ETV Bharat / bharat

Punjab Election 2022 : নজরে পঞ্জাব, অমরিন্দরের সঙ্গে বিজেপি, চান্নির বিরুদ্ধে আপের লভ সিং - ভগবন্ত মান

পঞ্জাবের 117টি বিধানসভা কেন্দ্রে আজ ভোট ৷ কংগ্রেস বনাম আপ, বিজেপি-অমরিন্দর, এসএডি-বিএসপি জোট (Punjab Assembly Election 2022) ৷

Punjab Assembly Elections 2022
পঞ্জাবে বিধানসভা নির্বাচন
author img

By

Published : Feb 20, 2022, 10:37 AM IST

নয়াদিল্লি, 20 ফেব্রুয়ারি : পঞ্জাবে রবিবাসরীয় ভোট আরম্ভ হয়েছে সকাল 7 টা থেকে ৷ 117টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী 1 হাজার 304 জন প্রার্থী লড়ছেন ৷ আজ তাঁদের ভাগ্য নির্ধারণ করবেন 2 কোটি 14 লক্ষ ভোটার (Punjab Election 2022 on 117 constituencies) ৷

এবার পঞ্জাবে কংগ্রেস, বিজেপি, আপ ছাড়া একাধিক জোট দল অংশ নিয়েছে ৷ এসএসডি (শিরোমণি অকালি দল) বিএসপি-র (বহুজন সমাজ পার্টি) সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ৷ প্রাক্তন কংগ্রেস নেতা এবং মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পঞ্জাব লোক কংগ্রেস (Punjab Lok Congress) বিজেপির সঙ্গে জোট গড়েছে ৷

আরও পড়ুন : UP Election 2022 : হোলি, দিওয়ালিতে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার ! উত্তরপ্রদেশবাসীকে কথা দিলেন রাজনাথ

বাইশের বিধানসভা ভোটে কংগ্রেসে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী চরণজিৎ সিং চান্নি ৷ তিনি চামকাউর সাহিব এবং ভাদৌর থেকে লড়ছেন ৷ চামকাউরে চরণজিতের বিরুদ্ধে আপ প্রার্থী লভ সিং উগোকে (Labh Singh Ugoke) ৷ পঞ্জাব কংগ্রেসের প্রধান নবজ্যোৎ সিং সিধু এসএডি-র বিক্রম সিং মাজিথিয়ার মুখোমুখি ৷ পূর্ব অমৃতসর কেন্দ্রে আপ-এর জীবনজ্যোত কৌরের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপির জগমোহন সিং রাজু ৷

আম আদমি পার্টি বা আপ-এর মুখ্যমন্ত্রী মুখ ভগবন্ত মান ধুরি কেন্দ্রে লড়ছেন ৷ তিনি সামগ্রুর-এর সাংসদ ৷ ক্যাপ্টেন অমরিন্দর সিং পাতিয়ালা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন ৷ পাঁচবারের মুখ্যমন্ত্রী এবং শিরোমণি অকালি দল নেতা প্রকাশ সিং বাদল লম্বি কেন্দ্রে দাঁড়িয়েছেন ৷ এসএডি প্রধান সুখবীর সিং বাদল জালালাবাদে প্রার্থী হয়েছেন ৷ পঞ্জাবে বিজেপি প্রধান অশ্বিনী কুমার শর্মা পাঠানকোটে ভোটযুদ্ধে নেমেছেন ৷

নয়াদিল্লি, 20 ফেব্রুয়ারি : পঞ্জাবে রবিবাসরীয় ভোট আরম্ভ হয়েছে সকাল 7 টা থেকে ৷ 117টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী 1 হাজার 304 জন প্রার্থী লড়ছেন ৷ আজ তাঁদের ভাগ্য নির্ধারণ করবেন 2 কোটি 14 লক্ষ ভোটার (Punjab Election 2022 on 117 constituencies) ৷

এবার পঞ্জাবে কংগ্রেস, বিজেপি, আপ ছাড়া একাধিক জোট দল অংশ নিয়েছে ৷ এসএসডি (শিরোমণি অকালি দল) বিএসপি-র (বহুজন সমাজ পার্টি) সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ৷ প্রাক্তন কংগ্রেস নেতা এবং মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পঞ্জাব লোক কংগ্রেস (Punjab Lok Congress) বিজেপির সঙ্গে জোট গড়েছে ৷

আরও পড়ুন : UP Election 2022 : হোলি, দিওয়ালিতে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার ! উত্তরপ্রদেশবাসীকে কথা দিলেন রাজনাথ

বাইশের বিধানসভা ভোটে কংগ্রেসে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী চরণজিৎ সিং চান্নি ৷ তিনি চামকাউর সাহিব এবং ভাদৌর থেকে লড়ছেন ৷ চামকাউরে চরণজিতের বিরুদ্ধে আপ প্রার্থী লভ সিং উগোকে (Labh Singh Ugoke) ৷ পঞ্জাব কংগ্রেসের প্রধান নবজ্যোৎ সিং সিধু এসএডি-র বিক্রম সিং মাজিথিয়ার মুখোমুখি ৷ পূর্ব অমৃতসর কেন্দ্রে আপ-এর জীবনজ্যোত কৌরের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপির জগমোহন সিং রাজু ৷

আম আদমি পার্টি বা আপ-এর মুখ্যমন্ত্রী মুখ ভগবন্ত মান ধুরি কেন্দ্রে লড়ছেন ৷ তিনি সামগ্রুর-এর সাংসদ ৷ ক্যাপ্টেন অমরিন্দর সিং পাতিয়ালা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন ৷ পাঁচবারের মুখ্যমন্ত্রী এবং শিরোমণি অকালি দল নেতা প্রকাশ সিং বাদল লম্বি কেন্দ্রে দাঁড়িয়েছেন ৷ এসএডি প্রধান সুখবীর সিং বাদল জালালাবাদে প্রার্থী হয়েছেন ৷ পঞ্জাবে বিজেপি প্রধান অশ্বিনী কুমার শর্মা পাঠানকোটে ভোটযুদ্ধে নেমেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.