ETV Bharat / bharat

Mumbai cruise drugs case : প্রতারণার অভিযোগে গ্রেফতার আরিয়ান মামলার সাক্ষী কিরণ গোসাভি - Narcotics Control Bureau

3 অক্টোবর মুম্বই ক্রুজ শিপে তল্লাশি অভিযান চালায় এনসিবি ৷ সেই সময় শাহরুখ-পুত্র আরিয়ান-সহ 11 জনকে আটক করেন এনসিবি আঞ্চলিক প্রধান সমীর ওয়াংখেড়ে ৷ অভিনেতার পুত্রকে কাছে পেয়ে তাঁর সঙ্গে ছবি আর ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় প্রতারণা মামলায় ওয়ান্টেড কিরণ গোসাভি ৷ এতেই বিপাকে পড়ে মাদক মামলার এনসিবির নিরপেক্ষ সাক্ষী ৷

কিরণ গোসাভি ও তার তোলা সেলফি
কিরণ গোসাভি ও তার তোলা সেলফি
author img

By

Published : Oct 28, 2021, 8:27 AM IST

Updated : Oct 28, 2021, 1:11 PM IST

মুম্বই, 28 অক্টোবর : অবশেষে ধরা পড়লেন মুম্বই ক্রুজ মাদক মামলার অন্যতম নিরপেক্ষ সাক্ষী কিরণ গোসাভি ৷ আরিয়ান খান-সহ 11 জনকে আটকের ঘটনায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে নিরপেক্ষ সাক্ষী হয়েছিলেন প্রতারণা মামলায় অভিযুক্ত গোসাভি ৷ পুনের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্তা বলেন, "আমি নারকোটিক্স কনট্রোল ব্যুরোর সম্পর্কে কোনও কথা শুনিনি ৷ কিরণ গোসাভিকে 2018-র প্রতারণা মামলায় গ্রেফতার করা হয়েছে ৷ 2019-এ একটি চার্জ শিট ফাইল করা হয়েছিল ৷" তিনি জানান কিরণ গোসাভি সচিন পাটিল (Sachin Patil) নামে গা ঢাকা দিয়েছিল ৷ এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেও পরিষ্কার জানিয়ে দেন পুলিশ কমিশনার ৷

কিরণ গোসাভি বিতর্ক

2 অক্টোবর মধ্যরাতে মুম্বইয়ে একটি ক্রুজ শিপে তল্লাশি চালিয়ে আরিয়ান খান (Aryan Khan) সহ 11 জনকে আটক করে এনসিবি (Narcotics Control Bureau) ৷ সেই সুযোগে শাহরুখ-পুত্রের সঙ্গে সেলফি ও ভিডিয়ো তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে "প্রাইভেট গোয়েন্দা" কিরণ গোসাভি (Kiran Gosavi) ৷ এই ছবি ঘিরে বিতর্ক শুরু হয় ৷ এনসিবি-র পক্ষ থেকে জানানো হয় কিরণ তদন্তকারী সংস্থার সঙ্গে জড়িত কেউ নয় ৷ তাহলে সে কীভাবে আরিয়ান খানের সঙ্গে ছবি তুলল, এ নিয়ে প্রশ্ন ওঠে রাজনৈতিক মহলে ৷ এরপর বেপাত্তা হয়ে যায় কিরণ ৷ সে যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, তাই 13 অক্টোবর, বুধবার পুনে সিটি পুলিশ (Pune City Police) তাঁর নামে লুকআউট নোটিস জারি করে ৷

সম্প্রতি, মাদক মামলার আরও এক সাক্ষী প্রভাকর সইল (Prabhakar Sail) জানিয়েছে, সে গোসাভিকে স্যাম ডিসুজা (Sam D'Souza) নামের এক ব্যক্তির সঙ্গে আরিয়ান খানের মুক্তির জন্য টাকা চাওয়ার বিষয়ে কথা বলতে শুনেছে ৷ প্রভাকর জানায় শাহরুখ-পুত্রকে ছাড়াতে তারা নাকি 25 কোটি টাকা চেয়ে নিজেদের মধ্যে বলাবলি করছিল ৷ কথাগুলির মধ্যে "18 কোটি টাকায় রফা করো ৷ 8 কোটি টাকা সমীর ওয়াংখেড়েকে দিতে হবে ৷" এমন কিছু কথা ছিল ৷ প্রসঙ্গত, সমীর ওয়াংখেড়ে-র (Sameer Wankhede) নেতৃত্বে মুম্বই ক্রুজ শিপে তল্লাশি চলে এবং পরে গ্রেফতার হন আরিয়ান খান ৷ এর জেরে এনসিবির আঞ্চলিক প্রধান সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে এবং তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন : Kiran Gosavi : আরিয়ানের সঙ্গে সেলফিতে বিতর্ক, পুরনো মামলায় ‘পলাতক’ কিরণের নামে জারি লুকআউট নোটিস

আটক হওয়ার পর কী বলছেন গোসাভি

মহারাষ্ট্রের অন্ততপক্ষে একজন মন্ত্রী বা বিরোধী দলনেতা তার পক্ষে কথা বলুন ৷ সে কী বলতে চাইছে, তা শুনতে অনুরোধ করুন মুম্বই পুলিশকে ৷ তার দাবি প্রভাকর সইলের সিডিআর (Call Detail Record) আর চ্যাট প্রকাশ্যে আনা হোক ৷ সেই রিপোর্ট জানতে পারলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ৷

2018 থেকে নিখোঁজ কিরণ

গত সোমবার উত্তরপ্রদেশের লখনউয়ের থানায় আত্মসমর্পণের দাবি জানিয়েছিল গোসাভি ৷ পুলিশ কমিশনার অমিতাভ গুপ্তা (Amitabh Gupta) বৃহস্পতিবার জানিয়েছেন, 2018 সালের প্রতারণা মামলায় গোসাভিকে গ্রেফতার করা হয়েছে ৷ ওই মামলার পর থেকে গোসাভি পালিয়ে বেড়াচ্ছিল ৷ 2019 সালে তাকে 'ওয়ান্টেড' (wanted) ঘোষণা করে পুনের সিটি পুলিশ ৷

এর আগে গোসাভির সহযোগী শেরবানো কুরেশিকে (Sherbano Kureshi) গ্রেফতার করে পুনে পুলিশ ৷ চিন্ময় দেশমুখ নামের এক ব্যক্তি গোসাভির বিরুদ্ধে প্রায় 3 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন ফরাসখানা থানায় (Faraskhana Police Station) ৷ তাঁকে মালয়েশিয়ার হোটেলে চাকরির টোপ দিয়ে এই টাকা হাতিয়েছিল কিরণ ৷ কুরেশির অ্যাকাউন্টে সেই টাকার হদিশ পাওয়া যায় ৷ তারপর 3 অক্টোবর প্রথম এনসিবি তল্লাশিতে নিরপেক্ষ সাক্ষী হিসেবে ফের প্রকাশ্যে দেখা যায় অভিযুক্ত কিরণকে ৷

মুম্বই, 28 অক্টোবর : অবশেষে ধরা পড়লেন মুম্বই ক্রুজ মাদক মামলার অন্যতম নিরপেক্ষ সাক্ষী কিরণ গোসাভি ৷ আরিয়ান খান-সহ 11 জনকে আটকের ঘটনায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে নিরপেক্ষ সাক্ষী হয়েছিলেন প্রতারণা মামলায় অভিযুক্ত গোসাভি ৷ পুনের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্তা বলেন, "আমি নারকোটিক্স কনট্রোল ব্যুরোর সম্পর্কে কোনও কথা শুনিনি ৷ কিরণ গোসাভিকে 2018-র প্রতারণা মামলায় গ্রেফতার করা হয়েছে ৷ 2019-এ একটি চার্জ শিট ফাইল করা হয়েছিল ৷" তিনি জানান কিরণ গোসাভি সচিন পাটিল (Sachin Patil) নামে গা ঢাকা দিয়েছিল ৷ এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেও পরিষ্কার জানিয়ে দেন পুলিশ কমিশনার ৷

কিরণ গোসাভি বিতর্ক

2 অক্টোবর মধ্যরাতে মুম্বইয়ে একটি ক্রুজ শিপে তল্লাশি চালিয়ে আরিয়ান খান (Aryan Khan) সহ 11 জনকে আটক করে এনসিবি (Narcotics Control Bureau) ৷ সেই সুযোগে শাহরুখ-পুত্রের সঙ্গে সেলফি ও ভিডিয়ো তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে "প্রাইভেট গোয়েন্দা" কিরণ গোসাভি (Kiran Gosavi) ৷ এই ছবি ঘিরে বিতর্ক শুরু হয় ৷ এনসিবি-র পক্ষ থেকে জানানো হয় কিরণ তদন্তকারী সংস্থার সঙ্গে জড়িত কেউ নয় ৷ তাহলে সে কীভাবে আরিয়ান খানের সঙ্গে ছবি তুলল, এ নিয়ে প্রশ্ন ওঠে রাজনৈতিক মহলে ৷ এরপর বেপাত্তা হয়ে যায় কিরণ ৷ সে যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, তাই 13 অক্টোবর, বুধবার পুনে সিটি পুলিশ (Pune City Police) তাঁর নামে লুকআউট নোটিস জারি করে ৷

সম্প্রতি, মাদক মামলার আরও এক সাক্ষী প্রভাকর সইল (Prabhakar Sail) জানিয়েছে, সে গোসাভিকে স্যাম ডিসুজা (Sam D'Souza) নামের এক ব্যক্তির সঙ্গে আরিয়ান খানের মুক্তির জন্য টাকা চাওয়ার বিষয়ে কথা বলতে শুনেছে ৷ প্রভাকর জানায় শাহরুখ-পুত্রকে ছাড়াতে তারা নাকি 25 কোটি টাকা চেয়ে নিজেদের মধ্যে বলাবলি করছিল ৷ কথাগুলির মধ্যে "18 কোটি টাকায় রফা করো ৷ 8 কোটি টাকা সমীর ওয়াংখেড়েকে দিতে হবে ৷" এমন কিছু কথা ছিল ৷ প্রসঙ্গত, সমীর ওয়াংখেড়ে-র (Sameer Wankhede) নেতৃত্বে মুম্বই ক্রুজ শিপে তল্লাশি চলে এবং পরে গ্রেফতার হন আরিয়ান খান ৷ এর জেরে এনসিবির আঞ্চলিক প্রধান সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে এবং তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন : Kiran Gosavi : আরিয়ানের সঙ্গে সেলফিতে বিতর্ক, পুরনো মামলায় ‘পলাতক’ কিরণের নামে জারি লুকআউট নোটিস

আটক হওয়ার পর কী বলছেন গোসাভি

মহারাষ্ট্রের অন্ততপক্ষে একজন মন্ত্রী বা বিরোধী দলনেতা তার পক্ষে কথা বলুন ৷ সে কী বলতে চাইছে, তা শুনতে অনুরোধ করুন মুম্বই পুলিশকে ৷ তার দাবি প্রভাকর সইলের সিডিআর (Call Detail Record) আর চ্যাট প্রকাশ্যে আনা হোক ৷ সেই রিপোর্ট জানতে পারলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ৷

2018 থেকে নিখোঁজ কিরণ

গত সোমবার উত্তরপ্রদেশের লখনউয়ের থানায় আত্মসমর্পণের দাবি জানিয়েছিল গোসাভি ৷ পুলিশ কমিশনার অমিতাভ গুপ্তা (Amitabh Gupta) বৃহস্পতিবার জানিয়েছেন, 2018 সালের প্রতারণা মামলায় গোসাভিকে গ্রেফতার করা হয়েছে ৷ ওই মামলার পর থেকে গোসাভি পালিয়ে বেড়াচ্ছিল ৷ 2019 সালে তাকে 'ওয়ান্টেড' (wanted) ঘোষণা করে পুনের সিটি পুলিশ ৷

এর আগে গোসাভির সহযোগী শেরবানো কুরেশিকে (Sherbano Kureshi) গ্রেফতার করে পুনে পুলিশ ৷ চিন্ময় দেশমুখ নামের এক ব্যক্তি গোসাভির বিরুদ্ধে প্রায় 3 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন ফরাসখানা থানায় (Faraskhana Police Station) ৷ তাঁকে মালয়েশিয়ার হোটেলে চাকরির টোপ দিয়ে এই টাকা হাতিয়েছিল কিরণ ৷ কুরেশির অ্যাকাউন্টে সেই টাকার হদিশ পাওয়া যায় ৷ তারপর 3 অক্টোবর প্রথম এনসিবি তল্লাশিতে নিরপেক্ষ সাক্ষী হিসেবে ফের প্রকাশ্যে দেখা যায় অভিযুক্ত কিরণকে ৷

Last Updated : Oct 28, 2021, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.