ধার হয় তাদের কাছ থেকে ৷ তাদের জেরে করেই বুধবার বাকি দুই মাদক পাচারকারীর সন্ধান পায় পুলিশ (smugglers arrested) ৷

আরও পড়ুন: মুম্বইয়ের তাজ হোটেলের 10 তলা থেকে ঝাঁপ দুবাইয়ের ব্যবসায়ীর

এছাড়াও শুক্রবার রাতে ফিরোজপুরের জগদীশ আউটপোস্ট এলাকা থেকে আরও কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ৷ পুলিশের দাবি, এই দুষ্কৃতীরা পাকিস্তানের পাচারকারীদের থেকে মাদক ও আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে এদেশের বিভিন্ন রাজ্যে তা পাচার করত (smugglers arrested in Punjab) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.