ETV Bharat / bharat

Priyanka Gandhi Vadra : উত্তরপ্রদেশ হাতে এলে মেয়েদের স্মার্টফোন আর স্কুটি দেওয়া হবে : প্রিয়াঙ্কা - লখনৌ

তিনি এখন উত্তরপ্রদেশের আনাচকানাচে ৷ 2022-এ রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ তাই বিজেপির বিরুদ্ধে নতুন রণনীতি নিয়ে মঞ্চে হাজির কংগ্রেস তথা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ 40 শতাংশ আসনে মহিলাদের টিকিট দেওয়ার কথা ঘোষণার পর এবার মেয়েদের স্মার্টফোন ও স্কুটি দেওয়ার ঘোষণায় নতুন চমক দিলেন কংগ্রেস নেত্রী ৷

প্রিয়াঙ্কা গান্ধি বঢরা
প্রিয়াঙ্কা গান্ধি বঢরা
author img

By

Published : Oct 21, 2021, 4:34 PM IST

লখনউ, 21 অক্টোবর : রাজ্যের সব উচ্চমাধ্যমিক বা 12 শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের একটি করে স্মার্ট ফোন (smartphone) এবং স্নাতক তরুণীদের (graduate girls) ইলেকট্রনিক স্কুটি (electronic scooty) দেওয়ার প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ তবে শর্ত একটাই, যদি 2022-এর উত্তরপ্রদেশ নির্বাচনে জিতে কংগ্রেস সরকার গড়তে পারে ৷

বৃহস্পতিবার কংগ্রেসের (Indian National Congress) সাধারণ সম্পাদক (General Secretary) প্রিয়াঙ্কা একটি টুইটে হিন্দিতে লেখেন, "গতকাল আমি কিছু ছাত্রীদের সঙ্গে দেখা করেছি ৷ তারা জানিয়েছে, পড়াশোনা আর নিরাপত্তার প্রয়োজনে তাদের স্মার্টফোন দরকার ৷ আমি খুশি যে আজ ম্যানিফেস্টো কমিটির সম্মতিতে উত্তরপ্রদেশ কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, ক্ষমতায় এলে ইন্টার পাশ করা মেয়েদের স্মার্টফোন এবং স্নাতক তরুণীদের ইলেকট্রনিক স্কুটি দেওয়া হবে ৷"

উত্তরপ্রদেশের দায়িত্বে থাকা প্রিয়াঙ্কা তাঁর টুইটে একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশের স্কুল ও কলেজের বেশ কিছু ছাত্রী এক সাংবাদিকের সঙ্গে কথা বলছেন ৷ তাঁরা প্রিয়াঙ্কার সঙ্গে ফোটো তোলার কথাও জানাচ্ছে ওই সাংবাদিককে ৷ এদের মধ্যে একজন ছাত্রী জানিয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধি নিজে তাঁদের সঙ্গে সেলফি তুলতে চান ৷ ছাত্রীদের তিনি জিজ্ঞাসা করেন তাঁদের কারও কাছে ফোন আছে কি না ৷ ছাত্রীটি বলেন, "আমরা জানালাম যে আমাদের কাছে ফোন নেই আর কলেজেও ফোন ব্যবহারের অনুমতি নেই ৷ তখন তিনি আমাদের জিজ্ঞাসা করেন যদি মেয়েদের ফোন দেওয়ার কথা ঘোষণা করা হয় ৷ আর আমরা বললাম যে আমাদের নিরাপত্তার জন্যও ফোন দরকার ৷"

এবার উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেসের স্লোগান
এবার উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেসের স্লোগান

আরও পড়ুন : Mamata Banerjee : বিজেপির বিরুদ্ধে মমতার নেতৃত্বেই লড়া ভাল, কংগ্রেসকে বার্তা কুণালের

ভিডিয়োতে আরেকজন ছাত্রী বলেন, "তিনি আমাদের খুব মন দিয়ে পড়াশোনা করতে বলেছেন ৷ আমি চাই তিনি এভাবেই আমাদের সঙ্গে দেখা করতে থাকুন, কথা বলুন ৷" ইন্দিরা-পৌত্রী তাঁদের কংগ্রেসের স্লোগান 'আমরা মেয়ে, আমরা লড়তে পারি' (ladki hoon, lad sakti hoon) শুনিয়েছেন, জানালেন আরেক ছাত্রী ৷

মঙ্গলবার, 19 অক্টোবর কংগ্রেসের সাধারণ সম্পাদক ঘোষণা করেন, আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে তাঁর দল উত্তরপ্রদেশের 40 শতাংশ আসনে মহিলা প্রার্থী দেবে ৷ কংগ্রেসের অর্ধেক শক্তির অংশীদারি হোক মহিলারা ৷ মহিলারা ন্যায়বিচার চান, রাজ্যের পরিবর্তন চান এবং যাঁদের ধর্ম ও জাতপাতের ভিত্তিতে ভিন্ন করার চেষ্টা চলছে, সেই প্রত্যেক মহিলার ক্ষমতায়নে এই পদক্ষেপ বলে দাবি প্রিয়াঙ্কা গান্ধি বঢরার ৷

লখনউ, 21 অক্টোবর : রাজ্যের সব উচ্চমাধ্যমিক বা 12 শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের একটি করে স্মার্ট ফোন (smartphone) এবং স্নাতক তরুণীদের (graduate girls) ইলেকট্রনিক স্কুটি (electronic scooty) দেওয়ার প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ তবে শর্ত একটাই, যদি 2022-এর উত্তরপ্রদেশ নির্বাচনে জিতে কংগ্রেস সরকার গড়তে পারে ৷

বৃহস্পতিবার কংগ্রেসের (Indian National Congress) সাধারণ সম্পাদক (General Secretary) প্রিয়াঙ্কা একটি টুইটে হিন্দিতে লেখেন, "গতকাল আমি কিছু ছাত্রীদের সঙ্গে দেখা করেছি ৷ তারা জানিয়েছে, পড়াশোনা আর নিরাপত্তার প্রয়োজনে তাদের স্মার্টফোন দরকার ৷ আমি খুশি যে আজ ম্যানিফেস্টো কমিটির সম্মতিতে উত্তরপ্রদেশ কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, ক্ষমতায় এলে ইন্টার পাশ করা মেয়েদের স্মার্টফোন এবং স্নাতক তরুণীদের ইলেকট্রনিক স্কুটি দেওয়া হবে ৷"

উত্তরপ্রদেশের দায়িত্বে থাকা প্রিয়াঙ্কা তাঁর টুইটে একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশের স্কুল ও কলেজের বেশ কিছু ছাত্রী এক সাংবাদিকের সঙ্গে কথা বলছেন ৷ তাঁরা প্রিয়াঙ্কার সঙ্গে ফোটো তোলার কথাও জানাচ্ছে ওই সাংবাদিককে ৷ এদের মধ্যে একজন ছাত্রী জানিয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধি নিজে তাঁদের সঙ্গে সেলফি তুলতে চান ৷ ছাত্রীদের তিনি জিজ্ঞাসা করেন তাঁদের কারও কাছে ফোন আছে কি না ৷ ছাত্রীটি বলেন, "আমরা জানালাম যে আমাদের কাছে ফোন নেই আর কলেজেও ফোন ব্যবহারের অনুমতি নেই ৷ তখন তিনি আমাদের জিজ্ঞাসা করেন যদি মেয়েদের ফোন দেওয়ার কথা ঘোষণা করা হয় ৷ আর আমরা বললাম যে আমাদের নিরাপত্তার জন্যও ফোন দরকার ৷"

এবার উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেসের স্লোগান
এবার উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেসের স্লোগান

আরও পড়ুন : Mamata Banerjee : বিজেপির বিরুদ্ধে মমতার নেতৃত্বেই লড়া ভাল, কংগ্রেসকে বার্তা কুণালের

ভিডিয়োতে আরেকজন ছাত্রী বলেন, "তিনি আমাদের খুব মন দিয়ে পড়াশোনা করতে বলেছেন ৷ আমি চাই তিনি এভাবেই আমাদের সঙ্গে দেখা করতে থাকুন, কথা বলুন ৷" ইন্দিরা-পৌত্রী তাঁদের কংগ্রেসের স্লোগান 'আমরা মেয়ে, আমরা লড়তে পারি' (ladki hoon, lad sakti hoon) শুনিয়েছেন, জানালেন আরেক ছাত্রী ৷

মঙ্গলবার, 19 অক্টোবর কংগ্রেসের সাধারণ সম্পাদক ঘোষণা করেন, আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে তাঁর দল উত্তরপ্রদেশের 40 শতাংশ আসনে মহিলা প্রার্থী দেবে ৷ কংগ্রেসের অর্ধেক শক্তির অংশীদারি হোক মহিলারা ৷ মহিলারা ন্যায়বিচার চান, রাজ্যের পরিবর্তন চান এবং যাঁদের ধর্ম ও জাতপাতের ভিত্তিতে ভিন্ন করার চেষ্টা চলছে, সেই প্রত্যেক মহিলার ক্ষমতায়নে এই পদক্ষেপ বলে দাবি প্রিয়াঙ্কা গান্ধি বঢরার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.