ETV Bharat / bharat

Priyanka Gandhi Vadra: পাঁচ বছর পূর্তিতে ‘নোটবন্দি বিপর্যয়’ নিয়ে কেন্দ্রকে নিশানা প্রিয়ঙ্কার - Black Money

পাঁচ বছর পরও নোটবন্দি বিতর্ক যে পিছু ছাড়ছে না তাদের, তা সোমবারই বোঝা গেল । শুধু প্রিয়াঙ্কাই নন, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, এআইএমআইএম-এর ওয়ারিস পাঠান, আইএনসি-র বিনয়কুমার দোকানিয়া, সিপিআই-এর টমাস আইজ্যাক, একবাক্যে সকলে নোটবন্দির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন এদিন ।

Priyanka Gandhi Vadra slams Modi Government for imposing demonetisation disaster on indian economy
কেন্দ্রকে নিশানা প্রিয়ঙ্কার ।
author img

By

Published : Nov 8, 2021, 5:37 PM IST

Updated : Nov 8, 2021, 6:59 PM IST

নয়াদিল্লি, 8 নভেম্বর: নোটবন্দির পাঁচ বছর পূর্তিতে কেন্দ্রকে তীব্র আক্রমণ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরার । নোটবন্দির সিদ্ধান্তকে ‘বিপর্যয়’ বলে উল্লেখ করলেন তিনি ৷ তাঁর প্রশ্ন, নোটবন্দির পদক্ষেপ সফল হয়ে থাকলে আজও কেন দুর্নীতিমুক্ত হল না সমাজ ? কালো টাকার ভান্ডার র কেন ফিরল না ?

2016-র 8 নভেম্বর মধ্যরাতে আচমকাই তৎকালীন 500 এবং 1000 টাকার নোট বাতিলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী ৷ সোমবার তার পাঁচ বছর পূর্তি উপলক্ষে বিরোধী শিবিরের বহু নেতাই কেন্দ্রকে নিশানা করেছেন ৷ তাতে যোগ দেন প্রিয়াঙ্কাও ৷

এদিন সরকারের উদ্দেশে প্রিয়াঙ্কা প্রশ্ন ছোড়েন, ‘‘নোটবন্দি যদি সফল হয়, তাহলে দুর্নীতি নির্মূল করা গেল না কেন ? কেন ফেরত এল না কালো টাকা ? দেশের অর্থনীতি কেন আজও নগদহীন হল না ? সন্ত্রাসবাদে আঘাত হানা গেল না কেন ? কেন আটকানো গেল না মূল্যবৃদ্ধি ? #নোটবন্দিবিপর্যয় ৷’

আরও পড়ুন: Lakhimpur Kheri Case : অবসরপ্রাপ্ত বিচারপতির তদারকিতে লখিমপুর-তদন্ত, জানাল সুপ্রিম কোর্ট

পাঁচ বছর আগে নোটবন্দির ঘোষণার সময় প্রধানমন্ত্রীর দাবি ছিল, দুর্নীতিমুক্ত সমাজ করার এটাই চাবিকাঠি । কারণ বড় অঙ্কের নোট বাতিল হওয়ার ফলে, করফাঁকি দিয়ে যাঁরা টাকা গচ্ছিত রেখেছেন, সব ব্যাঙ্কে জমা দিতে হবে । তাতে কালো টাকা ফিরে আসবে ব্যাঙ্কে । বড় অঙ্কের নোট বাতিল হলে সন্ত্রাবাদীদের অর্থের জোগান বন্ধ হয়ে যাবে । নিয়ন্ত্রণে থাকবে মূল্যবৃদ্ধিও । নগদে লেনদেনের পরিবর্তে এই সিদ্ধান্তে ডিজিটাল লেনদেন নির্ভর ভারত গড়ার পথেও এগনো যাবে বলে মন্তব্য করেন মোদি ।

আচমকা এই ঘোষণায় কার্যত দিশাহারা হয়ে পড়েন মানুষ । দিনভর লাইনে দাঁড়িয়ে ব্যাঙ্কে টাকা জমা দেওয়া শুরু হয় । এটিএম-এ টাকা তুলতে গিয়ে হয়রানির চরমে ওঠে । ব্যাঙ্ক এবং এটিএম-এর বাইরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে, টাকার অভাবে চিকিৎসা না পেয়ে সবমিলিয়ে প্রায় 100 মানুষ মারা যান । যদিও তাদের কাছে মৃত্যুর কোনও পরিসংখ্যান জমা পড়েনি বলে সাফাই দেয় কেন্দ্র । এর পর রিজার্ভ ব্যাঙ্ক জানায়, বাতিল নোটের 98.96 শতাংশই তাদের ভাঁড়ারে ফিরে এসেছে ।

তাতেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ে । প্রশ্ন ওঠে, যে কালো টাকার ফেরানোর দোহাই দিয়ে নোটবন্দি করল সরকার, কোথায় গেল সেই টাকা ? দেশের অর্থনৈতিক সঙ্কটের জন্য নোটবন্দিকেই দায়ী করেন বিশেষজ্ঞরা । তবে এনিয়ে কোনও উচ্চবাচ্য করতে দেখা যায়নি সরকারকে ।

আরও পড়ুন: 5 Years of demonetisation : প্রথম মমতাই নোটবন্দির কুফল বুঝতে পেরেছিলেন, দাবি ডেরেকের

কিন্তু পাঁচ বছর পরেও নোটবন্দি বিতর্ক যে পিছু ছাড়ছে না তাদের, তা সোমবারই বোঝা গেল । শুধু প্রিয়াঙ্কাই নন, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, এআইএমআইএম-এর ওয়ারিস পাঠান, আইএনসি-র বিনয়কুমার দোকানিয়া, সিপিআই-এর টমাস আইজ্যাক, একবাক্যে সকলে নোটবন্দির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন এদিন । নোটবন্দি সফল হয়ে থাকলে, বিজেপি কেন তা উদযাপন করছে না, এমন কটাক্ষও করেন তাঁদের মধ্যে অনেকে । তবে কেন্দ্রের তরফে এনিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

নয়াদিল্লি, 8 নভেম্বর: নোটবন্দির পাঁচ বছর পূর্তিতে কেন্দ্রকে তীব্র আক্রমণ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরার । নোটবন্দির সিদ্ধান্তকে ‘বিপর্যয়’ বলে উল্লেখ করলেন তিনি ৷ তাঁর প্রশ্ন, নোটবন্দির পদক্ষেপ সফল হয়ে থাকলে আজও কেন দুর্নীতিমুক্ত হল না সমাজ ? কালো টাকার ভান্ডার র কেন ফিরল না ?

2016-র 8 নভেম্বর মধ্যরাতে আচমকাই তৎকালীন 500 এবং 1000 টাকার নোট বাতিলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী ৷ সোমবার তার পাঁচ বছর পূর্তি উপলক্ষে বিরোধী শিবিরের বহু নেতাই কেন্দ্রকে নিশানা করেছেন ৷ তাতে যোগ দেন প্রিয়াঙ্কাও ৷

এদিন সরকারের উদ্দেশে প্রিয়াঙ্কা প্রশ্ন ছোড়েন, ‘‘নোটবন্দি যদি সফল হয়, তাহলে দুর্নীতি নির্মূল করা গেল না কেন ? কেন ফেরত এল না কালো টাকা ? দেশের অর্থনীতি কেন আজও নগদহীন হল না ? সন্ত্রাসবাদে আঘাত হানা গেল না কেন ? কেন আটকানো গেল না মূল্যবৃদ্ধি ? #নোটবন্দিবিপর্যয় ৷’

আরও পড়ুন: Lakhimpur Kheri Case : অবসরপ্রাপ্ত বিচারপতির তদারকিতে লখিমপুর-তদন্ত, জানাল সুপ্রিম কোর্ট

পাঁচ বছর আগে নোটবন্দির ঘোষণার সময় প্রধানমন্ত্রীর দাবি ছিল, দুর্নীতিমুক্ত সমাজ করার এটাই চাবিকাঠি । কারণ বড় অঙ্কের নোট বাতিল হওয়ার ফলে, করফাঁকি দিয়ে যাঁরা টাকা গচ্ছিত রেখেছেন, সব ব্যাঙ্কে জমা দিতে হবে । তাতে কালো টাকা ফিরে আসবে ব্যাঙ্কে । বড় অঙ্কের নোট বাতিল হলে সন্ত্রাবাদীদের অর্থের জোগান বন্ধ হয়ে যাবে । নিয়ন্ত্রণে থাকবে মূল্যবৃদ্ধিও । নগদে লেনদেনের পরিবর্তে এই সিদ্ধান্তে ডিজিটাল লেনদেন নির্ভর ভারত গড়ার পথেও এগনো যাবে বলে মন্তব্য করেন মোদি ।

আচমকা এই ঘোষণায় কার্যত দিশাহারা হয়ে পড়েন মানুষ । দিনভর লাইনে দাঁড়িয়ে ব্যাঙ্কে টাকা জমা দেওয়া শুরু হয় । এটিএম-এ টাকা তুলতে গিয়ে হয়রানির চরমে ওঠে । ব্যাঙ্ক এবং এটিএম-এর বাইরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে, টাকার অভাবে চিকিৎসা না পেয়ে সবমিলিয়ে প্রায় 100 মানুষ মারা যান । যদিও তাদের কাছে মৃত্যুর কোনও পরিসংখ্যান জমা পড়েনি বলে সাফাই দেয় কেন্দ্র । এর পর রিজার্ভ ব্যাঙ্ক জানায়, বাতিল নোটের 98.96 শতাংশই তাদের ভাঁড়ারে ফিরে এসেছে ।

তাতেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ে । প্রশ্ন ওঠে, যে কালো টাকার ফেরানোর দোহাই দিয়ে নোটবন্দি করল সরকার, কোথায় গেল সেই টাকা ? দেশের অর্থনৈতিক সঙ্কটের জন্য নোটবন্দিকেই দায়ী করেন বিশেষজ্ঞরা । তবে এনিয়ে কোনও উচ্চবাচ্য করতে দেখা যায়নি সরকারকে ।

আরও পড়ুন: 5 Years of demonetisation : প্রথম মমতাই নোটবন্দির কুফল বুঝতে পেরেছিলেন, দাবি ডেরেকের

কিন্তু পাঁচ বছর পরেও নোটবন্দি বিতর্ক যে পিছু ছাড়ছে না তাদের, তা সোমবারই বোঝা গেল । শুধু প্রিয়াঙ্কাই নন, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, এআইএমআইএম-এর ওয়ারিস পাঠান, আইএনসি-র বিনয়কুমার দোকানিয়া, সিপিআই-এর টমাস আইজ্যাক, একবাক্যে সকলে নোটবন্দির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন এদিন । নোটবন্দি সফল হয়ে থাকলে, বিজেপি কেন তা উদযাপন করছে না, এমন কটাক্ষও করেন তাঁদের মধ্যে অনেকে । তবে কেন্দ্রের তরফে এনিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

Last Updated : Nov 8, 2021, 6:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.