দিল্লি, 16 ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ 2019 সালের 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলা হয়েছিল৷ ওই ঘটনায় গোয়েন্দাদের দেওয়া তথ্য অবহেলা করেছিলেন প্রধানমন্ত্রী৷ মঙ্গলবার এমনই অভিযোগ তুলেছেন রাহুল গান্ধি৷
তিনি বলেন, ‘‘2019 সালের 14 ফেব্রুয়ারি গোয়েন্দাদের দেওয়া তথ্যকে অবহেলা করে, পুলওয়ামায় জওয়ানদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে প্রধানমন্ত্রী শুটিং করতে ব্যস্ত ছিলেন৷ কেন গোয়েন্দাদের দেওয়া তথ্য অবহেলা করা হল?’’ তাঁর যুক্তির স্বপক্ষে রাহুল এদিন একটি খবরের অংশও তুলে ধরেছেন৷ যেখানে লেখা হয়েছে, ‘‘গোয়েন্দাদের দু’টি তথ্য পাওয়া সত্ত্বেও পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনা ঘটল৷’’
আরও পড়ুন : দিশা রবির গ্রেপ্তারিতে দিল্লি পুলিশকে নোটিস দিল্লির মহিলা কমিশনের
সেদিন জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল 2500 আধা সেনা জওয়ান৷ মোট 78টি বাসের কনভয় যাচ্ছিল৷ তার মধ্যে একটি বাসে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ধাক্কা মারে৷ ওই হামলায় প্রায় 40 জন সিআরপিএফ জওয়ান শহিদ হন৷