ETV Bharat / bharat

amarinder singh : অজিত ডোভালের সঙ্গে বৈঠক অমরিন্দর সিংয়ের - nsa

মঙ্গলবার পঞ্জাব থেকে নয়াদিল্লি আসেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ বুধবার দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ৷ বৃহস্পতিবার নয়াদিল্লিতে ডোভালের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন ক্যাপ্টেন ৷

punjab former cm amarinder singh meets nsa ajit doval in new delhi
amarinder singh : অজিত ডোভালের সঙ্গে বৈঠক অমরিন্দর সিংয়ের
author img

By

Published : Sep 30, 2021, 1:14 PM IST

নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (NSA Ajit Doval) সঙ্গে দেখা করলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amrinder Singh) ৷ বৃহস্পতিবার নয়াদিল্লিতে ডোভালের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন ক্যাপ্টেন ৷ কেন এই সাক্ষাৎ, তা নিয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি ৷

গত মঙ্গলবার পঞ্জাব থেকে নয়াদিল্লি আসেন ক্যাপ্টেন ৷ গতকাল, বুধবার তিনি দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) সঙ্গে ৷ সেই বৈঠকে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কৃষি আইন নিয়ে তিনি আলোচনার প্রস্তাব দেন ৷ কৃষি আইন বাতিলেরও দাবি জানান ৷ বৈঠকের পর টুইট করে তিনি এই কথা জানান ৷

আরও পড়ুন : Navjot Singh Sidhu : কোনও ব্যক্তিগত শত্রুতা নেই, রাজনীতিই আমার ধর্ম; বললেন সিধু

যদিও রাজনৈতিক মহলের খবর যে পঞ্জাবের (Punjab) ক্যাপ্টেন খুব শীঘ্রই কংগ্রেস ছাড়তে চলেছেন ৷ এবার তিনি যোগ দেবেন গেরুয়া শিবিরে ৷ তার আগে তিনি রাজধানীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সাক্ষাৎকার সেরে ওয়ার্ম আপ করছেন ৷

তিনি অবশ্য পুরোটাই অস্বীকার করছেন আগাগোড়া ৷ তবে এই সফরেই তিনি ভারতীয় জনতা পার্টির (BJP) জাতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার (JP Nadda) সঙ্গেও বৈঠক করতে পারেন বলে খবর ৷ তাই তাঁর প্রতিটি পদক্ষেপের দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের ৷

আরও পড়ুন : BJP : পঞ্জাব কংগ্রেসের সংকটের জন্য দায়ী রাহুল, অভিযোগ বিজেপির

পঞ্জাবে আগামী বছরের শুরুতেই বিধানসভা ভোট ৷ সেই নির্বাচনের আগে কংগ্রেসে কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে ৷ রাজ্যের ভোটে দলের অন্দরের ক্ষোভ সামলাতে গত জুলাইয়ে নভজ্যোত সিং সিধুকে (Navjot Singh Sidhu) সভাপতি করেছিল রাহুল-সোনিয়ারা ৷ কিন্তু তাতে ফল উল্টো হয়েছে ৷

ক্ষোভ মারাত্মক ভাবে বেড়েছে ৷ প্রথমে বিদ্রোহ হয় ক্যাপ্টেনের বিরুদ্ধে ৷ যার জেরে তিনি পঞ্জাবের মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন ৷ তার পর ক্ষোভ ছড়ায় সিধুকে পরবর্তী ভোটে মুখ্যমন্ত্রী পদ প্রার্থী করার ঘোষণা নিয়ে ৷

আরও পড়ুন : Amit-Amarinder Meet : বৈঠকের জল্পনা খারিজ করেও অমিত সাক্ষাতে অমরিন্দর

এখন সিধুও সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ কিন্তু তাঁকে কংগ্রেস (Congress) ছাড়তে নারাজ ৷ এদিকে সিধুর পদত্যাগের পর আরও অনেকে পর পর পদত্যাগ করেছেন ৷ এই পরিস্থিতি সীমান্তবর্তী রাজ্য পঞ্জাব জাতীয় নিরাপত্তার জন্য চিন্তার কারণ হয়ে উঠছে বলে বিজেপির অভিযোগ ৷

এই অভিযোগ রয়েছে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়েরও ৷ ফলে তিনি অজিত ডোভালের সঙ্গে এই নিয়ে আলোচনা করলেন বলেই মনে করছেন কেউ কেউ ৷

আরও পড়ুন : Navjot Singh Sidhu : পঞ্জাব কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা সিধুর

নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (NSA Ajit Doval) সঙ্গে দেখা করলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amrinder Singh) ৷ বৃহস্পতিবার নয়াদিল্লিতে ডোভালের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন ক্যাপ্টেন ৷ কেন এই সাক্ষাৎ, তা নিয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি ৷

গত মঙ্গলবার পঞ্জাব থেকে নয়াদিল্লি আসেন ক্যাপ্টেন ৷ গতকাল, বুধবার তিনি দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) সঙ্গে ৷ সেই বৈঠকে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কৃষি আইন নিয়ে তিনি আলোচনার প্রস্তাব দেন ৷ কৃষি আইন বাতিলেরও দাবি জানান ৷ বৈঠকের পর টুইট করে তিনি এই কথা জানান ৷

আরও পড়ুন : Navjot Singh Sidhu : কোনও ব্যক্তিগত শত্রুতা নেই, রাজনীতিই আমার ধর্ম; বললেন সিধু

যদিও রাজনৈতিক মহলের খবর যে পঞ্জাবের (Punjab) ক্যাপ্টেন খুব শীঘ্রই কংগ্রেস ছাড়তে চলেছেন ৷ এবার তিনি যোগ দেবেন গেরুয়া শিবিরে ৷ তার আগে তিনি রাজধানীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সাক্ষাৎকার সেরে ওয়ার্ম আপ করছেন ৷

তিনি অবশ্য পুরোটাই অস্বীকার করছেন আগাগোড়া ৷ তবে এই সফরেই তিনি ভারতীয় জনতা পার্টির (BJP) জাতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার (JP Nadda) সঙ্গেও বৈঠক করতে পারেন বলে খবর ৷ তাই তাঁর প্রতিটি পদক্ষেপের দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের ৷

আরও পড়ুন : BJP : পঞ্জাব কংগ্রেসের সংকটের জন্য দায়ী রাহুল, অভিযোগ বিজেপির

পঞ্জাবে আগামী বছরের শুরুতেই বিধানসভা ভোট ৷ সেই নির্বাচনের আগে কংগ্রেসে কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে ৷ রাজ্যের ভোটে দলের অন্দরের ক্ষোভ সামলাতে গত জুলাইয়ে নভজ্যোত সিং সিধুকে (Navjot Singh Sidhu) সভাপতি করেছিল রাহুল-সোনিয়ারা ৷ কিন্তু তাতে ফল উল্টো হয়েছে ৷

ক্ষোভ মারাত্মক ভাবে বেড়েছে ৷ প্রথমে বিদ্রোহ হয় ক্যাপ্টেনের বিরুদ্ধে ৷ যার জেরে তিনি পঞ্জাবের মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন ৷ তার পর ক্ষোভ ছড়ায় সিধুকে পরবর্তী ভোটে মুখ্যমন্ত্রী পদ প্রার্থী করার ঘোষণা নিয়ে ৷

আরও পড়ুন : Amit-Amarinder Meet : বৈঠকের জল্পনা খারিজ করেও অমিত সাক্ষাতে অমরিন্দর

এখন সিধুও সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ কিন্তু তাঁকে কংগ্রেস (Congress) ছাড়তে নারাজ ৷ এদিকে সিধুর পদত্যাগের পর আরও অনেকে পর পর পদত্যাগ করেছেন ৷ এই পরিস্থিতি সীমান্তবর্তী রাজ্য পঞ্জাব জাতীয় নিরাপত্তার জন্য চিন্তার কারণ হয়ে উঠছে বলে বিজেপির অভিযোগ ৷

এই অভিযোগ রয়েছে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়েরও ৷ ফলে তিনি অজিত ডোভালের সঙ্গে এই নিয়ে আলোচনা করলেন বলেই মনে করছেন কেউ কেউ ৷

আরও পড়ুন : Navjot Singh Sidhu : পঞ্জাব কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা সিধুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.