গুয়াহাটি, 29 ডিসেম্বর: গুয়াহাটিতে রয়েছে অসমের একমাত্র সরকারি চিড়িয়াখানা ৷ সেখান থেকে বন্য জীবজন্তু ওই রাজ্যেরই অন্তর্গত আম্বানিদের বেসরকারি চিড়িয়াখানায় স্থানান্তরিত করা হচ্ছে। সেই নিয়ে বৃহস্পতিবার অসমের চিড়িয়াখানা সুরক্ষা মঞ্চ (Chirakhana Suraksha Mancha) গুয়াহাটি চিড়িয়াখানার সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় ৷ এই প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিলেন বিশিষ্ট চিন্তাবিদ ডঃ হীরেন গোহাইন, (Eminent Thinker Dr Hiren Gohain) এপিডব্লিউসি সভাপতি মীরা বোরঠাকুর (APWC President Mira Borthakur) এবং আরও অন্যান্য ব্যক্তিবর্গ ৷
অসমের রাজ্য চিড়িয়াখানা প্রায়শই গুজরাতের জামনগরে আম্বানির মালিকানাধীন ব্যক্তিগত চিড়িয়াখানায় বাঘ, বিভিন্ন প্রজাতির বানর, কচ্ছপ, আট শিংওয়ালা হরিণ এবং গণ্ডার-সহ বেশ কয়েকটি বন্যপ্রাণী স্থানান্তর করছে। অসম রাজ্য চিড়িয়াখানার এই পদক্ষেপে বিভিন্ন কর্মী গোষ্ঠী, সংগঠন এবং রাজনৈতিক দলগুলিও এর আগে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিল ৷ বৃহস্পতিবার, আবারও 'চিড়িয়াখানা সুরক্ষা মঞ্চ' অসম রাজ্যের চিড়িয়াখানার সামনে বন্য প্রজাতিকে আম্বানিদের চিড়িয়াখানায় স্থানান্তরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।
বন্য প্রাণীদের শেষ স্থানান্তর হয়েছিল 7 ডিসেম্বর রাতে। 'চিড়িয়াখানা সুরক্ষা মঞ্চ' দাবি করেছে যে, এই স্থানান্তর 2018 সাল থেকে চলছে ৷ এখনও পর্যন্ত অসম রাজ্য চিড়িয়াখানা থেকে দেশের বিভিন্ন চিড়িয়াখানায় 1 হাজার 100টি প্রাণী স্থানান্তরিত হয়েছে। বিশিষ্ট চিন্তাবিদ ডঃ হীরেন গোহাইন সম্পূর্ণরূপে এই কর্মকাণ্ডকে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ৷ পাশাপাশি এ নিয়ে রাজ্যের বিজেপি সরকারেরও সমালোচনা করেছিলেন।
আরও পড়ুন: শিশু দিবসে 5 দিন ব্যাপী বার্ষিক উৎসবে মাতবে আলিপুর চিড়িয়াখানা
ডঃ হীরেন গোহাইনের পাশাপাশি এপিডব্লিউসি সভাপতি মীরা বোরঠাকুরও এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন এবং বলেন যে "বিজেপি সরকার অসম রাজ্য চিড়িয়াখানাকে বেসরকারীকরণের চেষ্টা করছে।" এদিনের এই প্রতিবাদে চিড়িয়াখানা সুরক্ষা মঞ্চের তরফে বন্যপ্রাণীদের ফিরিয়ে আনতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় ৷