চণ্ডীগড়, 15 মে: 100 কোটি টাকার মানহানি মামলায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে সমন পাঠাল পঞ্জাবের সাংরুর আদালত ৷ সোমবার খাড়গেকে এই সমন পাঠিয়েছেন সিভিল জজ রমনদীপ কৌর ৷ আগামী 10 জুলাই কংগ্রেস সভাপতিকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে ৷ কর্ণাটকে বিধানসভা ভোটের নির্বাচনী ইস্তেহারে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে বজরং দলকে নিষিদ্ধ করার ৷ সেই কারণেই কংগ্রেস সভাপতির বিরুদ্ধে এই মানহানির মামলাটি করেন হিন্দু সুরক্ষা পরিষেদ নামে এক সংগঠনের প্রতিষ্ঠাতা হিতেশ ভরদ্বাজ ৷
উল্লেখ্য, কর্ণাটক বিধানসভার নির্বাচনী ইস্তেহারে কংগ্রেস জানিয়েছিল, রাজ্য ক্ষমতায় এলে তারা বিভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসা ছড়ানো ব্যক্তি ও সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেবে ৷ নিষিদ্ধ করা হবে বজরং দল ও পিএফআই-এর মতো সংগঠনগুলিকে ৷ এখানেই আপত্তি, হিন্দু সুরক্ষা পরিষেদের ৷ সংগঠনটির প্রতিষ্ঠাতা হিতেশ ভরদ্বাজ অভিযোগ, পিএফআই একটি দেশবিরোধী সংগঠন ৷ তাদের সঙ্গে বজরং দলকে এক বন্ধনীতে রেখে তুলনা করা মানে সংগঠনটির অপমান করা ৷
-
Sangrur court, in Punjab, summons Congress chief Mallikarjun Kharge in a Rs 100 crores defamation case filed by Hitesh Bhardwaj, the founder of Hindu Suraksha Parishad, against Kharge for allegedly making defamatory remarks against Bajrang Dal during the recently concluded… pic.twitter.com/3a02KcQ4OG
— ANI (@ANI) May 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sangrur court, in Punjab, summons Congress chief Mallikarjun Kharge in a Rs 100 crores defamation case filed by Hitesh Bhardwaj, the founder of Hindu Suraksha Parishad, against Kharge for allegedly making defamatory remarks against Bajrang Dal during the recently concluded… pic.twitter.com/3a02KcQ4OG
— ANI (@ANI) May 15, 2023Sangrur court, in Punjab, summons Congress chief Mallikarjun Kharge in a Rs 100 crores defamation case filed by Hitesh Bhardwaj, the founder of Hindu Suraksha Parishad, against Kharge for allegedly making defamatory remarks against Bajrang Dal during the recently concluded… pic.twitter.com/3a02KcQ4OG
— ANI (@ANI) May 15, 2023
হিতেশ ভরদ্বাজ জানিয়েছেন, কংগ্রেসের ইস্তেহার পরার পর বৃহস্পতিবার তিনি খাড়গের বিরুদ্ধে মানহানির মামলা করেন আদালতে ৷ তাঁর দাবি, ইস্তেহারের 10 নম্বর পাতায় বজরং দলের সঙ্গে একটি দেশবিরোধী সংগঠনের তুলনা টেনেছে কংগ্রেস, বলেছে বজরং দলকে নিষিদ্ধ করা হবে, এটা আপত্তিজনক ৷
বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা বজরং দল ৷ সংগঠনটি কট্টর হিন্দুত্ববাদী বলেই পরিচিত ৷ একাধিক সময়ে দেশের নানা প্রান্তে তাদের বিরুদ্ধে অতি সক্রিয়তা, হেনস্থার অভিযোগ উঠেছে ৷ কর্ণাটকে এবার 135টি আসনে জিতেছে কংগ্রেস ৷ তার আগেই অবশ্য তাদের ইস্তেহারে কংগ্রেস জানিয়েছিল রাজ্যে ক্ষমতায় এলে ব্যবস্থা নেওয়া হবে বজরং দলের বিরুদ্ধে ৷ বজরং দলকে নিষিদ্ধ করার বিরুদ্ধে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ কর্ণাটকের ভোট প্রচারের শেষলগ্নে এই ইস্যুটিকে হাতিয়ার করে ধারাবাহিকভাবে কংগ্রেসকে আক্রমণ করেন তিনি ৷ বজরং দল ও বজরংবলিকে এক আসনে বসিয়ে তিনি প্রচার চালান ৷ বিজেপিও এই ইস্যুতে মেরুকরণের চেষ্টা করে ৷ যদিও তাতে শেষ পর্যন্ত এই রাজ্যে সুবিধা করতে পারেনি মোদি ব্রিগেড ৷ হার মানতে হয় তাদের ৷
আরও পড়ুন: কালীঘাটে ফিরছে জনতার দরবার, অভিযোগ শুনবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি