লখনউ, 20 নভেম্বর: দীর্ঘ টালবাহানার পর কৃষি আইন বাতিল (Farm Laws Repealed) করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র । এবার লখিমপুর খেরি-কাণ্ড (Lakhimpur Kheri case) নিয়েও সরকারের উপর চাপ বাড়াতে শুরু করল বিরোধী শিবির । শনিবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi ) চিঠি লিখেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi ) । তাতে লখিমপুর-কাণ্ডে কৃষকদের গাড়ি চাপা দেওয়ায় মূল অভিযুক্ত আশিস মিশ্র ওরফে মনুর বাবা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে অবিলম্বে বরখাস্ত করার দাবি তোলা হয়েছে । শুধু তাই নয়, দেশের প্রধানমন্ত্রী হিসেবে কৃষকদের ক্ষতিসাধনকারীর বাবার সঙ্গে মোদির একমঞ্চে থাকা উচিত নয় বলেও দাবি তুলেছেন প্রিয়াঙ্কা ।
আর মাস তিনেকের মধ্যে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন । তার আগে শনিবার লখনউতে ডিজিপি সম্মলনে যোগ দেওয়ার কথা মোদির । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে ওই সম্মেলনে থাকার কথা অজয়েরও । তা নিয়েই এদিন মোদিকে চিঠি লিখেছেন প্রিয়াঙ্কা । তাতে মোদির উদ্দেশে তিনি লেখেন, ‘লখিমপুরে কৃষক নরসংহার হতে দেখেছে গোটা দেশ ৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে গাড়ির নীচে কৃষকদের পিষে দিয়েছেন ৷ নিজেদের রাজনৈতিক স্বার্থে শুরু থেকেই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে উত্তরপ্রদেশ সরকার , যা দেখে স্পষ্টতই মনে হচ্ছে যে, সরকার অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছে ৷’’
আরও পড়ুন: Lalu Prasad Yadav: 5 রাজ্যের নির্বাচনের স্বার্থে কৃষি আইন প্রত্যাহার, লালুর নিশানায় মোদি
প্রিয়াঙ্কার দাবি, লখিমপুরের পীড়িত কৃষক পরিবারগুলির সঙ্গে দেখা করেছেন তিনি ৷ প্রত্যেকে চান, তাঁদের প্রিয়জন সুবিচার পান ৷ কিন্তু এত কিছুর পরেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদে অজয়কে দেখে আশাহত তাঁরা ৷ তদন্তের গতিপ্রকৃতি দেখেও আতঙ্কিত তাঁরা ৷ কারণ দেশের আইন-শৃঙ্খলা যাঁর হাতে, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোদ অজয়ের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে নিচ্ছেন ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও অজয়ের সঙ্গে একমঞ্চে দেখা যাচ্ছে ৷ কিন্তু দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব আরও বহু গুণ বেশি বলে কার্যত মোদিকে মনে করিয়ে দেন প্রিয়াঙ্কা ৷
-
..@narendramodi जी अगर देश के किसानों के प्रति आपकी नीयत सचमुच साफ है तो आज अपने केंद्रीय गृह राज्यमंत्री के साथ मंच पर विराजमान मत होईये, उनको बर्खास्त कीजिये।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
प्रधानमंत्री जी को मेरा पत्र। pic.twitter.com/5XNAmAjmvN
">..@narendramodi जी अगर देश के किसानों के प्रति आपकी नीयत सचमुच साफ है तो आज अपने केंद्रीय गृह राज्यमंत्री के साथ मंच पर विराजमान मत होईये, उनको बर्खास्त कीजिये।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 20, 2021
प्रधानमंत्री जी को मेरा पत्र। pic.twitter.com/5XNAmAjmvN..@narendramodi जी अगर देश के किसानों के प्रति आपकी नीयत सचमुच साफ है तो आज अपने केंद्रीय गृह राज्यमंत्री के साथ मंच पर विराजमान मत होईये, उनको बर्खास्त कीजिये।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 20, 2021
प्रधानमंत्री जी को मेरा पत्र। pic.twitter.com/5XNAmAjmvN
চিঠিতে রাজীব তনয়া লেখেন, ‘দেশের প্রধানমন্ত্রী হিসেবে কৃষকদের প্রতি নিজের দায়িত্বজ্ঞান সম্পর্কে নিশ্চয়ই ওয়াকিবহাল আপনি ৷ প্রত্যেক দেশবাসী যাতে ন্যায় বিচার পান, তা নিশ্চিত করা শুধু প্রধানমন্ত্রীর কর্তব্য নয়, নৈতিক দায়িত্বও বটে ৷ কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখেই পবিত্র মনে কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন বলে গতকালই আপনি জানিয়েছিলেন৷ তা সত্য হলে, লখিমপুর নরসংহার মামলায় পীড়িতদের ন্যায় বিচার পেতে সাহায্য করাও আপনার দায়িত্ব ৷ কিন্তু অজয় এখনও কেন্দ্রীয় মন্ত্রীর পদে আসীন ৷’
অজয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর একমঞ্চে থাকা উচিত নয় বলেও দাবি করেন প্রিয়াঙ্কার ৷ তিনি লেখেন, ‘আজকের সম্মেলনে যদি ওঁর সঙ্গে মঞ্চ ভাগ করে নেন আপনি, তাহলে পীড়িতদের কাছে একটাই বার্তা যায় যে, আপনিও খুনিদের আড়াল করার দলে সামিল ৷ তাতে সত্যাগ্রহে নেমে 700-র বেশি শহিদ কৃষকের অপমান হয় ৷ সত্যিই যদি দেশের কৃষকদের সমব্যথী হন আপনি, তা হলে আজকের সম্মেলনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে একমঞ্চে থাকবেন না আপনি এবং ওঁকে বরখাস্ত করবেন ৷ দেশের সর্বত্র কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করুন এবং শহিদ পরিবারগুলিকে ক্ষতিপূরণ দিন ৷’
গত 3 অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে গাড়ির নীচে আন্দোলনকারী কৃষকদের পিষে দেওয়ার অভিযোগ উঠেছে অজয়ের ছেলে আশিসের বিরুদ্ধে ৷ বেশ কয়েক দিন লুকোচুরি খেলার পর 9 অক্টোবর তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ আশিস-সহ 13 জন অভিযুক্ত এই মুহূর্তে জেলেই রয়েছে ৷ কিন্তু তাঁদের বিরুদ্ধে তদন্তে উত্তরপ্রদেশ পুলিশ এবং প্রশাসন ঢিলেমি করছে বলে ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টও ৷ বিরোধী শিবির তো বটেই, সাধারণ মানুষের তরফে দাবি উঠলেও এখনও কেন্দ্রীয় মন্ত্রীর পদে দিব্যি বসে রয়েছেন অজয়, যিনি খোদ কৃষকদের বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ায় অভিযুক্ত ৷ তানিয়ে এবার মোদির উপর চাপ বাড়ালেন প্রিয়াঙ্কা ৷