ETV Bharat / bharat

Indian Railways : আগামী সাতদিন ছ’ঘণ্টা করে বন্ধ থাকবে রেলের আসন সংরক্ষণ ব্যবস্থা

করোনাকালে স্পেশাল তকমা দিয়ে অনেক ট্রেন চালানো হয়েছে ৷ এবার সেই ব্যবস্থা তুলে নিচ্ছে রেল ৷ বদলে ফিরিয়ে আনা হচ্ছে করোনা পূর্ববর্তী সময়ের নির্ঘণ্ট ৷ আর এই পরিবর্তন সুষ্ঠভাবে সারতেই আগামী সাতদিন ছ’ঘণ্টা করে রাতে পিআরএস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল ৷

PRS will be shut down for 6 hrs during night for next 7 days
Indian Railways : আগামী সাতদিন ছ’ঘণ্টা করে বন্ধ থাকবে রেলের আসন সংরক্ষণ ব্যবস্থা
author img

By

Published : Nov 14, 2021, 8:00 PM IST

নয়াদিল্লি, 14 নভেম্বর : আগামী সাতদিন ধরে রেলের যাত্রী সংরক্ষণ ব্যবস্থা (Railways Passenger Reservation System) বা পিআরএস (PRS) প্রতিদিন ছ’ঘণ্টা করে বন্ধ রাখা হবে ৷ রবিবার ভারতীয় রেলের তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ কর্তৃপক্ষের বক্তব্য, কোভিডকালে রেলের পরিষেবায় আপৎকালীন নানা পরিবর্তন আনতে হয়েছে ৷ কিন্তু, এখন করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে ৷ আর সেই কারণেই যাত্রী পরিষেবাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে এই পদক্ষেপ করা হয়েছে ৷

আরও পড়ুন : Local Train Service : স্টাফ স্পেশালের তকমা ঝেড়ে স্বাভাবিক লোকাল, খুশি নিত্যযাত্রীরা

এদিন রেলমন্ত্রকের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়, যাত্রী পরিষেবা স্বাভাবিক করতে এবং তাকে কোভিড পূর্ববর্তী সময়ের মতো করে তুলতে যাত্রী সংরক্ষণ ব্যবস্থা বা পিআরএস আগামী সাতদিন ছ’ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে ৷ রাত থেকে ভোর, যে সময়ে রেলের উপর চাপ সবথেকে কম থাকে, সেই সময়েই পিআরএস বন্ধ রাখা হবে ৷ রবিবার অর্থাৎ 14 নভেম্বর রাত থেকেই এই প্রক্রিয়া শুরু হবে ৷ প্রতিদিন পিআরএস বন্ধ থাকবে রাত 11 টা 30 থেকে ভোর 5 টা 30 পর্যন্ত ৷ আগামী 20-21 নভেম্বর পর্যন্ত এই ব্যবস্থা চলবে ৷

রেলের তরফে জানানো হয়েছে, এই ছ’ঘণ্টা সময়সীমার মধ্যে পিআরএসের কোনও পরিষেবাই মিলবে না ৷ আসন সংরক্ষণ, সংরক্ষিত আসন বাতিল করা, পরিষেবা সংক্রান্ত তথ্য সংগ্রহ-সহ সবকিছুই বন্ধ রাখা হবে ৷ তবে যেসব পরিষেবা পিআরএসের আওতাভুক্ত নয়, সেগুলি অব্যাহত থাকবে ৷

আরও পড়ুন : 72 দিন পর শুরু দূরপাল্লার রেল পরিষেবা

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার একটি নির্দেশিকা জারি করেছিল ভারতীয় রেল ৷ তাতে বলা হয়েছিল, করোনাকালে বেশ কিছু মেল ও এক্সপ্রেস ট্রেনের নামের সঙ্গে বিশেষ বা স্পেশাল তকমা জুড়ে দেওয়া হয়েছিল ৷ এবার সেই বিশেষণ প্রত্যাহার করে নেওয়া হবে ৷ উল্লেখ্য, লকডাউনের সময় কেবলমাত্র স্পেশাল ট্রেনই চালিয়েছিল রেল ৷ প্রথমে দূরপাল্লার কিছু ট্রেন এভাবে চালানো হলেও পরবর্তীতে লোকাল ট্রেনের ক্ষেত্রেও একই দাওয়াই হাতিয়ার করা হয় ৷ কিন্তু, এবার সেসব ছেড়ে আবারও পুরনো নির্ঘণ্টে ফিরে যাবে রেল পরিষেবা ৷ আর এই পরিবর্তন সুষ্ঠভাবে সারতেই আগামী সাতদিন ছ’ঘণ্টা করে পিআরএস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

নয়াদিল্লি, 14 নভেম্বর : আগামী সাতদিন ধরে রেলের যাত্রী সংরক্ষণ ব্যবস্থা (Railways Passenger Reservation System) বা পিআরএস (PRS) প্রতিদিন ছ’ঘণ্টা করে বন্ধ রাখা হবে ৷ রবিবার ভারতীয় রেলের তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ কর্তৃপক্ষের বক্তব্য, কোভিডকালে রেলের পরিষেবায় আপৎকালীন নানা পরিবর্তন আনতে হয়েছে ৷ কিন্তু, এখন করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে ৷ আর সেই কারণেই যাত্রী পরিষেবাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে এই পদক্ষেপ করা হয়েছে ৷

আরও পড়ুন : Local Train Service : স্টাফ স্পেশালের তকমা ঝেড়ে স্বাভাবিক লোকাল, খুশি নিত্যযাত্রীরা

এদিন রেলমন্ত্রকের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়, যাত্রী পরিষেবা স্বাভাবিক করতে এবং তাকে কোভিড পূর্ববর্তী সময়ের মতো করে তুলতে যাত্রী সংরক্ষণ ব্যবস্থা বা পিআরএস আগামী সাতদিন ছ’ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে ৷ রাত থেকে ভোর, যে সময়ে রেলের উপর চাপ সবথেকে কম থাকে, সেই সময়েই পিআরএস বন্ধ রাখা হবে ৷ রবিবার অর্থাৎ 14 নভেম্বর রাত থেকেই এই প্রক্রিয়া শুরু হবে ৷ প্রতিদিন পিআরএস বন্ধ থাকবে রাত 11 টা 30 থেকে ভোর 5 টা 30 পর্যন্ত ৷ আগামী 20-21 নভেম্বর পর্যন্ত এই ব্যবস্থা চলবে ৷

রেলের তরফে জানানো হয়েছে, এই ছ’ঘণ্টা সময়সীমার মধ্যে পিআরএসের কোনও পরিষেবাই মিলবে না ৷ আসন সংরক্ষণ, সংরক্ষিত আসন বাতিল করা, পরিষেবা সংক্রান্ত তথ্য সংগ্রহ-সহ সবকিছুই বন্ধ রাখা হবে ৷ তবে যেসব পরিষেবা পিআরএসের আওতাভুক্ত নয়, সেগুলি অব্যাহত থাকবে ৷

আরও পড়ুন : 72 দিন পর শুরু দূরপাল্লার রেল পরিষেবা

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার একটি নির্দেশিকা জারি করেছিল ভারতীয় রেল ৷ তাতে বলা হয়েছিল, করোনাকালে বেশ কিছু মেল ও এক্সপ্রেস ট্রেনের নামের সঙ্গে বিশেষ বা স্পেশাল তকমা জুড়ে দেওয়া হয়েছিল ৷ এবার সেই বিশেষণ প্রত্যাহার করে নেওয়া হবে ৷ উল্লেখ্য, লকডাউনের সময় কেবলমাত্র স্পেশাল ট্রেনই চালিয়েছিল রেল ৷ প্রথমে দূরপাল্লার কিছু ট্রেন এভাবে চালানো হলেও পরবর্তীতে লোকাল ট্রেনের ক্ষেত্রেও একই দাওয়াই হাতিয়ার করা হয় ৷ কিন্তু, এবার সেসব ছেড়ে আবারও পুরনো নির্ঘণ্টে ফিরে যাবে রেল পরিষেবা ৷ আর এই পরিবর্তন সুষ্ঠভাবে সারতেই আগামী সাতদিন ছ’ঘণ্টা করে পিআরএস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.