ETV Bharat / bharat

জানুয়ারির শেষ দিনে পালিত হল ‘পোলিও রবিবার’ - রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

31 জানুয়ারি দেশজুড়ে পালিত হল ‘পোলিও রবিবার’৷ 17 জানুয়ারি এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও কোরোনার টিকাকরণের জন্য তা পিছিয়ে যায় ৷

Pulse Polio Programme 2021 Begins Today: Know About Your State's Plan Here
জানুয়ারির শেষ দিনে পালিত হল ‘পোলিও রবিবার’
author img

By

Published : Jan 31, 2021, 1:41 PM IST

Updated : Jan 31, 2021, 1:51 PM IST

দিল্লি, 31 জানুয়ারি: জানুয়ারির শেষ দিনে পালিত হল ‘পোলিও রবিবার’৷ একদিন আগেই চলতি বছরের জন্য় পোলিও টিকাকরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন রাষ্ট্রপতি ৷ রাষ্ট্রপতি ভবনেই পাঁচ বছরের কম বয়সি শিশুদের পোলিওর প্রতিষেধক খাওয়ান রামনাথ কোবিন্দ ৷

আগে ঠিক ছিল, 17 জানুয়ারি থেকেই এ বছরের পোলিও টিকাকরণের কর্মসূচি শুরু করা হবে ৷ কিন্তু কোরোনার টিকাকরণ প্রক্রিয়ার জন্য তা পিছিয়ে যায় ৷ প্রসঙ্গত 16 জানুয়ারি থেকে দেশজুড়ে কোরোনার টিকাকরণ শুরু হয়েছে ৷ যা এখনও ধাপে ধাপে চলছে ৷

তিনদিনের পোলিও টিকাকরণ কর্মসূচি চলবে 2 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ উল্লেখ্য, বছরে দু’বার ভারতে পাঁচ বছরের কম বয়সি শিশুদের পোলিওর প্রতিষেধক দেওয়া হয়৷

স্বাস্থ্য়মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, পোলিও রবিবারের আগের সন্ধেতেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ রাষ্ট্রপতি ভবনে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছেন৷ এবারের আয়োজনে দেশের প্রায় 17 কোটি শিশুকে পোলিওর প্রতিষেধক দেওয়া হবে ৷ শিশুদের পোলিও খাওয়ানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে প্রায় 24 লাখ স্বেচ্ছাসেবককে ৷ তাঁদের সাহায্যে এই কর্মসূচি পরিচালনা করবেন দেড় লাখ সুপারভাইজার৷ বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফও পোলিও রবিবারে ভারতের পাশে রয়েছে ৷

আরও পড়ুন: 'ভিলেন' কো-উইন পোর্টাল, রাজ্যে কমল টিকাকরণের হার

নির্দিষ্ট কেন্দ্রে শিশুদের পোলিওর প্রতিষেধক দেওয়ার পাশাপাশি বাড়ি বাড়ি ঘুরেও এই কর্মসূচি পালন করা হবে ৷ অন্তত 2 কোটি পরিবারের দরজায় পৌঁছে যাবেন পোলিওর স্বেচ্ছাসেবকরা ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রী হর্ষ বর্ধনও সশরীরে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন৷

দিল্লি, 31 জানুয়ারি: জানুয়ারির শেষ দিনে পালিত হল ‘পোলিও রবিবার’৷ একদিন আগেই চলতি বছরের জন্য় পোলিও টিকাকরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন রাষ্ট্রপতি ৷ রাষ্ট্রপতি ভবনেই পাঁচ বছরের কম বয়সি শিশুদের পোলিওর প্রতিষেধক খাওয়ান রামনাথ কোবিন্দ ৷

আগে ঠিক ছিল, 17 জানুয়ারি থেকেই এ বছরের পোলিও টিকাকরণের কর্মসূচি শুরু করা হবে ৷ কিন্তু কোরোনার টিকাকরণ প্রক্রিয়ার জন্য তা পিছিয়ে যায় ৷ প্রসঙ্গত 16 জানুয়ারি থেকে দেশজুড়ে কোরোনার টিকাকরণ শুরু হয়েছে ৷ যা এখনও ধাপে ধাপে চলছে ৷

তিনদিনের পোলিও টিকাকরণ কর্মসূচি চলবে 2 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ উল্লেখ্য, বছরে দু’বার ভারতে পাঁচ বছরের কম বয়সি শিশুদের পোলিওর প্রতিষেধক দেওয়া হয়৷

স্বাস্থ্য়মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, পোলিও রবিবারের আগের সন্ধেতেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ রাষ্ট্রপতি ভবনে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছেন৷ এবারের আয়োজনে দেশের প্রায় 17 কোটি শিশুকে পোলিওর প্রতিষেধক দেওয়া হবে ৷ শিশুদের পোলিও খাওয়ানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে প্রায় 24 লাখ স্বেচ্ছাসেবককে ৷ তাঁদের সাহায্যে এই কর্মসূচি পরিচালনা করবেন দেড় লাখ সুপারভাইজার৷ বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফও পোলিও রবিবারে ভারতের পাশে রয়েছে ৷

আরও পড়ুন: 'ভিলেন' কো-উইন পোর্টাল, রাজ্যে কমল টিকাকরণের হার

নির্দিষ্ট কেন্দ্রে শিশুদের পোলিওর প্রতিষেধক দেওয়ার পাশাপাশি বাড়ি বাড়ি ঘুরেও এই কর্মসূচি পালন করা হবে ৷ অন্তত 2 কোটি পরিবারের দরজায় পৌঁছে যাবেন পোলিওর স্বেচ্ছাসেবকরা ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রী হর্ষ বর্ধনও সশরীরে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন৷

Last Updated : Jan 31, 2021, 1:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.