ETV Bharat / bharat

‘‘আমরা নাগরিকদের রক্ষা করতে চাই’’, করোনা সংক্রমণ নিয়ে বার্তা অমরিন্দর সিং-র - পঞ্জাব

করোনা পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন পঞ্জাবের মুখ্য়মন্ত্রী অমরিন্দর সিং ৷ তাঁর কথায় নাগরিকদের সমস্যা হোক তা সরকার চায় না ৷ কিন্তু, সংক্রমণ রুখতে করোনার বিধিনিষেধ পালনে সরকারকে সহযোগিতা করতে হবে নাগরিকদের ৷

Punjab Chief Minister Amarinder Singh today urged people to follow Covid protocols
‘‘আমরা নাগরিকদের রক্ষা করতে চাই’’, করোনা সংক্রমণ নিয়ে বার্তা অমরিন্দর সিং-র
author img

By

Published : Apr 17, 2021, 6:34 PM IST

পঞ্জাব, 17 এপ্রিল : পঞ্জাবের মানুষকে সমস্যায় ফেলা সরকারের উদ্দেশ্য নয় ৷ নাগরিকদের সুরক্ষা চান তারা ৷ আজ করোনার বিধিনিষেধ নিয়ে এমনটাই জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ আজ বেসরকারি এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা জানান পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷ সেই সঙ্গে তিনি শহরাঞ্চলের যুবসমাজ করোনায় বেশি করে আক্রান্ত হওয়ায় নিজের চিন্তা ব্যক্ত করেছেন তিনি ৷

আজ এক বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অংশ নেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ৷ সেখানেই পঞ্জাবের করোনা পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানান তিনি ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কথায়, শেষবার যখন লুধিয়ানায় তাঁর সরকার লকডাউন ঘোষণা করেছিল ৷ সেই সময় পঞ্জাবের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে গিয়েছিল ৷ প্রায় 400 ট্রেনের ব্যবস্থা করে মানুষজনকে মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড সহ অন্যান্য রাজ্যে পাঠাতে হয়েছিল পঞ্জাব সরকারকে ৷

আরও পড়ুন : করোনা ইস্যুতে মূক কেন কেন্দ্র, সরব সোনিয়া গান্ধি

এই পরিস্থিতিতে ফের একবার করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে ৷ তাই শপিং মল, রেস্তোরাঁ, সিনেমা হলের মতো জায়গায় নজরদারি এবং নিয়মের কড়াকড়ি করতেই হচ্ছে বলে জানান অমরিন্দর সিং ৷ তাই যতটা সম্ভব পঞ্জাব সরকার বিধিনিষেধ আরোপের চেষ্টা করছে বলে জানান তিনি ৷ পাশাপাশি পঞ্জাবের শহরাঞ্চলে যুবক-যুবতীদের মধ্যে করোনার প্রকোপ সবচেয়ে বেশি ৷ যাদের মধ্যে অধিকাংশই নিজেদের চিকিৎসা সঠিক সময়ে করাচ্ছেন না ৷ ফলে সংক্রমণ রোখার ক্ষেত্রে এটা সবচেয়ে বড় বাধার বিষয় হয়ে দাঁড়াচ্ছে বলে জানান অমরিন্দর সিং ৷

পঞ্জাব, 17 এপ্রিল : পঞ্জাবের মানুষকে সমস্যায় ফেলা সরকারের উদ্দেশ্য নয় ৷ নাগরিকদের সুরক্ষা চান তারা ৷ আজ করোনার বিধিনিষেধ নিয়ে এমনটাই জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ আজ বেসরকারি এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা জানান পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷ সেই সঙ্গে তিনি শহরাঞ্চলের যুবসমাজ করোনায় বেশি করে আক্রান্ত হওয়ায় নিজের চিন্তা ব্যক্ত করেছেন তিনি ৷

আজ এক বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অংশ নেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ৷ সেখানেই পঞ্জাবের করোনা পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানান তিনি ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কথায়, শেষবার যখন লুধিয়ানায় তাঁর সরকার লকডাউন ঘোষণা করেছিল ৷ সেই সময় পঞ্জাবের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে গিয়েছিল ৷ প্রায় 400 ট্রেনের ব্যবস্থা করে মানুষজনকে মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড সহ অন্যান্য রাজ্যে পাঠাতে হয়েছিল পঞ্জাব সরকারকে ৷

আরও পড়ুন : করোনা ইস্যুতে মূক কেন কেন্দ্র, সরব সোনিয়া গান্ধি

এই পরিস্থিতিতে ফের একবার করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে ৷ তাই শপিং মল, রেস্তোরাঁ, সিনেমা হলের মতো জায়গায় নজরদারি এবং নিয়মের কড়াকড়ি করতেই হচ্ছে বলে জানান অমরিন্দর সিং ৷ তাই যতটা সম্ভব পঞ্জাব সরকার বিধিনিষেধ আরোপের চেষ্টা করছে বলে জানান তিনি ৷ পাশাপাশি পঞ্জাবের শহরাঞ্চলে যুবক-যুবতীদের মধ্যে করোনার প্রকোপ সবচেয়ে বেশি ৷ যাদের মধ্যে অধিকাংশই নিজেদের চিকিৎসা সঠিক সময়ে করাচ্ছেন না ৷ ফলে সংক্রমণ রোখার ক্ষেত্রে এটা সবচেয়ে বড় বাধার বিষয় হয়ে দাঁড়াচ্ছে বলে জানান অমরিন্দর সিং ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.