ETV Bharat / bharat

Priyanka on UP Election 2022 : উত্তরপ্রদেশে বিজেপিকে রুখতে ভোট-পরবর্তী জোটের ইঙ্গিত প্রিয়ঙ্কার - উত্তর প্রদেশে কংগ্রেসের জোট

গতকাল তিনি নিজেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইঙ্গিত দেওয়ায় হইচই পড়ে যায় ৷ যদিও পরে তিনি জানিয়ে দেন, মাথা গরম হয়ে যাওয়ায় ওই ধরনের মন্তব্য করেছিলেন ৷ আজ সরাসরি ইঙ্গিত দিলেন যে, বিজেপিকে ঠেকাতে ভোটের পর জোটের দরজা খোলা রাখছে কংগ্রেস (Priyanka on UP Election 2022) ৷

Priyanka on Mayawati
মায়াবতীকে নিয়ে চিন্তায় প্রিয়াঙ্কা গান্ধি
author img

By

Published : Jan 22, 2022, 1:32 PM IST

Updated : Jan 22, 2022, 3:06 PM IST

নয়াদিল্লি, 22 জানুয়ারি : ভোটের ময়দানে একলা লড়াই ৷ কিন্তু ফল প্রকাশের পর বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে জোটের দরজা খোলা রাখলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ আজ তিনি বলেন, ‘‘বিজেপিকে আটকাতে সব দলের জন্যই কংগ্রেসের দরজা খোলা থাকছে ৷’’ উত্তরপ্রদেশে কংগ্রেস কোনও জোট বাঁধতে পারেনি ৷ একাই লড়ছে ৷ এটা কি অন্য রাজ্যগুলির জন্য রোলমডেল ? প্রিয়ঙ্কা একে 'ডায়নামিক পলিসি' বলে উল্লেখ করেন ৷ অতীতে 2017-য় সমাজবাদী পার্টির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল কংগ্রেস ৷ তার আগে বিএসপির সঙ্গে ৷ এবার প্রিয়ঙ্কা গান্ধির উপর ভর করেই কঠিন লড়াইয়ে কংগ্রেস ৷ এদিন মায়াবতীর নীরবতা নিয়েও কটাক্ষ করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (Priyanka Gandhi Vadra reaction over Mayawati Campaign and post poll alliance) ৷

মায়াবতীকে নিশানা করে কংগ্রেস নেত্রী বলেন, "আমি অবাক হয়েছি ৷ ছ-সাত মাস আগে আমরা ভেবেছিলাম দলটা সক্রিয় নয় ৷ হয়তো নির্বাচন এলে প্রচারে নামবে ৷" কিন্তু এখনও মায়াবতী নীরব ৷ এটা আমি বুঝতে পারছি না ৷ তিনি এত চুপচাপ কেন ?"

তাঁর সংযোজন, "এটা হতে পারে যে, বিজেপি সরকার তাঁর উপর চাপ সৃষ্টি করেছে ৷"

আরও পড়ুন : Priyanka Gandhi on CM candidate : ক্ষমতায় এলে তিনিই কি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়ঙ্কার

উত্তরপ্রদেশ ছাড়া আরও চারটি রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ সেই রাজ্যগুলিতে তাঁর ভূমিকা কী ? এই প্রশ্নের উত্তরে প্রিয়ঙ্কা জানান, দল যেখানে যা করতে বলবে, তিনি তাই করবেন ৷ তবে ভোটের পর জোটের দরজা খোলা রাখলেও সমাজবাদী পার্টিকে একহাত নেন প্রিয়ঙ্কার ৷ তাঁর অভিযোগ, সমাজবাদী পার্টি এবং বিজেপি দু'দলই একই ধরনের রাজনীতি করছে ৷

নয়াদিল্লি, 22 জানুয়ারি : ভোটের ময়দানে একলা লড়াই ৷ কিন্তু ফল প্রকাশের পর বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে জোটের দরজা খোলা রাখলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ আজ তিনি বলেন, ‘‘বিজেপিকে আটকাতে সব দলের জন্যই কংগ্রেসের দরজা খোলা থাকছে ৷’’ উত্তরপ্রদেশে কংগ্রেস কোনও জোট বাঁধতে পারেনি ৷ একাই লড়ছে ৷ এটা কি অন্য রাজ্যগুলির জন্য রোলমডেল ? প্রিয়ঙ্কা একে 'ডায়নামিক পলিসি' বলে উল্লেখ করেন ৷ অতীতে 2017-য় সমাজবাদী পার্টির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল কংগ্রেস ৷ তার আগে বিএসপির সঙ্গে ৷ এবার প্রিয়ঙ্কা গান্ধির উপর ভর করেই কঠিন লড়াইয়ে কংগ্রেস ৷ এদিন মায়াবতীর নীরবতা নিয়েও কটাক্ষ করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (Priyanka Gandhi Vadra reaction over Mayawati Campaign and post poll alliance) ৷

মায়াবতীকে নিশানা করে কংগ্রেস নেত্রী বলেন, "আমি অবাক হয়েছি ৷ ছ-সাত মাস আগে আমরা ভেবেছিলাম দলটা সক্রিয় নয় ৷ হয়তো নির্বাচন এলে প্রচারে নামবে ৷" কিন্তু এখনও মায়াবতী নীরব ৷ এটা আমি বুঝতে পারছি না ৷ তিনি এত চুপচাপ কেন ?"

তাঁর সংযোজন, "এটা হতে পারে যে, বিজেপি সরকার তাঁর উপর চাপ সৃষ্টি করেছে ৷"

আরও পড়ুন : Priyanka Gandhi on CM candidate : ক্ষমতায় এলে তিনিই কি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়ঙ্কার

উত্তরপ্রদেশ ছাড়া আরও চারটি রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ সেই রাজ্যগুলিতে তাঁর ভূমিকা কী ? এই প্রশ্নের উত্তরে প্রিয়ঙ্কা জানান, দল যেখানে যা করতে বলবে, তিনি তাই করবেন ৷ তবে ভোটের পর জোটের দরজা খোলা রাখলেও সমাজবাদী পার্টিকে একহাত নেন প্রিয়ঙ্কার ৷ তাঁর অভিযোগ, সমাজবাদী পার্টি এবং বিজেপি দু'দলই একই ধরনের রাজনীতি করছে ৷

Last Updated : Jan 22, 2022, 3:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.