ETV Bharat / bharat

Varun Gandhi: দিদি প্রিয়াঙ্কার হাত ধরে কি কংগ্রেসে 'ঘর ওয়াপসি' বরুণের, তুঙ্গে জল্পনা

দলের অন্দরে বরুণের অবস্থান যে ক্রমশ নড়বড়ে হয়ে উঠছে, তা মানেন তাঁর অনুগামীদের অনেকেই ৷ বিজেপি এবং যোগীর বিরুদ্ধে লাগাতার মন্তব্য করে বরুণ আসলে দলের শীর্ষ নেতৃত্বের নজর কাড়তে চাইছেন বলে মনে করছেন অনেকে ৷ সেখান থেকে সাড়া না পেলে, আগামী দিনে বরুণ বড় কোনও সিদ্ধান্ত নিতেই পারেন বলে শোনা যাচ্ছে ৷

Priyanka Gandhi Vadra expects Varun Gandhi to join Congress and return to the family before Uttar Pradesh Election
দিদি প্রিয়াঙ্কার হাত ধরে কি কংগ্রেসে ঘর ওয়াপসি বরুণের
author img

By

Published : Nov 1, 2021, 1:36 PM IST

Updated : Nov 1, 2021, 1:48 PM IST

লখনউ, 1 নভেম্বর : উত্তরপ্রদেশে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চান তিনি । তার জন্য সেই পরিবারেই ভরসা প্রিয়াঙ্কা গান্ধি বঢরার । তবে মা সোনিয়া বা রাহুল নন, যোগী সরকারকে উৎখাত করতে খুড়তুতো ভাই বরুণ গান্ধিকেই বোড়ে হিসেবে ব্যবহার করতে চাইছেন তিনি । কংগ্রেস সূত্রে খবর, প্রিয়াঙ্কা চান, বিজেপি ছেড়ে বরুণ কংগ্রেসের হাল ধরুন । পুরনো কাসুন্দি ঝেড়ে ফেলে, নেহরু-গান্ধি পরিবারের আদর্শ বুকে নিয়ে রাজনীতিতে নয়া যাত্রা শুরু করুন ।

নেহরু-গান্ধি পরিবারের উত্তরাধিকার হলেও, জ্ঞান হওয়া থেকে গেরুয়া শিবিরেই থেকেছেন বরুণ , যার নেপথ্যে ছিলেন তাঁর মা মানেকা গান্ধি । সঞ্জয় গান্ধির মৃত্যুর পর শ্বশুরবাড়ির সংস্রব ছেড়ে যখন বেরিয়ে আসেন তিনি, সেই সময় কংগ্রেসের সঙ্গেও সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাঁর । আশ্রয় পান পদ্ম শিবিরে । স্বাভাবিক ভাবেই সক্রিয় রাজনীতিতে বরুণের অভিষেকও বিজেপি-র হাত ধরেই । 2009 থেকে উত্তরপ্রদেশে দলের সাংসদও তিনি ।

কিন্তু গত কয়েক বছর ধরে গেরুয়া শিবিরে সে ভাবে বরুণকে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি । বরং কৃষি আন্দোলন-সহ একাধিক ইস্যুতে সাম্প্রতিক কালে বিজেপি এবং উত্তরপ্রদেশে দলের সরকারের বিরুদ্ধেই মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে । লখিমপুরে আন্দোলনকারী কৃষকদের উপর কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসার পর, অন্যান্য বিজেপি নেতা-নেত্রী যখন মুখে কুলুপ এঁটে বসেছিলেন, সেই সময় প্রকাশ্যে ঘটনার তীব্র নিন্দা করেছিলেন বরুণ । প্রশ্ন তুলেছিলেন মন্ত্রীর ছেলের ঔদ্ধত্য নিয়ে । তার জেরে দলের জাতীয় কর্মিসভা থেকে নাম পর্যন্ত বাদ যায় বরুণ এবং মানেকার ।

আরও পড়ুন: Supreme Court : শব্দবাজি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা, আজ শুনানি

তার পরও, বিজেপি-র বিরুদ্ধে সুর নরম করেননি বরুণ । বরং ফসলের ন্যূনতম দাম থেকে বিজেপি সরকার কৃষকদের বঞ্চিত করছে বলে সম্প্রতি ফের সরব হন তিনি । সম্প্রতি নিজের নির্বাচনী কেন্দ্র পিলভিটে কৃষকদের পাশে দাঁড়িয়ে জানিয়ে দেন, কৃষকদের প্রতি নিষ্ঠুর আচরণ বন্ধ করার জন্য সরকারের সামনে হাতজোড় করার পাত্র তিনি নন । বরং সরাসরি আদালতে যাবেন । যোগী সরকার সম্প্রতি আখের সহায়ক মূল্য বাড়িয়ে 350 টাকা করলে, বিরোধীদের সঙ্গে সুর মিলিয়ে তা 400 টাকা করার দাবি তোলেন বরুণ ।

এ ভাবে বার বার দলের বিরুদ্ধে মন্তব্য করায় বরুণকে নিয়ে স্পষ্টতই অস্বস্তি তৈরি হয়েছে উত্তরপ্রদেশ বিজেপি-তে । তিন-তিন বার বিপুল ভোটে জয়ী হওয়ায় তাঁকে ছেঁটে ফেলতে পারছেন না বিজেপি নেতৃত্ব । আবার তাঁকে কড়া কথাও শোনাতে পারছেন না কেউ । কারণ গান্ধি পরিবারের বিরুদ্ধে এত দিন মানেকা এবং বরুণকে দিয়ে তাঁরাই কাঁটা দিয়ে কাঁটা তোলার কাজ করে এসেছেন । অতএব ভোটের আগে বরুণকে নিয়ে কড়া অবস্থান নিতে নারাজ বিজেপি নেতৃত্ব । ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে প্রিয়াঙ্কা এই সুযোগই হাতছাড়া করতে চাইছেন না ।

এর আগে, বরুণ ভুল পথে চালিত হচ্ছেন, পরিবারের বড়দেরই তাঁকে সঠিক পথে ফিরিয়ে আনা প্রয়োজন বলে উত্তরপ্রদেশেই গিয়ে মন্তব্য করেছিলেন প্রিয়াঙ্কা । সেখানে বরুণকে ‘ছোট ভাই’ বলেও উল্লেখ করেছিলেন তিনি ৷ কংগ্রেস সূত্রে খবর, এই মুহূর্তে নিজে ভাইয়ের ‘ঘর ওয়াপসি’ সারতে চাইছেন প্রিয়াঙ্কা ৷ কংগ্রেস সূত্রে খবর, বাড়ির বড়দের মধ্যে ঝামেলা থাকলেও, প্রিয়াঙ্কা, রাহুল এবং বরুণের মধ্যে বরাবরই ভাল সম্পর্ক ৷ নিজে না গেলেও, প্রিয়াঙ্কার বিয়েতে বরুণকে পাঠিয়ে দিয়েছিলেন মানেকা ৷ সেখানে দিদির পাশেই সারা ক্ষণ ছিলেন বরুণ ৷ সক্রিয় ভাবে পৃথক দল করলেও, ভাই-বোনের মধ্যে এখনও আগের মতোই টান রয়েছে ৷ বিজেপি-র বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তাই বরুণকে পাশে চাইছেন প্রিয়াঙ্কা ৷

আরও পড়ুন: Covaxin : কোভ্য়াকসিনকে স্বীকৃতি দিল অস্ট্রেলিয়া

বরুণের কংগ্রেসে যাওয়ার নিয়ে জল্পনা যদিও এই প্রথম নয় ৷ বিজেপি সাংসদ নিজে যদিও এ নিয়ে কোনও মন্তব্য করেননি ৷ তবে দলের অন্দরে তাঁর অবস্থান যে ক্রমশ নড়বড়ে হয়ে উঠছে, তা মানেন বরুণের অনুগামীদের অনেকেই ৷ বিজেপি এবং যোগীর বিরুদ্ধে লাগাতার মন্তব্য করে বরুণ আসলে দলের শীর্ষ নেতৃত্বের নজর কাড়তে চাইছেন বলে মনে করছেন অনেকে ৷ সেখান থেকে সাড়া না পেলে, আগামী দিনে বরুণ বড় কোনও সিদ্ধান্ত নিতেই পারেন বলে শোনা যাচ্ছে ৷ সেই সময় ভাইয়ের জন্য প্রিয়াঙ্কা কংগ্রেসের দরজা খোলা রাখতে চাইছেন বলে দলীয় সূত্রে খবর ৷

লখনউ, 1 নভেম্বর : উত্তরপ্রদেশে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চান তিনি । তার জন্য সেই পরিবারেই ভরসা প্রিয়াঙ্কা গান্ধি বঢরার । তবে মা সোনিয়া বা রাহুল নন, যোগী সরকারকে উৎখাত করতে খুড়তুতো ভাই বরুণ গান্ধিকেই বোড়ে হিসেবে ব্যবহার করতে চাইছেন তিনি । কংগ্রেস সূত্রে খবর, প্রিয়াঙ্কা চান, বিজেপি ছেড়ে বরুণ কংগ্রেসের হাল ধরুন । পুরনো কাসুন্দি ঝেড়ে ফেলে, নেহরু-গান্ধি পরিবারের আদর্শ বুকে নিয়ে রাজনীতিতে নয়া যাত্রা শুরু করুন ।

নেহরু-গান্ধি পরিবারের উত্তরাধিকার হলেও, জ্ঞান হওয়া থেকে গেরুয়া শিবিরেই থেকেছেন বরুণ , যার নেপথ্যে ছিলেন তাঁর মা মানেকা গান্ধি । সঞ্জয় গান্ধির মৃত্যুর পর শ্বশুরবাড়ির সংস্রব ছেড়ে যখন বেরিয়ে আসেন তিনি, সেই সময় কংগ্রেসের সঙ্গেও সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাঁর । আশ্রয় পান পদ্ম শিবিরে । স্বাভাবিক ভাবেই সক্রিয় রাজনীতিতে বরুণের অভিষেকও বিজেপি-র হাত ধরেই । 2009 থেকে উত্তরপ্রদেশে দলের সাংসদও তিনি ।

কিন্তু গত কয়েক বছর ধরে গেরুয়া শিবিরে সে ভাবে বরুণকে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি । বরং কৃষি আন্দোলন-সহ একাধিক ইস্যুতে সাম্প্রতিক কালে বিজেপি এবং উত্তরপ্রদেশে দলের সরকারের বিরুদ্ধেই মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে । লখিমপুরে আন্দোলনকারী কৃষকদের উপর কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসার পর, অন্যান্য বিজেপি নেতা-নেত্রী যখন মুখে কুলুপ এঁটে বসেছিলেন, সেই সময় প্রকাশ্যে ঘটনার তীব্র নিন্দা করেছিলেন বরুণ । প্রশ্ন তুলেছিলেন মন্ত্রীর ছেলের ঔদ্ধত্য নিয়ে । তার জেরে দলের জাতীয় কর্মিসভা থেকে নাম পর্যন্ত বাদ যায় বরুণ এবং মানেকার ।

আরও পড়ুন: Supreme Court : শব্দবাজি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা, আজ শুনানি

তার পরও, বিজেপি-র বিরুদ্ধে সুর নরম করেননি বরুণ । বরং ফসলের ন্যূনতম দাম থেকে বিজেপি সরকার কৃষকদের বঞ্চিত করছে বলে সম্প্রতি ফের সরব হন তিনি । সম্প্রতি নিজের নির্বাচনী কেন্দ্র পিলভিটে কৃষকদের পাশে দাঁড়িয়ে জানিয়ে দেন, কৃষকদের প্রতি নিষ্ঠুর আচরণ বন্ধ করার জন্য সরকারের সামনে হাতজোড় করার পাত্র তিনি নন । বরং সরাসরি আদালতে যাবেন । যোগী সরকার সম্প্রতি আখের সহায়ক মূল্য বাড়িয়ে 350 টাকা করলে, বিরোধীদের সঙ্গে সুর মিলিয়ে তা 400 টাকা করার দাবি তোলেন বরুণ ।

এ ভাবে বার বার দলের বিরুদ্ধে মন্তব্য করায় বরুণকে নিয়ে স্পষ্টতই অস্বস্তি তৈরি হয়েছে উত্তরপ্রদেশ বিজেপি-তে । তিন-তিন বার বিপুল ভোটে জয়ী হওয়ায় তাঁকে ছেঁটে ফেলতে পারছেন না বিজেপি নেতৃত্ব । আবার তাঁকে কড়া কথাও শোনাতে পারছেন না কেউ । কারণ গান্ধি পরিবারের বিরুদ্ধে এত দিন মানেকা এবং বরুণকে দিয়ে তাঁরাই কাঁটা দিয়ে কাঁটা তোলার কাজ করে এসেছেন । অতএব ভোটের আগে বরুণকে নিয়ে কড়া অবস্থান নিতে নারাজ বিজেপি নেতৃত্ব । ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে প্রিয়াঙ্কা এই সুযোগই হাতছাড়া করতে চাইছেন না ।

এর আগে, বরুণ ভুল পথে চালিত হচ্ছেন, পরিবারের বড়দেরই তাঁকে সঠিক পথে ফিরিয়ে আনা প্রয়োজন বলে উত্তরপ্রদেশেই গিয়ে মন্তব্য করেছিলেন প্রিয়াঙ্কা । সেখানে বরুণকে ‘ছোট ভাই’ বলেও উল্লেখ করেছিলেন তিনি ৷ কংগ্রেস সূত্রে খবর, এই মুহূর্তে নিজে ভাইয়ের ‘ঘর ওয়াপসি’ সারতে চাইছেন প্রিয়াঙ্কা ৷ কংগ্রেস সূত্রে খবর, বাড়ির বড়দের মধ্যে ঝামেলা থাকলেও, প্রিয়াঙ্কা, রাহুল এবং বরুণের মধ্যে বরাবরই ভাল সম্পর্ক ৷ নিজে না গেলেও, প্রিয়াঙ্কার বিয়েতে বরুণকে পাঠিয়ে দিয়েছিলেন মানেকা ৷ সেখানে দিদির পাশেই সারা ক্ষণ ছিলেন বরুণ ৷ সক্রিয় ভাবে পৃথক দল করলেও, ভাই-বোনের মধ্যে এখনও আগের মতোই টান রয়েছে ৷ বিজেপি-র বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তাই বরুণকে পাশে চাইছেন প্রিয়াঙ্কা ৷

আরও পড়ুন: Covaxin : কোভ্য়াকসিনকে স্বীকৃতি দিল অস্ট্রেলিয়া

বরুণের কংগ্রেসে যাওয়ার নিয়ে জল্পনা যদিও এই প্রথম নয় ৷ বিজেপি সাংসদ নিজে যদিও এ নিয়ে কোনও মন্তব্য করেননি ৷ তবে দলের অন্দরে তাঁর অবস্থান যে ক্রমশ নড়বড়ে হয়ে উঠছে, তা মানেন বরুণের অনুগামীদের অনেকেই ৷ বিজেপি এবং যোগীর বিরুদ্ধে লাগাতার মন্তব্য করে বরুণ আসলে দলের শীর্ষ নেতৃত্বের নজর কাড়তে চাইছেন বলে মনে করছেন অনেকে ৷ সেখান থেকে সাড়া না পেলে, আগামী দিনে বরুণ বড় কোনও সিদ্ধান্ত নিতেই পারেন বলে শোনা যাচ্ছে ৷ সেই সময় ভাইয়ের জন্য প্রিয়াঙ্কা কংগ্রেসের দরজা খোলা রাখতে চাইছেন বলে দলীয় সূত্রে খবর ৷

Last Updated : Nov 1, 2021, 1:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.