ETV Bharat / bharat

কেন্দ্র করোনা নিয়ে তথ্য চেপে যাচ্ছে, অভিযোগ প্রিয়াঙ্কার

প্রিয়াঙ্কার অভিযোগ, প্রধানমন্ত্রী ভাবমূর্তি রক্ষা করা ভারতীয়দের প্রাণ বাঁচানোর থেকে কেন্দ্রের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ৷

কেন্দ্র করোনা নিয়ে তথ্য চেপে যাচ্ছে, অভিযোগ প্রিয়াঙ্কার
কেন্দ্র করোনা নিয়ে তথ্য চেপে যাচ্ছে, অভিযোগ প্রিয়াঙ্কার
author img

By

Published : Jun 7, 2021, 7:23 PM IST

নয়াদিল্লি, 7 জুন : করোনা প্যানডেমিক সংক্রান্ত তথ্য চেপে যাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ সোমবার এমনই অভিযোগ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা (Priyanka Gandhi ) ৷ তাঁর অভিযোগ, মোদি সরকার মানুষের জীবন বাঁচানোর বদলে নিজেদের প্রচার করতেই ব্যস্ত ৷ আর এতে অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে ৷

কেন্দ্রের বিরুদ্ধে করোনা প্যানডেমিক নিয়ে ‘কে দায়ী ?’ নামে একটি প্রচার শুরু করেছেন ৷ তাতে তিনি করোনা পরিস্থিতি সামলানো সংক্রান্ত একাধিক প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন কেন্দ্রীয় সরকারের দিকে ৷ এদিন সেই প্রচারের অঙ্গ হিসেবেই এই তথ্য চেপে যাওয়ার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে তুলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা ৷

প্রিয়াঙ্কা গান্ধির টুইট
প্রিয়াঙ্কা গান্ধির টুইট

প্রিয়াঙ্কার অভিযোগ, প্রধানমন্ত্রী ভাবমূর্তি রক্ষা করা ভারতীয়দের প্রাণ বাঁচানোর থেকে কেন্দ্রের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ৷ আর একেবারে কোভিড প্যানডেমিকের শুরু থেকেই এটা করা হচ্ছে ৷

আরও পড়ুন : 21 জুন থেকে সাবালক সবাইকে ফ্রি-তে করোনা টিকা দেবে কেন্দ্র: মোদি

কেন এটা করা হচ্ছে ? সেই ব্যাখ্যাও এদিন সোশ্যাল মিডিয়ার মারফত তুলে ধরেছেন তিনি ৷ প্রিয়াঙ্কার দাবি, ইচ্ছাকৃত ভাবে আক্রান্ত, মৃত্যুর তথ্য চেপে যাওয়া হয়েছে ৷ যাতে মনে হয় যে ভারতে করোনা পরিস্থিতি একেবারে উদ্বেগজনক নয় ৷

নয়াদিল্লি, 7 জুন : করোনা প্যানডেমিক সংক্রান্ত তথ্য চেপে যাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ সোমবার এমনই অভিযোগ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা (Priyanka Gandhi ) ৷ তাঁর অভিযোগ, মোদি সরকার মানুষের জীবন বাঁচানোর বদলে নিজেদের প্রচার করতেই ব্যস্ত ৷ আর এতে অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে ৷

কেন্দ্রের বিরুদ্ধে করোনা প্যানডেমিক নিয়ে ‘কে দায়ী ?’ নামে একটি প্রচার শুরু করেছেন ৷ তাতে তিনি করোনা পরিস্থিতি সামলানো সংক্রান্ত একাধিক প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন কেন্দ্রীয় সরকারের দিকে ৷ এদিন সেই প্রচারের অঙ্গ হিসেবেই এই তথ্য চেপে যাওয়ার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে তুলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা ৷

প্রিয়াঙ্কা গান্ধির টুইট
প্রিয়াঙ্কা গান্ধির টুইট

প্রিয়াঙ্কার অভিযোগ, প্রধানমন্ত্রী ভাবমূর্তি রক্ষা করা ভারতীয়দের প্রাণ বাঁচানোর থেকে কেন্দ্রের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ৷ আর একেবারে কোভিড প্যানডেমিকের শুরু থেকেই এটা করা হচ্ছে ৷

আরও পড়ুন : 21 জুন থেকে সাবালক সবাইকে ফ্রি-তে করোনা টিকা দেবে কেন্দ্র: মোদি

কেন এটা করা হচ্ছে ? সেই ব্যাখ্যাও এদিন সোশ্যাল মিডিয়ার মারফত তুলে ধরেছেন তিনি ৷ প্রিয়াঙ্কার দাবি, ইচ্ছাকৃত ভাবে আক্রান্ত, মৃত্যুর তথ্য চেপে যাওয়া হয়েছে ৷ যাতে মনে হয় যে ভারতে করোনা পরিস্থিতি একেবারে উদ্বেগজনক নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.